স্রষ্টা,ধর্ম ও ইসলামের সত্যতার ব্যাপারে একেবারেই সাধারণ কিছু দলীল-প্রমাণ ও সৌন্দর্য-বৈশিষ্ট্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মূলনীতি

*স্রষ্টা, ধর্ম ও ইসলামের সত্যতার ব্যাপারে একেবারেই সাধারণ কিছু দলীল-প্রমাণ ও সৌন্দর্য-বৈশিষ্ট্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মূলনীতি:

{নীচের পয়েন্টগুলো প্রাথমিক ও প্রস্তুতিমূলক নোটস, তাই অনেক কথা ইঙ্গিতে বা অনেক সংক্ষেপে বলা হয়েছে। সুতরাং চিন্তা ভাবনা করে পড়লে - নানা শাখা প্রশাখা বের করে মৌলিক বিষয়গুলো নিয়ে আলাদাভাবে বিস্তারিত লেখা তৈরি হতে পারে।} -

* নিম্নোক্ত বিষয়টা মাথায় রাখলে ইসলামিক তথ্যগুলো বুঝতে সুবিধা হবেঃঅন্যান্যদের তুলনায় আমাদের তথ্যসূত্রের সমৃদ্ধি ও নির্ভরযোগ্যতা পুরো বিশ্বের কাছে স্বীকৃত, এবং সবার কাছে আশ্চর্যের বিষয়ও বটে। সত্যনিষ্ঠ ইউরোপীয় গবেষক ও ঐতিহাসিকদের লেখা পড়ে দেখুন, তাঁরাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন। কারণ পুরো দুনিয়ার ইতিহাসে এ যে বেনযীর, দ্বিতীয় কোন মিছাল বা দৃষ্টান্ত কোন জাতির কাছেই নেই !
ইসলামি টাওয়ার বাংলাবাজার থেকে নির্ভরযোগ্য ও সমাদৃত কয়েকটি গ্রন্থ কিনে কুরআন ও হাদীস সংকলন ও সংরক্ষণের ইতিহাস পড়ে দেখুন, মাথা হেট হয়ে যাবে। এটা করতে গিয়ে একমাত্র ইসলামের বৈশিষ্ট্য: আসমাউর রিজাল নামক শাস্ত্রের উসীলায় ৫ লক্ষ ব্যাক্তির জীবনী সংরক্ষিত হয়ে গেছে। এবং জ্ঞান-বিজ্ঞানের কত শত শাখা সৃষ্টি হয়েছে! মেনে নিতে বাধ্য হবেন, ঐশী প্ল্যান ও প্রেরণা ছাড়া এ অসম্ভব !
* স্রষ্টা ধর্ম ও ইসলামের সত্যতার দলীল-প্রমাণ ও সৌন্দর্য-বৈশিষ্ট্য :
১. আমরা এখানে কিভাবে এলাম?
২. আমরা এখানে কী করছি?
৩. আমাদের লক্ষ্য কী?
৪. মৃত্যুর পর কী হয়?
৫. কিভাবে এ মহাবিশ্বের সৃষ্টি ও প্রাণের উৎপত্তি ?
এই জগৎ সৃষ্টির উদ্দেশ্য কি? শূন্য থেকে কিসের প্রণোদনায় এতো বড় সুশৃঙ্খল মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেলো? শূন্য থেকে সৃষ্টি হয়ে আবার শূন্য হয়ে যাবে সবকিছু, মাঝখানের সময়টুকুর এতো ঘটনার অন্তর্নিহিত অর্থ কি?
৬. এত এত সৃষ্টির মাঝে শুধু মানুষকেই কেন এমন অসাধারণ মেধা ও বুদ্ধিমত্তা দেয়া হল?
