আধুনিক বিশ্বের অমুসলিম মনীষীর দৃষ্টিতে আল কুরআন

-: আধুনিক বিশ্বের অমুসলিম মনীষীর দৃষ্টিতে আল কুরআন :-– : The Holy QURAN, according to Non-Muslimscholers in the modern worlds :–
“বেদ ও পুরাণের যুগ চলে গেছে । এখন
ক্বুরআনই হচ্ছে একমাত্র পুস্তক যা পূথিবীকে
পরিচালিত করবে ।”— গুরু নানক |
“The age for the vedas and puranas is gone.Now
the Quran is the only book to guide the
world.”— Guru Nanak.
“আমি এ ব্যাপারে সম্পূর্ণ নিঃসন্দেহ যে,কুরআন হল
একটি অলৌকিক ঐশ্বরিক সৃষ্টি।” —
এ.জে.আরবেরী৷
” I do not doubt at all that the Quran was a
supernatural production.” —A .J.Arberry.
“কুরআন হযরত মুহাম্মদ(সঃ)-এর মনঃপ্রসূত কথা নয়।এটি
আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নাযেল করা
প্রত্যাদেশ।” —প্রফেসর ডঃ লাওয়েন
ভ্যাজিলিয়ারী।
“Quran was not the production of Muhammed`s
own mind but the Book was revealed to him by
God.” —Prof.Dr.Lawen vagilieri.
“মুহাম্মদের(সঃ)ধর্মমত সব সন্দেহের সংশয়
থেকে মুক্ত এবং আলকুরআন হচ্ছে স্রষ্টার
একত্বের এক উজ্বল দলিল।” —গীবন।
“The creed of Muhammed(pbuh) is free from the
suspicious of ambiguity,and the Quran is a
glorious testimony to the unity of God.” —
GIBBON.
“কুরআন মানুষের অন্তর জয়ে পরম আকর্ষণীয়
ও মনোরম মোহনীয় শক্তির অধিকারী।” —
ওলিয়ারী।
“The Quran is powerful enough to cinquire the
hearts.” —O`Leary.
“ইসলামের জয় অনেকাংশে একটি ভাষার জয়,আরও
সুনির্দিষ্টভাবে বলতে হয় যে,একটি কিতাবেরিই
জয়।” —অধ্যাপক হিট্টি।
“The triumph of islam was certain extent,the
triumph of a language,more particularly of a
book.” —Prof. Hitty.
-: বিশ্ব-বিখ্যাত মনীষীদের দৃষ্টিতে ইসলাম
এবং হজরত মোহাম্মদ (সাঃ):-
-: ISLAM and Hajrat MUHAMMAD (S),according
to famous scholer in the worlds :-
“মুহাম্মাদ (স.)এর শিক্ষা সন্দেহজনক অস্পষ্টতা
থেকে মুক্ত এবং ক্বুরআন একেশ্বরবাদের মহান
সাক্ষ্য ।”—–গিবন |
“The creed of Muhammad (S.) is free from the
suspicious of ambiguity and the Quran is a
glorious testymony to the Unity of God.”—- -
Gibbon.
“আমি আল্লাহর প্রশংসা করি এবং পবিত্র পয়গম্বর
মুহাম্মাদ (স.)ও পবিত্র ক্বুরআনকে শ্রদ্ধা করি।”– –
নেপোলিয়ান বোনাপার্ট |
“I praise God and have reverence for the Holy
Prophet Muhammad (S.) and the Holy
Quran.”—– Napoleon Bonaparte.
“আমার এটা ঘোষণা করতে বিন্দু মাত্র সংকোচ
নেই যে,ইসলাম ধর্মের পয়গম্বর সম্বন্ধে আমি
সর্বাধিক সম্মান পোষণ করি ।আমার মতে সমস্ত
ধর্মীয় গুরু ও সংস্কারকদের মধ্যে তিনিই
সর্বোচ্চ আসনের অধিকারী ।”– –লালা লাজপৎ রায় |
“I have not the least hesitation in declaring that i
entertain the highest respect for the prophet of
islam.In my opinion He holds the highest rank
amongst the religious teachers and
reformers.”—- -Lala Lajpat Rai.
