আসমানসমূহ কে আল্লাহ হাতের মূঠোয় পেচিয়ে নিবেন.... এটি ভুল ?
আসমানসমূহ কে আল্লাহ হাতের মূঠোয় পেচিয়ে নিবেন....
লিখেছেনঃ আফিফ আলী সাদাফ
বেশ কিছু হাদিস আছে যেখানে আল্লাহ বলেন যে আল্লাহ আকাশসমূহ কে পেচিয়ে নেবেন বা গুটিয়ে নেবেন এবং এই সম্পর্কে কুরানের আয়াতও পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল এটি কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়?
উত্তর হল না প্রথমে দেখে নেয়া যাক কুরান এই প্রসঙ্গে কি বলে,
یَوۡمَ نَطۡوِی السَّمَآءَ کَطَیِّ السِّجِلِّ لِلۡکُتُبِ ؕ کَمَا بَدَاۡنَاۤ اَوَّلَ خَلۡقٍ نُّعِیۡدُہٗ ؕ وَعۡدًا عَلَیۡنَا ؕ اِنَّا کُنَّا فٰعِلِیۡنَ ﴿۱۰۴﴾
সেদিন আমরা আসমানসমূহকে গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দফতর ; যেভাবে আমরা প্রথম সৃষ্টির সুচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব; এটা আমার কৃত প্রতিশ্রুতি, আর আমরা তা পালন করবই। [1]
হাদিসে পরে যাচ্ছি প্রথমে আয়াত বিশ্লেষণ করা যাক। প্রথমত এই আয়াতকে কেন্দ্র করে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে আর সেটা হল
বিজ্ঞান কখনই বলেনা যে মহাবিশ্ব কে পেচিয়ে বা গুটিয়ে নেয়া সম্ভব কাগজের মত। কেননা কাগজ সমতল আর মহাকাশ সমতল নয়। আর যদি সবকিছু আল্লাহ গুটিয়েই নেন তাহলে মানুষ থাকবে কোথায়? আর মহাকাশ তো কোন কাগজের মত বস্তু না যে এটাকে গুটানো যেতে পারে।
মূলত এই আয়াতকে কেন্দ্র করে উপোরক্ত অভিযোগ গুলোই উত্থাপিত হবার সম্ভাবনা রয়েছে। প্রতিটির একটি একটি করে খন্ডন করবো ইনশাআল্লাহ।
প্রথম প্রশ্ন -
বিজ্ঞান কখনই বলেনা যে মহাবিশ্ব কে পেচিয়ে বা গুটিয়ে নেয়া সম্ভব কাগজের মত। কেননা কাগজ সমতল আর মহাকাশ সমতল নয়। আর মহাকাশ তো কোন কাগজের মত বস্তু না যে এটাকে গুটানো যেতে পারে।
জবাব
******
******
এই ধারণাটাই ভুল। মূলত বিজ্ঞান নিজেও বলে যে মহাকাশ বা Universe সম্পুর্ন Flat বা বলতে গেলে কাগজের মত। এই তথ্য কোথা থেকে পেলাম? নাসার অফিশিয়াল সাইট থেকে। সেখানে বলা আছে,
the geometry of the universe is flat like a sheet of paper
সমগ্র ইউনিভার্স এর ক্ষেত্রমিতি হচ্ছে অনেকটা সমতল কাগজের শিট এর মত [2]
এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে আমাদের ইউনিভার্স হচ্ছে সমতল। এর কারণ হচ্ছে এই ইউনিভার্স এর ঘনত্ব এখনো Equality তে আছে [3]।
এখন প্রশ্ন হল যে আচ্ছা ধরে নিলাম ইউনিভার্স সমতল। কিন্তু সমতল ইউনিভার্স কে কি গুটিয়ে নেয়া সম্ভব?
