হিন্দু ডাক্তার এর জটিল প্রশ্ন?

#হিন্দু ডাক্তার এর জটিল প্রশ্ন?

লিখেছেনঃ Md. Aminul Islam

ডাক্তার: ভাই আপনারা (ইসলাম ধর্মে) বলেন কবরে আযাব হয়। কিন্ত আমার বাড়িটি এবং শোবার ঘরটি আপনাদের কবরস্থানের পাশেই, একেবারে সিমানায় লাগানো। আমি কান পেতে থাকি মৃত মানুষের শাস্তি বা চিৎকার শুনার জন্য। কিন্ত আওয়াজ শুনতে পাইনা।

>> তাহলে আপনি কিভাবে আমাকে বুঝাইবেন কবরে শাস্তি হয়?

বালক : একটু দ্বিধাদ্বন্ধে পড়ে গিয়ে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে? আর ভাবছে কি জবাব দেয়া যায়?

অত:পর একটু ভাবনা শেষে ডাক্তার সাহেবকে পালটা প্রশ্ন করলো। আচ্ছা, আপনার কি স্ত্রী আছে?

ডাক্তার: একটু রাগান্বিত চোখে জিজ্ঞেস করলো, আমার প্রশ্নের সাথে আপনার প্রশ্নের মিল কোথায়?

বালক: ইশারায় আশ্বস্ত করে বলল, আছে। ডাক্তার সাহেব বললেন আমার স্ত্রী আছে।

বালক : আপনারা কি একসাথে ঘুমান?

ডাক্তার সাহেব আরেকটুু রেগে গিয়ে বললেন, আমরা কেবল একসাথেই ঘুমায়না, এমনকি আমরা একবালিশে ঘুমায়। তাতে কি?

তখন বালক শেষ প্রশ্ন বলে আশ্বস্ত করে ডাক্তার সাহেবকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন? আপনি কি কখনো দু:স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখেন? যার ফলে আপনি ঘুম থেকে ভয়ে আতকে উঠেন।

জবাবে তিনি বললেন, জি মাঝে মাঝে দেখি।

তখন, বালক ডাক্তার এর দৃষ্টি আকর্ষণ করে বললেন। খেয়াল করেন, আপনি যখন দুঃস্বপ্ন দেখেন তখন স্বপ্নের ভিতর আপনি অনেক মাইর খান, কখনো কখনো ভয়ে চিৎকার করতে থাকেন, কান্নাকাটি করে ঘুম থেকে ভয়ে উঠে যান। অথচ, আপনার স্ত্রী আপনার সাথে গাঁ লাগিয়ে শুয়ে থাকে, কিন্ত তিনি টের ই পাননা। আপনি ঘুমের মধ্যে এত বড় বিপদে, কান্নাকাটি করছেন, কিন্ত আপনার পাশে আপনার স্ত্রী জানতেই পারেনা। তাহলে আপনি সেই কবরের ভিতর কান্নাকাটির আওয়াজ কিভাবে পাবেন?
ডাক্তার সাহেব তখন ভাবছেন, তার কান দিয়ে মনে হয় আর কোন শব্দই প্রবেশ করছেনা। তিনি নির্বাক।

★★বিছানার উপর মানুষটি যেমন সোজা হয়ে শুয়ে থাকে, অথচ ঘুমের ভিতর স্বপ্নে কতই না শাস্তি, কষ্ট পাই, যার ফলে শরির পর্যন্ত ঘেমে যায়। হয়তোবা ঠিক তেমনি, মানুষ এর শরির কবরে সোজা হয়ে শুয়ে থাকে কিন্ত তার শাস্তি বা আযাব সহ্য করতে হয়। আল্লাহই ভাল জানেন।

বিষয়টি অনুধাবন করা দরকার, যেন আমরা মরণ ও তার পরবর্তী অবস্থা অনুধাবন করাতে পারি। কারণ মরণকে যত স্বরণ করবে, আল্লাহকে তত ভয় করবে। আর আল্লাহকে যত ভয় করবে, পাপ তত কম করবে, জান্নাত তত সহজ হবে।


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.