৭. *অলৌকিক কুরআন* [১.অভিনব সাহিত্যালংকার, ২.কবিতা কিংবা গান না হওয়া সত্ত্বেও পঠন ও শ্রবণমধুরতা(শ্রুতিমধুরতা), ৩.সাথে বিষয়বস্তুর চমৎকারিত্ব, ৪.এত বড় গ্রন্থ এত সহজেই লক্ষ লক্ষ আরবী অনারবী মানুষের মুখস্থ হয়ে যাওয়া,৫.১৪০০ বছর পরেও পূর্ণ সংরক্ষিত, তার ভাষাও সংরক্ষিত, ৬.জামে' মানে' বাণী(শব্দ কম, মর্ম অনেক), ৭.নির্ভুল ভবিষ্যদ্বাণী ও ঐতিহাসিক তথ্য, বৈজ্ঞানিক তথ্যসমূহ]
৮. সাড়ে ১৪০০ বছর পূর্বে, যখন আধুনিক সভ্যতা ও বিজ্ঞানের কিছুই ছিল না, একেবারেই নিরক্ষর এক ব্যক্তি এ অলৌকিক কুরআন নিয়ে এলেন।
৯. ১৪০০ বছর পরেও কুরআনের একটি অক্ষরও পরিবর্তন হয়নি।
১০. কুরআনের মত কিতাব এনে দেখাও। দুনিয়ার কোন গ্রন্থের ব্যাপারে কেউই তো এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সাহস করতে পারেনি। ১৫০০ শত বছর অতিক্রান্ত হচ্ছে, কেউ এ চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেনি।
১১. নিরক্ষর ব্যাক্তি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে এলেন।
১২. সৃষ্টিকর্তা বা প্রস্তুতকারক গাইড বই দিয়ে দেয়।
১৩. ইসলামী শরীয়তের ব্যাপকতা।
১৪. তা-ও মাত্র ২৩ বছরের মধ্যেই এমন আশ্চর্য ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা।
১৫. মাত্র ২৩ বছরের মধ্যে এত সফলতা।
১৬. এত এত ঘটনা ও সফলতা এই একজনকে ঘিরে কেন? কেন এমন উদাহরণ আর পাওয়া যায় না?! (ই .ফা.বা.র 'ইযহারুল হক' গ্রন্থের ঐ অধ্যায় দেখুন !)
১৭. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্ভুল ভবিষ্যদ্বাণী ও মু'জিযাসমূহ, যা কাটছাঁট করার পরও ছোট বড় সব মিলিয়ে এক হাজারে পৌঁছবে।
১৮. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মু'জিযানাহ আখলাক ও চরিত্র।
১৯. নবুওয়াতের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সত্যতা আমানতদারী।নবুওয়াত দাবী করে কিভাবে মিথ্যা বলে যেতে পারেন?!
২০. অন্যান্য ধর্ম ও নবীগণের অস্তিত্ব।
২১. যুগে যুগে বিভিন্ন আসমানী আযাবের ঘটনা।
২২. এমন সাহাবাদের মহান জামাত সৃষ্টি, যারা পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, জানবায!
২৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিঃস্বার্থতা।
২৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবারের লোকজন সহ সাহাবাদের এত বড় জামাতের প্রিয় ও নির্ভরতার স্থল।
২৬. এভাবে তাঁকে নি:স্বার্থভাবে ভালবাসা।
২৭. পবিত্র কা'বার রহস্য (১ নং টীকা দেখুন!), আসহাবে ফীলের কাহিনী।
২৮. এত অল্প সময়ে পুরো দুনিয়ার মানুষের হৃদয়জগতে ইসলামের এমন অভাবনীয় বিজয়।
২৯. যুগে যুগে ভয়ংকর সব ট্রাজেডি ও প্রতিকূলতার সামনেও ইসলামের পূর্ণ অক্ষতরূপে টিকে থাকা।
২৯. কুরআন ও হাদিসে উল্লিখিত বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যসমূহের নির্ভুলতা।
৩০. এ সুশৃংখল মহাবিশ্ব, এ সুন্দর ধরণী, মানুষ ও অন্যান্য প্রাণীর সৃষ্টির ক্ষেত্রে কি নিপুণতা খুঁতহীনতা! জলে স্থলে কী আজীব আজীব ও অসাধারণ সুন্দর প্রাণী, পাখি, মাছ, কীটপতঙ্গ, উদ্ভিদ, ফলফলাদি, মনোহর প্রকৃতি, পাহাড় সাগর ঝর্ণা.....সৃষ্টিকর্তা ছড়িয়ে দিয়েছেন।যারা সাগর জলজ উদ্ভিদ ও প্রাণী, পাখপাখালি, ফলফলাদি প্রকৃতির উপর নির্মিত Discovery ও National Geography এর ডকুমেন্টারিগুলো ও FB এর Unseen World পেইজের অ্যালবামগুলো দেখেছেন, তাদের এ সম্পর্কে সম্যক ধারণা থাকার কথা।
৩১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম এর নি:স্বার্থভাবে সবরকমের ফকীরী, ক্ষুধা, ভয় সহ্য করে দীনের জন্যে, সমগ্র মানবজাতিকে রক্ষা করার জন্য এত কুরবানী কেন, কী উদ্দেশ্যে ?
