অসুখ - বিসুখ আল্লাহর নিয়ামত কেন?
অসুখ - বিসুখ আল্লাহর নিয়ামত কেন?
প্রশ্নঃ
****
মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষের জীবনের উপর দিয়ে এক স্পর্শকাতর সময় বয়ে চলে। এতে সে মানুষ শারিরীক - মানসিকভাবে বিপদগ্রস্থ হবার পাশাপাশি সে আর্থিকভাবেও অনেক টানাপোড়েনে পড়ে যায়। এটি কিভাবে নিয়মত হতে পারে?
****
মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষের জীবনের উপর দিয়ে এক স্পর্শকাতর সময় বয়ে চলে। এতে সে মানুষ শারিরীক - মানসিকভাবে বিপদগ্রস্থ হবার পাশাপাশি সে আর্থিকভাবেও অনেক টানাপোড়েনে পড়ে যায়। এটি কিভাবে নিয়মত হতে পারে?
উত্তরঃ
******
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আপনি আমাকে প্রাণ দিয়েছেন।
******
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আপনি আমাকে প্রাণ দিয়েছেন।
আল্লাহ কুরানে অনেক জায়গায় কিছু কথা বলেছেন, সেগুলো আমি তুলে ধরছি
14:3
الَّذِينَ يَسْتَحِبُّونَ الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْءَاخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُولٰٓئِكَ فِى ضَلٰلٍۭ بَعِيدٍ
Bengali - Bayaan Foundation
যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে; তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে।
Bengali - Bayaan Foundation
যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে; তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে।
17:19
وَمَنْ أَرَادَ الْءَاخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولٰٓئِكَ كَانَ سَعْيُهُم مَّشْكُورًا
Bengali - Bayaan Foundation
আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য।
Bengali - Bayaan Foundation
আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য।
17:21
انظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ ۚ وَلَلْءَاخِرَةُ أَكْبَرُ دَرَجٰتٍ وَأَكْبَرُ تَفْضِيلًا
Bengali - Bayaan Foundation
ভেবে দেখ, আমি তাদের কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বে বৃহত্তর।
Bengali - Bayaan Foundation
ভেবে দেখ, আমি তাদের কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বে বৃহত্তর।
30:7
يَعْلَمُونَ ظٰهِرًا مِّنَ الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْءَاخِرَةِ هُمْ غٰفِلُونَ
Bengali - Bayaan Foundation
তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল।
Bengali - Bayaan Foundation
তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল।
এই সমস্ত আয়াত দিয়ে এটাই প্রকাশ পাচ্ছে যে একজন প্রকৃত মুমিনের কাছে তার সবচেয়ে বড় চাহিদা সবচেয়ে বড় সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। একজন আসল মুমিন কখনই দুনিয়ার জীবন কে প্রাধান্য দেবেনা। আখিরাত ই তার কাছে সবকিছু। এতে দুনিয়ার জীবনে সে লাভবান হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে তার কিছুই আসে যায়না।
ঠিক অসুখ বিসুখের ক্ষেত্রে প্রাপ্ত নিয়ামত হচ্ছে আখিরাত কেন্দ্রিক। হাদিসে এসেছে,
উবায়দুল্লাহ ইবনু উমর আল কাওয়ারীরী (রহঃ) … জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মু সায়িব কিংবা উম্মূল মূসায়্যিব (রাঃ) এর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে হে উম্মু সায়িব অথবা উযুল মুসায়্যিব! কাঁপছ কেন? তিনি বললেন, ভীষণ জ্বর, একে আল্লাহ বরকত না দিন। তখন তিনি বললেনঃ তুমি জ্বরকে গালি দিয়ো না। জ্বর আদম সন্তানের গোনাহসমূহ মোচন করে দেয়, যেভাবে হাঁপর লোহার মরিচা দূর করে দেয়। (বুখারি ৩৬৬৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
অপর হাদিসে বলা আছে,
আবূ সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু ও আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমন কি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তা‘আলা এর মাধ্যমে তার গোনাহসমূহ ক্ষমা করে দেন।’’[1] [1] সহীহুল বুখারী ৫৬৪২, মুসলিম ২৫৭৩, তিরমিযী ৯৬৬, আহমাদ ৭৯৬৯, ৮২১৯, ৮৯৬৬, ১০৬২৪
উপোরক্ত আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, আল্লাহ মুমিনের অসুখ বিসুখের মাধ্যমে মুমিনের গুনাহগুলো মাফ করে দেন। একজন মুমিনের কাছে এরচেয়ে বড় নিয়ামত আর কি বা আছে যেখানে তার দুনিয়াবি গুনাহসমূহ মাফ হচ্ছে। আর এই জন্যই অসুখ বিসুখ কে নিয়ামত বলা হয়েছে। আল্লাহ আলাম
আশা করি উত্তর পেয়েছেন।
No comments
Note: Only a member of this blog may post a comment.