আল্লাহ কিভাবে জমিন স্থির রাখবেন ?
আল্লাহ কিভাবে জমিন স্থির রাখবেন ?
ধন্যবাদান্তেঃ Ahmad Al Ubaydullah - https://bit.ly/2HvJ8NB
আমাদের পেইজে লাইক করে রাখুনঃ
প্রশ্নঃ পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহ আসমান এবং যমিন কে স্থির রাখেন । কিন্তু আমরা জানি আল্লাহ আরশে সমাসীন তিনি কিভাবে এগুলো স্থির রাখেন ?
উত্তরঃ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন । আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই এবং মুহাম্মাদ সাঃ আল্লাহর রাসুল ।
আল্লাহ বলেন ,
নিশ্চয় আল্লাহ আসমান ও যমীনকে স্থির রাখেন, যাতে টলে না যায়। যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল।
কুরআন ৩৫ঃ৪১
কুরআন ৩৫ঃ৪১
মূলত উক্ত আয়াতে ব্যাবহার করা ( أَمْسَكَهُمَا ) শব্দের একাধিক অর্থ বিদ্যমান সেগুলো হলঃ স্থির রাখা , আনুগত্যে রাখা , পরিচালনা করা ইত্যাদি । অর্থাৎ আল্লাহ নিজ হিকমত এবং শক্তি দিয়ে এদের কে পরিচালনা করছেন । ঠিক তেমনি আল্লাহ নিজ শক্তি দ্বারা যমিনকে স্থির রেখেছেন ।
আল্লাহ আরশ থেকে নেমে এসে যমিন কে ধরে রাখেন নি । এছাড়া কুরআনে যমিন কিভাবে স্থির থাকে তার বর্ণনা স্পষ্টভাবে বলা হয়েছে যা সম্প্রতি আবিষ্কৃত বিজ্ঞানী Frank Press এর আবিষ্কারের সাথে পুরোপুরি মিলে যায় এবং স্বয়ং New York University এর geology বিভাগের প্রফেসর Dr.Allison (Pete) Palmer নিজে এক কনফারেন্সে 79:32 আয়াতের অনুবাদ পড়েছিলেন এবং কুরআনের সেই আয়াতের অনুবাদ পুরোপুরি বর্তমান সময়ের জিওফিজিক্সের সাথে সদৃশপূর্ণ সেই কথাও তিনি বলেছিলেন । উক্ত আয়াতের বিশ্লেষণ এবং ডাবিং করা ভিডিওর লিঙ্ক নিচে দেয়া হলঃ
ভিডিও লিঙ্কঃ https://bit.ly/2ZW61lw
(ডিওটির ১.৩০ সেকন্ড থেকে বক্তব্য টি পাওয়া যাবে ইনশাআল্লাহ)
ব্যাখ্যা লিঙ্কঃ https://bit.ly/2IZFdM1
(ডিওটির ১.৩০ সেকন্ড থেকে বক্তব্য টি পাওয়া যাবে ইনশাআল্লাহ)
ব্যাখ্যা লিঙ্কঃ https://bit.ly/2IZFdM1
অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন ।
এখন অনেকে বলতে পারেন যে , তাহলে যমিন সর্বদা স্থির । এটা কখনো টলে না ।
আয়াতটি ছিল, "আল্লাহ আকাশমন্ডলী ও জমিন সংরক্ষণ করেন যাতে ওরা স্থানচ্যূত না হয়, ওরা স্থানচ্যূত হলে তিনি ব্যতীত কে ওদেরকে সংরক্ষণ করবে? তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।" (আল-কোরআন, ৩৫:৪১)
"...আল্লাহ তা‘আলা বলেন যে, তিনিই আকাশমণ্ডলী ও জমিনকে স্থির করে রাখেন যাতে তা স্থানচ্যুত না হয়, নড়াচড়া না করতে পারে ও ঢলে না পড়ে। কেননা আকাশ-জমিন সর্বদা কম্পন করতে থাকলে, নড়াচড়া করলে তাতে বসবাস করা সম্ভব হবে না, সর্বদা মানুষ শংকিত থাকবে কখন যেন আকাশ ভেঙ্গে পড়ে আর আকাশ ভেঙ্গে পড়লে বা জমিন কম্পন করতে থাকলে আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কেউ তা স্থির করে রাখার নেই.."
(তাফসির ফাতহুল মাজীদ)
(তাফসির ফাতহুল মাজীদ)
অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে, এই স্থির রাখা বা সংরক্ষণ রাখাটা মূলত balance এর দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ নির্দিষ্ট balance এ রেখে আল্লাহ তাআলা সবকিছুকে গতিশীল করেছেন।
No comments
Note: Only a member of this blog may post a comment.