৩২. এত অল্প রক্তপাতের বিনিময়ে এমন পরিবেশে এমন একটা মহান আদর্শ ও ধর্ম প্রতিষ্ঠা করতে পারা! যেখানে একেকটা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কত রক্তপাত ও গণহত্যা সংগঠিত হয়েছে যুগে যুগে।
(এ বিষয়ে বিস্তারিত জানতে ২ নং টীকা দেখুন)
৩৩. সাহাবায়ে কেরামের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি অংশ, জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয় সংরক্ষণের উন্মাদনাসম প্রেরণা ও নেশা, এবং এখনো পূর্ণ সংরক্ষিত।
এবং এমনভাবে বর্ণনা যেন আমি সেখানে উপস্থিত। অন্যান্য বড় ব্যক্তিবর্গ, রাজা বাদশাহ থেকে শুরু করে কারো ক্ষেত্রেই তো এমন ঘটেনি।
৩৪. কুরআন ও হাদিসের এমন জামে' মানে' (শব্দ কম, মর্ম অনে-ক) বাণী।
*. ভবিষ্যৎ, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের যেভাবে বর্ণনা এসেছে কুরআন ও হাদীসে, এমনভাবে বর্ণনা তো যতবড় কল্পনাশক্তির অধিকারী হোক না কেন, সম্ভব নয়!
৩৫. তাঁর মধ্যে পূর্ণ মাত্রায় সমাবেশ ঘটেছিল- দুনিয়ার সমস্ত শারীরিক ও আত্মিক ভাল গুণ-বৈশিষ্ট্য ও উত্তম চরিত্রের সকল দিক। ছিলেন جامع وكامل
উত্তম চরিত্র, গুণ ও বৈশিষ্ট্য থেকে শুরু করে রূপ ও সুস্বাস্থ্যেরও সমস্ত দিক-
ভাষাঅলংকার আচরণ ব্যবহার শালীনতা ভদ্রতা বদান্যতা সত্যতা সততা আমানতদারী ইনসাফ ওয়াদা ও প্রতিশ্রুতি রক্ষা ন্যায়বিচার চরিত্রের পবিত্রতা সরলতা সাদামাটা জীবন সখ্যতা বন্ধুসুলভতা ব্যক্তিত্ব গাম্ভীর্য সহাস্য ধৈর্য সহনশীলতা ক্ষমা সহানুভূতি সহমর্মিতা কষ্টসহিষ্নিুতা হৃদয়ের উদারতা ও বিশালতা শক্তি সুস্বাস্থ্য রূপ-যৌবন সাহস বীরত্ব দৃঢ়তা শৌর্য-বীর্য দয়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা দূরদর্শিতা...... সহ সমস্ত আখলাক, গুণ ও বৈশিষ্ট্য তাঁর মাঝে জমা হয়েছিল।
তাই তো ঘোষণা দিয়েছিলেন, আমার প্রকাশ্যে গোপনে কোলাহলে নিভৃতে ঘরে বাইরের সবকিছু বর্ণনা করো!
তাই তো তিনি সবার জন্য অাইডল- বাচ্চা, বালক, কিশোর, যুবক, পৌঢ়, কর্মচারী, মনিব, স্বামী, ব্যবসায়ী, বিচারপতি, আইনজীবী, বাবা, ছাত্র, শিক্ষক, আমীর, রাজা প্রজা সম্রাট, সিপাহসালার, ........
এজন্যই তো পুরো দুনিয়ার ইতিহাসে তাঁকে নিয়েই, তাঁকে কেন্দ্র করেই সবচে' বেশি গ্রন্থ রচিত হয়েছে।
৩৬. তাঁর সম্পর্কে অন্যান্য নবী-ৠষিগণ ও আসমানী গ্রন্থের বহু ভবিষ্যদ্বাণী।
৩৭. কুরআনে কারীমের উসীলায় আরবী ভাষাও সংরক্ষিত হয়ে গেছে, অথচ যুগের পরিবর্তনে সব ভাষার মাঝেই কি বিস্তর পরিবর্তন ঘটে গেছে!
সামান্য ধারণা নিতে মাত্র ৪০০ বছর আগের শেক্স পিয়ার (১৫৬৪-১৬১৬) এর ইংরেজি আর আধুনিক ইংরেজি, বঙ্কিমের মূল রচনা আর হুমায়ুনের বাংলা পড়ে দেখুন।
৩৮. মূলত দুনিয়ার যেখানেই শালীনতা ভদ্রতা সামাজিকতা মানবতার ভাল কিছু পাওয়া যাচ্ছে, তা ধর্ম ও নবী রাসূলগণেরই অবদান।
৩৯. প্রাণ জিনিষটা কী?!
৪০. এমন মহা বড়, এত সুশৃংখল ও ভয়ংকর সুন্দর মহাবিশ্ব, কিভাবে কেন সৃষ্টি হল?!
