ইসলাম মানে শান্তি এবং জঙ্গিবাদ মানে অশান্তি

ইসলামের সাথে জংগীবাদের কোন সম্পর্ক নেই।

★আল্লাহ্‌তায়ালা আমাদের প্রিয়নবী হযরত মুহম্মদ (সা.)-কে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন বিশ্ব জাহানের রহমতস্বরূপ (রাহমাতুল্লিল আল-আমীন)। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানব কল্যাণই হচ্ছে ইসলামের শাশ্বত সৌন্দর্য ও অন্যতম ভিত্তি।

★বেশ কিছুদিন যাবত কিছু "মুসলিম নামধারী " পাপীস্ঠ জংগীরা ইসলামের নাম ভাংগীয়ে দেশে এবং দেশের বাহিরে, জুলুম অত্যচার, ফেতনা ফাসাদ - সন্ত্রাসী সৃষ্টি করছে এবং নিরীহ মানুষকে (মুসলিম -অমুসলিম) সহ হত্যা করে চলেছে! যার সিংহ ভাগই মুসলিম!!

মূলত এদের উদ্দেশ্য ইসলামকে ধংষ করা,

এই জংগীরা মুসলমানদের মসজিদে হামলা করছে!

নামাজরত অবসস্হায় মুসলিমরাও এদের হাত থেকে নিস্তার পাচ্ছেনা।

এমনকি কিছুদিন আগে - "নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম" এর
রওজা মুবারকের সামনেও তথা- মদিনা শরীফও বোমা হামলা চালিয়েছে।

ক্বাবাঘড়ে বোমা হামলা করার হুমকি পর্যন্ত দিয়েছে।

এ থেকেই স্পষ্টয় বুঝা যায় এদের উদ্দেশ্য কি এবং এরা কারা।

★জংগীরা এহেন ঘৃনীত মূলক কাজ করে-

যার ছিটে ফোটাও ইসলামের সাথে সম্পৃক্ত নাই।

তারা নিজেকে হত্যা করে এবং নীরীহ মানুষকে হত্যা করে -

ইসলামে আত্বহত্যা করা জঘন্য অপরাধ, এ প্রসংগে আয়াত-

আর তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে, অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, অবশ্যইআমি তাকে অগ্নিদগ্ধ করবো, আল্লাহর পক্ষে তা সহজসাধ্য।'{সূরা আন-নিসা, আয়াত : ২৯-৩০}


★যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা যমীনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল’। {সূরা আল-মায়িদা, আয়াত : ৩২}

★ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই: ফিতনা-সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিশৃঙ্খলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
 এ প্রসঙ্গে আল্লাহ্‌তায়ালা বলেন, ‘ফিতনা বা সন্ত্রাস হত্যার চেয়েও ভয়াবহ’ (সূরা বাকারা, আয়াত: ১৯১)।

★ইসলামে অমুসলিমদের নিরাপত্তা -

যে মুসলিম কর্তৃক নিরাপত্তা প্রাপ্ত কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ তার ঘ্রাণ পাওয়া যায় চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে’। [বুখারী : ৩১৬৬]

সাবধান! যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের ওপর নিপীড়ন চালিয়ে তার অধিকার খর্ব করে, তার ক্ষমতার বাইরে কষ্ট দেয় এবং তার কোনো বস্তু জোরপূর্বক নিয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আমি তার পক্ষে আল্লাহর দরবারে অভিযোগ উত্থাপন করব।’ [আবূ দাঊদ : ৩০৫২]

কাজেই জংগীবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।

★মূলত পৃথিবীর নানা দেশে যুগে যুগে মানুষ এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে -নিচ্ছে বিশেষ করে ইউরোপসহ পাশ্চাত্য বিশ্বে মুসলমানদের সংস্পর্শে এসে এবং ইসলামের দাওয়াতের ফলে ইসলাম গ্রহণকারীর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ইসলাম বিদ্বেষীরা রীতিমতো আতঙ্কিত। সমিক্ষা বলছে ২০৫০ সালে ইসলাম হবে সবচেয়ে বড় ধর্ম! তাই-

ইসলামের দাওয়াতের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র: ইউরোপ ও পশ্চিমা বিশ্বের মানুষকে ইসলামের প্রতি অনুরাগী হওয়ার গতিকে রুদ্ধ করার জন্য ইসলাম বিদ্বেষীরা নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন ও ষড়যন্ত্র করছে।
এবং ইসলামের অপব্যাখ্যা করে ব্রেন ওয়াস করছে-

Center For American Progress রিপোর্ট মতে আমেরিকায় অনেকগুলো সংগঠন মিলে গত দশ বছরে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করে মুসলিম ও ইসলাম বিদ্বেষী কর্ম কান্ডের জন্য-
Center For American Progress এর রিপোর্ট অনুযায়ী,ইসলামের বিরুদ্ধে একটি শক্ত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যারা পুরো আমেরিকার মানুষের কাছে পৌছানোর ক্ষমতা রাখে,কিছু influential মানুষের মাধ্যমে,মিডিয়া পার্টনার এবং রুট লেভেলের কিছু সংস্থার মাধ্যমে।

তাদের কাজ ছিল ভুল তথ্য প্রদান করা,মিস গাইড করা মুসলিমদের এবং Give a rise to Islamophobia।এই ভুল তথ্য প্রদান করা,মিস গাইড শুরু হয় ৫জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের সংস্থার মাধ্যমে-
মিস গাইড করার Experts রা হলো....

• Frank Gaffney at the Center for Security Policy
• David Yerushalmi at the Society of Americans for National Existence
• Daniel Pipes at the Middle East Forum
• Robert Spencer of Jihad Watch and Stop Islamization of America
• Steven Emerson of the Investigative Project on Terrorism

★কাজেই জংগীরা ইসলামের শত্রু ও মুসলমানদের শত্রু, তথা বিশ্বমানবতার শত্রু। এদেরকে দমন করার জন্য সকলকেই আপন আপন স্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ দায়িত্ব এককভাবে সরকার বা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর ছেড়ে দিলে হবে না।
এটি দেশের সকল মানুষের সমস্যা।

কাজেই দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।

এবং ইসলামের সত্য -সুন্দর সঠিক শিক্ষায় সকলকে শিক্ষ করতে হবে যাতে করে জংগীবাদের দিকে কেউ যেন ঝুকে না পরে।

সম্প্রতি আমাদের ১ লক্ষ আলেম জংগীবাদের বিরদ্ধে ফতুয়া দিয়েছেন-

এবং সারা দেশে মাদ্রাসায় স্কুল গুলোতে জংগীবাদের বিরদ্ধে প্রতিবাদ, সমাবেশ করা হয়েছ এবং হচ্ছে।
"জংগীবাদ নির্মূল হোক এবং ইসলাম সদূর হোক"

আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ইসলাম জানার এবং সে মোতাবেক জিবন পরিচালিত করার তৌফীক দান করুক -

এবং এহেন ফেতনা থেকে সমগ্র মুসলিম জাতিকে রক্ষা করুন- আমিন।



No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.