মুহাম্মাদ সাঃ কি সর্বদা ঘড়েই প্রসাব করতেন?

মুহাম্মাদ সাঃ কি সর্বদা ঘড়েই প্রসাব করতেন? 
লিখেছেনঃ আফিফ আলী সাদাফ
------------------------------------------------------
প্রশ্নঃ
হাদিস থেকে জানা যায় যে মুহাম্মাদ সাঃ নাকি পাত্রে প্রসাব করে বিছানার নিচে রেখে দিতেন তিনি কি সবসময় এরকম পাত্রে প্রসাব করতেন?
উত্তরঃ
হাদিসে এসেছে,
হুকাইমাহ বিনতু উমাইমাহ বিনতু রুক্বাইক্বাহ তাঁর মা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি কাঠের পাত্র ছিল। সেটি তাঁর খাটের নিচে থাকত। রাতের বেলায় তিনি তাতে পেশাব করতেন।[1]
এখানে কিছু পয়েন্ট লক্ষ্য করা দরকার আর সেটা হল
1. উপোরক্ত হাদিসে কোথাও বলা হয়নি যে মুহাম্মাদ সাঃ সবসময় বিছানার নিচের পাত্রে প্রসাব করতেন।
2. হাদিসে আলাদাভাবে উল্লেখ করে দেয়াই আছে যে, রাতের বেলা শুধুমাত্র মুহাম্মাদ সাঃ প্রসাব করতেন।
২য় পয়েন্টের ক্ষেত্রে আরও দলীল দেয়া সম্ভব যা দিয়ে প্রমাণ হয় মুহাম্মাদ সাঃ শুধু মাত্র রাতের বেলাই পাত্রে প্রসাব করতেন।
হাদিস নম্বর ১
------------------
জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানার উদ্দেশে দূরে চলে যেতেন, যেন তাঁকে কেউ দেখতে না পায়।[2]
হাদিস নম্বর ২
------------------
হুযাইফাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের ময়লার স্তুপের নিকট গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর পানি আনালেন এবং মোজা মাসাহ্ করলেন। (কারণ বশতঃ দাড়িয়ে পেশাব কর জায়িয। ২। মুকীম অবস্থায় মোজাদ্বয়ের উপর মাসাহ্ করা শারী‘আত সম্মত[3]
হাদিস নম্বর ৩
------------------
আয়িশাহ্ (রাঃ) বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন, তখন বলতেনঃ ‘গুফরানাকা’ (অর্থ- হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাই)।[4]
উপোরোক্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুহাম্মাদ সাঃ কখনই সবসময় খাটের নিচে প্রসাব করতেন না। বরং রাতে Exceptionally কারণবশত তিনি প্রসাব করেছেন। তিনি সবসময় সেই পাত্রে প্রসাব করতেন না।
তাই উপরোক্ত বিশ্লেষণ থেকে বলা যায় যে মুহাম্মাদ সাঃ শুধু রাতের বেলাই প্রসাব করতেন তিনি সবসময়ে এরকমটা করতেন না। আর এতে অপবিত্রতারও কিছুই নেই। কেননা রাসুল সাঃ সেটি দীর্ঘ সময় জমা রাখতেন না। বিস্তারিত উপোরক্ত হাদিসটির ব্যাখ্যা পড়ুন,
ব্যাখ্যা: দুই হাদীসের দ্বন্দ্ব নিরসনঃ এ হাদীসে বলা হচ্ছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে পেশাব করার জন্য খাটের নিচে একটি পাত্র রাখতেন। অপরদিকে ত্ববারানীর ‘আওসাত’ ‘‘গ্রন্থে ‘আবদুল্লাহ বিন ইয়াযীদ (রাঃ) হতে মারফূ‘ সূত্রে বর্ণিত হাদীসে এসেছে’’ ঘরের মধ্যে কোন পাত্রে প্রস্রাব জমা রাখা যাবে না। কেননা প্রস্রাব জমা রাখা ঘরে মালাকগণ প্রবেশ করে না। উভয়ের দ্বন্দ্ব নিরসনকল্পে বলা হয় হাদীসে জমা রাখা দ্বারা উদ্দেশ্য হলো দীর্ঘ সময় ধরে আবদ্ধ। আর পাত্রে যা রাখা হয় তা সাধারণত দীর্ঘ সময় আবদ্ধ থাকে না। ‘আল্লামা মুগলত্বয়ী বলেছেনঃ ঘরে প্রস্রাব জমা রাখা দ্বারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ত বা অধিক অপবিত্রতার উদ্দেশ্য নিয়েছেন। পাত্রে জমা রাখা এর বিপরীত কারণ এর মাধ্যমে অপর স্থান অপবিত্র হয় না।[5]
তথ্যসূত্রঃ
------------
1. সহীহ : আবূ দাঊদ ২৪, নাসায়ী ৩২, সহীহুল জামি‘ ৪৮৩২। https://www.hadithbd.com/print.php?hid=54921
2. সুনান আবু দাউদ হাদিস নম্বর ২
3. সুনান আবু দাউদ হাদিয়া নম্বর ২৩
4. সুনান আবু দাউদ হাদিস নম্বর ৩০


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.