{এত এত ঘটনা ও সফলতা এই একজনকে, এই ধর্মকে ঘিরে কেন? কেন এমন উদাহরণ আর পাওয়া যায় না?!}
*. মহান সৃষ্টিকর্তা নিজেকে সরাসরি প্রকাশ না করে এতসব প্রমাণ ও সাইন মহাবিশ্বে ছড়িয়ে দিয়ে আমাদেরকে বিবেকবুদ্ধি দিয়ে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে। না হয় তো পরীক্ষার আর কী বাকী থাকে?! এ দুনিয়া তো পরীক্ষার স্থল।
আর আল্লাহ তায়ালা মনে হয় রহস্যময়তা পছন্দ করেন।
তাই তো তাঁকে পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব হয় না, তবে সময়ে সময়ে তাঁকে এবং তাঁর কর্মকান্ড ও প্ল্যানিং প্রবলভাবে উপলব্ধি করা যায়।
এসব দেখে যে কোন বিবেকবান মানুষই দ্বিধাহীন চিত্তে বলে উঠবে, বলে উঠার কথা-
এসব যে- অসীম ক্ষমতাধর মহান সৃষ্টিকর্তার কারিশমা, ইনি তাঁর প্রেরিত দূত, এ ধর্ম কোন মানুষের রচিত হতেই পারে না , এতো সেই মহা কুশলী স্রষ্টার পক্ষ থেকেই প্রেরিত। ঐশী প্ল্যান ও প্রেরণা ছাড়া এসব অসম্ভব! এ তো তাঁর মহা ক্ষমতার প্রকাশ ছাড়া আর কিছু নয়! কোনভাবেই সম্ভব নয় !
*#যে কোন ইসলামিক তথ্য সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ মূলনীতি:*
(সেভ/কপি বা মুখস্থ করে রাখলে আশা করি সারাজীবন কাজে লাগবে)
*নাস্তিক থেকে শুরু করে সমস্ত বাতিল মতবাদ ও ফেরকাগুলির পক্ষ থেকে ইসলামের উপর বিভিন্ন আপত্তির ভিত্তি ৫/৬টা জিনিসের উপর:
https://m.facebook.com/story.php…
--------------------------
*#টীকা:১*
1.
*The Miracle of the Moment of Creation_ - 480P.mp4
https://youtu.be/sGTapVroCUo
*পবিত্র কুরআন এ বৈজ্ঞানিক ব্যাখ্যা । ইসলাম ধর্মের সত্যতার অকাট্য প্রমাণ:
https://m.youtube.com/watch?v=V8mtihGkpZ8
2.
Mysteries of human body& Kaaba.mp4
https://youtu.be/2tFNVUqk0J4
3.
THE MEANING OF LIFE | MUSLIM SPOKEN WORD | HD - YouTube
যে ভিডিও'টা ইউটিউবে দেখে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহন করেছে - YouTube
https://m.youtube.com/watch?v=7d16CpWp-ok
https://m.youtube.com/watch?v=g5QPr5kPzS0
https://m.youtube.com/watch?v=lmH94V34bo8
4. নাস্তিক ভাইদেরকে কিছু প্রশ্ন:
https://m.facebook.com/groups/237963726637282?view=permalink&id=270449763388678
https://www.facebook.com/groups/237963726637282/permalink/285114928588828/
5. [The Golden Ages Of Islam]
ইসলামের স্বর্ণালংকিত ইতিহাস ও ইসলামের স্বর্ণযুগ, মুসলমানদের আবিষ্কারসমূহ:
https://m.youtube.com/watch?v=JZDe9DCx7Wk
বাংলা ডাবিং ও সাবটাইটেল সহ দেখতে এখানে-
https://youtu.be/HRQ2KD0el_c
*#টীকা:২*
ইসলামের নবীর যুদ্ধ বনাম অন্যান্য যুদ্ধ; হতাহতের সংখ্যা নিয়ে একটি তুলনামূলক পরিসংখ্যান:
https://m.facebook.com/story.php…
*#টীকা:৩*
নাস্তিক-আস্তিক সকলের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ :
(নাস্তিকদের যেমন ইসলাম সম্পর্কে ভুল ও অপ্রতুল জ্ঞান থাকে, তেমনি আমাদের বেশিরভাগেরই একই অবস্থা। তাই বলছি-
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এগুলো পড়ার পরই কেবল ইসলাম নিয়ে প্রশ্ন করতে বা জবাব দিতে বসবেন।)
এটা প্রাথমিক একটি খসড়া ও তালিকা, বড়দের পরামর্শ নিয়ে এতে বহু সংযোজন ও বিয়োজনের অবকাশ আছে।
https://m.facebook.com/story.php…s


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.