উল্কাপিন্ড শয়তান তাড়াবার ক্ষেপনাস্ত্র কিভাবে হয় ?
মূলত এই প্রশ্ন টা করে থাকে নাস্তিকেরা যে , উল্কাপিন্ড শয়তান তাড়াবার ক্ষেপনাস্ত্র কিভাবে হয় ? এটি যদিও একটি বোগাস প্রশ্ন তাও এর উত্তর দেয়া আমাদের কর্তব্য তাই আজ এই আয়াতটাকে নিজ সাধ্যমত ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ । তার আগে আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই । এবং মুহাম্মাদ সাঃ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল ।
মূলত কুরআনের মধ্যে সুরা মুলকের ৫ নাম্বার আয়াতে বলা হয়েছে ,
⦁ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ
⦁ আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি। আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব। [ 1 ]
এই আয়াত সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে ,
* ইবনে কাসিরঃ এরপর ঐ নক্ষত্রগুলোর আরো একটি উপকারিতা বর্ণনা করছেন যে, ওগুলোর। দ্বারা শয়তানদেরকে মারা হয় ।ওগুলো হতে অগ্নি শিখা বের হয়ে ঐ শয়তানদের উপর নিক্ষিপ্ত হয়, এ নয় যে, স্বয়ং তারকাই তাদের উপর ভেঙ্গে পড়ে। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। শয়তানদের জন্যে-ততা দুনিয়ায় এ শান্তি, আর আখিরাতে আল্লাহ তা'আলা তাদের জন্যে জ্বলন্ত অগ্নির শাস্তি প্রস্তুত করে রেখেছেন। [ 2 ]
অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারছি যে , স্বয়ং নক্ষত্র বা উল্কাপিন্ড ই শয়তান বা জিনের দেহে গিয়ে পড়ে না বরং সেখান থেকে বের হওয়া অগ্নিশিখা তাদের কে বিতাড়িত করে । এই দাবি আরও জোড়ালো করার জন্য নিচে আরও কিছু হাদিস , শানে নুযুল এবং তাফসীর পেশ করছি ।
এখানে আরেকটি Twist আছে যে , এই আয়াতে কি নিক্ষিপ্ত হয়ে সেটা বলা হয়নি যারা অনুবাদক তাঁরা অনুমানের ভিত্তিতে উল্কা , নক্ষত্র , ধুমকেতু ব্যাবহার করেছেন এটি কোন Logical Fallacy না । এই সম্পর্কে তাফসীর আবু বকর যাকারিয়া তে বলা হয়েছে ,
*আবু বকর যাকারিয়াঃ কি নিক্ষিপ্ত হয়, তা বলা হয়নি। কাতাদাহ বলেন, তাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ বা উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। [তাবারী] [ 3 ]
সুরা জিনের শানে নুযুল এর মধ্যে যেই হাদিস টি উল্লিখিত করা হয়েছে সেটা দেখলেই ব্যাপারটি পুরো ক্লিয়ার হয়ে যাবে সেখানে বলা হয়েছে ,
শানে নুযুলঃ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন : রাসূলুল্লাহ। (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদল সাহাবীকে নিয়ে উকায বাজারের দিকে রওনা হলেন। ঠিক সেই সময়ে জিনের দল হাজির হল । ফলে জিন শয়তানরা ফিরে আসলে অন্য জিনরা তাদেরকে বলল : তোমাদের কী হয়েছে? তারা বলল : আসমানী খাদি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের ওপর বাধা দেওয়া হয়েছে। এবং আমাদের প্রতি লেলিহান অগ্নিশিখা ছুঁড়ে মারা হয়েছে। [ ফাতহুল মাজীদ ] [ 4 ]
অর্থাৎ সূর্য বা অন্য নক্ষত্র থেকে অগ্নি বিচ্ছুরন কোন অস্বাভাবিক ব্যাপার না সেটা প্রতিনিয়ত ই ঘটে যাচ্ছে মহাকাশে নিচে বেশ কিছু উইকিপিডিয়ার লিঙ্ক দেয়া হল সেখান থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে এই সম্পর্কে ।
⦁ https://en.wikipedia.org/wiki/Sun
⦁ https://en.wikipedia.org/wiki/Coronal_mass_ejection
⦁ https://en.wikipedia.org/wiki/Solar_flare
⦁ https://en.wikipedia.org/wiki/Solar_prominence
⦁ https://en.wikipedia.org/wiki/Coronal_mass_ejection
⦁ https://en.wikipedia.org/wiki/Solar_flare
⦁ https://en.wikipedia.org/wiki/Solar_prominence
আশা করি উত্তর পেয়েছেন
তথ্যসুত্রঃ
1. সুরা মূলক আয়াত ৫
2. ইবনে কাসির / সুরা মূলক আয়াত ৫
3. তাফসীরে আবু বকর যাকারিয়া / সুরা মুলক আয়াত ৫
4. শানে নুযুল / সুরা জিন
No comments
Note: Only a member of this blog may post a comment.