“আমরা এটা অস্বীকার করতে পারিনা যে,ইসলামের
ভ্রাতৃত্ববাদ সব রকমের সম্প্রদায়গত ও জাতিগত গন্ডি
অতিক্রম করে গেছে-এরকম একটা বৈশিষ্ট যা অন্য
কোনও ধর্মে পাওয়া যায় না ।”– –ডঃ রাধাকৃষ্ণন |
“We cannot deny that the conception of
brotherhood in islam transcends all barriers of
race and nationality, a feature which does not
characterise any other religion.” —––Dr.Radha
Krishnan.
“ইসলাম অবিনশ্বর, ইসলাম চিরজীবী
৷”~~~ পাশ্চাত্যের বিখ্যাত মনীষী বসওয়ার্থ স্মিথ ৷
“ISLAM is indestructible, ISLAM is
everliving.”~~~ Western famous scholer Bosworth
Smth.
“মুসলমানরা যে দেশকে আক্রমণ করতো সে
দেশকে কখনই ধ্বংস করতো না, যেমন করতো
অন্য সম্প্রদায়ের ধর্মীয় যোদ্ধারা ৷তারা যেখানে
যেত,সেখানে আগের চেয়ে ভালো কিছু জন্ম
লাভ করতো ৷”~~~ পাশ্চাত্যের বিখ্যাত মনীষী
ভি,সি,ব্যাডলি ৷
“Neither did the Muslims devastate the country
they invaded as did their fellow religious warriors
of other drenominations.Wherever they passed
,something better sprang up than what had been
there before.”~~~ Western famous scholer
V.C.Badly .
“ইসলাম যে নতুন বিশ্ব-ঐক্যের প্রবর্তন
করেছিল,সেই নতুন ঐক্যবোধ জন্ম দিয়েছিল
এক নতুন সভ্যতা,সংস্কৃতি,শিল্প,সাহিত্য ও বিজ্ঞান
৷”~~~ আধুনিক চিন্তাবিদ জে. এইচ. ডেনিসন ।
“The great world uniti introduced by islam gave
rise to a new civilisation,art literatur,culture and
science.”~~~ Modern scholer J. S. Denison.
“সমগ্র পৃথিবীর পূর্ব থেকে দক্ষিন,হারকিউলেস-
স্তম্ভ থেকে দূরবর্তী ভারত এবং মঙ্গোলিয়ার
বৃক্ষহীন প্রান্তরকে একই মহান ভ্রাতৃত্বের
বন্ধনে আবদ্ধ করেছিলেন এই মানুষটি (হজরত
মোহাম্মাদ সাঃ) ৷”~~~ আধুনিক চিন্তাবিদ জে. এইচ.
ডেনিসন ।
“The man (Hajrat Muhammad S.) was to unite
the whole known world of the East and South
from the Pillars of Hercules to farthest India and
the steppes of Mongolia in one great
brotherhood.”~~~ Modern scholer J. S. Denison.
বিখ্যাত মনীষীদের উক্তি :-
“দুনিয়া চিন্তা অন্তরে কালিমা সৃষ্টি করে এবং
পরকালের চিন্তা অন্তরে জ্যোতি সৃষ্টি করে ।”
——[হযরত উসমান গনী (রাঃ) ।
“দুটি বস্তু দ্বারা দুই প্রকার সম্মান পাওয়া যায় ।১)
ইহকালের সম্মান সম্পদের দ্বারা এবং পরকালের
সম্মান সৎকর্মের দ্বারা ।”
——[হযরত উমর ফারুক (রাঃ) ।
“বিদ্যা সজ্জনকে করে বিনয়ী, দুর্জনকে করে
অহঙ্কারী ।”
——-[হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ।
“সংযমশীলতা দারিদ্রের অলঙ্কার ।কৃতজ্ঞতা
প্রাচুর্যের অলঙ্কার ।”
——–[হযরত আলী (রাঃ) ।
“বৎস ! অত্যাধিক ক্রদ্ধ হয়ো না ।কারণ,ক্রোধের
আগুন হৃদয়ের আলো নিভিয়ে দেয় ।জ্ঞানীকে
মুর্খেরও অধম করে ফেলে ।”
——-[হযরত লুকমান হাকীম ] ।
© Copyright 2014. Quran Hadis and Science
Research Centre(QHSRC),Murshidabad,India.
Developed by HAYAT.IN


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.