এর উত্তরও নাসার ওয়েবসাইট ই দিচ্ছে সেখানে বলা হচ্ছে
The density of the universe also determines its geometry. If the density of the universe exceeds the critical density, then the geometry of space is closed and positively curved like the surface of a sphere.[রেফারেন্স 3 দেখুন]
অর্থঃ ইউনভার্স এর ঘনত্ব এর ক্ষেত্রমিতি নির্ধারন করতে সক্ষম। যদি ইউনিভার্স এর ঘনত্ব চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলে তাহলে এই ইউনিভার্স এর ক্ষেত্রমিতি Closed এবং সুনিশ্চিতভাবে বাকা হয়ে যাবে বা গুটিয়ে যাবে গোলকের পৃশঠের মত।
এটা কোন থিওরি নয় বরং ফ্যাক্ট। এবং হাদিসে আরও স্পষ্ট এসেছে সেখানে বলা হচ্ছে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কেয়ামতের দিন আল্লাহ তা'আলা সপ্ত আকাশকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্টবস্তুসহ এবং সপ্ত পৃথিবীকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্টবস্তুসহ গুটিয়ে একত্রিত করে দেবেন। সবগুলো মিলে আল্লাহ্ তা'আলার হাতে সরিষার একটিদানা পরিমাণ হবে। (সূত্রঃ তাফসীর ডঃ আবু বকর যাকারিয়া)
এখন সেটা গোলাকার হবে নাকি মোড়ানো কাগজের মত হবে সেটা আল্লাহ ই ভালো জানেন। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন কাগজের মত গুটিয়ে নেবেন সেক্ষেত্রে এটিই বেশি গ্রহণযোগ্য After all Allaah knows the best
এছাড়া তাফসীরে আহসানুল বায়ানে বলা হচ্ছে,
[১] অর্থাৎ, যেমন লেখক লেখার পর খাতাপত্র গুটিয়ে রেখে দেয়। যেমন অন্য জায়গায় বলা হয়েছে, {وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ} অর্থাৎ, আকাশ তাঁর ডান হাতে গুটানো থাকবে। (যুমারঃ ৬৭) سِجِلّ এর অর্থ দপ্তর বা রেজিষ্টার। অর্থ এই যে, লেখকের লেখার পর যেমন কাগজপত্র গুটিয়ে নেওয়া সহজ, তেমনি সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য আকাশ সুবিস্তৃত হওয়ার সত্ত্বেও তা নিজের হাতের মধ্যে গুটিয়ে নেওয়া কোন কঠিন ব্যাপার নয়।[4]
এরমানে হল এই আয়াত দিয়ে আল্লাহর শক্তির - সক্ষমতা বর্ণনা করা হচ্ছে মানে আল্লাহর শক্তু এতই যে উনার কাছে এই সমস্ত ইউনিভার্স কে গুটিয়ে নেয়া অসম্ভব ব্যাপার না। আর উপোরক্ত তথ্যাবলী থেকে যেহেতু আমরা জেনেছি যে ইউনিভার্স এর ঘনত্ব বেড়ে গেলে এটি গোলক পৃশঠের মত বেকে যাভে বা গুটিয়ে যাবে।
এখন প্রশ্ন হল যদি আল্লাহ গুটিয়েই নেন আসমানসমূহকে তাহলে মানুষ কোথায় থাকবে?
এর উত্তর রাসুল সাঃ নিজেই দিয়ে গেছেন তিনি বলেন,
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করে বলেছিলেন, যদি যমীন মুষ্টিবদ্ধ থাকে এবং আসমানসমূহ তাঁর ডান হাতে থাকে তাহলে মানুষ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ “তারা জাহান্নামের পুলের উপর থাকবে। [5]
আশা করি উত্তর পেয়েছেন
তথ্যসূত্রঃ
1. সুরা আম্বিয়া আয়াত ১০৪
4. তাফসীরে আহসানুল বায়ান / সূরা আম্বিয়া আয়াত ১০৪
5. মুসলিম:২৭৯১
No comments
Note: Only a member of this blog may post a comment.