সাত আসমানের উপর আটটি মেষ এবং ছাগল ??



সাত আসমানের উপর আটটি মেষ এবং ছাগল 
লিখেছেনঃ আফিফ আলী সাদাফ
--------------------------------------------------------
তিরমিজি শরীফের একটি হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে সাত আসমানের উপর সাগর আর মেষ রয়েছে হাদিসটি রয়েছে
গ্রন্থের নামঃ সূনান তিরমিজী (ইফাঃ)
হাদিস নম্বরঃ [3320] অধ্যায়ঃ ৫০/ কুরআন তাফসীর (كتاب تفسير القرآن عن رسول الله ﷺ)
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
এখন মূল কথা হল এই হাদিসটি যইফ অথচ প্রায়শই অমুসলিমরা এই হাদিস উপস্থাপন করে এইভাবে যে এটা হল সহিহ হাদিস।
এই হাদিস অগ্রহণযোগ্য হবার দলিলাবলী
**********************************
১.যঈফ, ইবনু মাজাহ ১৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩২০ [আল মাদানী প্রকাশনী]
২. হাদীসটি হাসান- গারীব। সিমাক (রহঃ) এর বরাতে ওয়ালীদ ইবন আবি ছাওর (রহঃ) অনুরূপ বর্ণনা কওেছেন এবং তিনি হাদীসটি মারফু করেছেন। সিমাক (রহঃ) থেকে শরীক (রহঃ) ও এই হাদীসটির কিছু আংশ বর্ণনা করেছেন। কিন্তু তিনি মারফু রূপে নয়, মাওকুফরূপে এটির রিওয়ায়াত করেছেন। আবদুর রহমান (রহঃ) হলেন ইবন আবদুল্লাহ ইবন সা’দ রাযী।
হাদিসের মানঃ যঈফ (Dai’f)
আশা করি উত্তর পেয়েছেন।



No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.