কিয়ামত বা মহাবিশ্ব কবে ধ্বংস হবে ?
কিয়ামত বা মহাবিশ্ব কবে ধ্বংস হবে ?
নাস্তিক সমাজ এবং খ্রিষ্টীয় সমাজের মাঝে এক হাদিস নিয়ে প্রপাগান্ডা করে ঘুরতে দেখা যায় । সেই হাদিস নিয়ে নানারকম ব্যাঙ্গবিদ্রুপ তো আছেই তার পাশাপাশি রাসুল সাঃ এর Prophecy নিয়েও প্রশ্ন তোলা হয় । হাদিসটি হলঃ
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তাঁর নিকট মুহাম্মাদ নামক এক আনসারী বালক উপিস্থিত ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়মত সংগঠিত হয়ে যাবে।[১]
তবে এই হাদিসটি নিয়ে প্রপাগান্ডা চালানো তাদের বোঝার ভুল মাত্র । কেননা উপোরক্ত হাদিসে কিয়ামত শব্দ দিয়ে তাদের মৃত্যু বোঝানো হয়েছে । যেমন ,
He will not grow old before your Hour would come to you.'' Besides, the narrator interpreted this to mean their death, because when one dies, his Last Hour has come or start, as the Prophet sallallaahu `alayhi wa sallam ( may Allaah exalt his mention ) said: "The grave is the first stage among those of the Hereafter." [Ahmad] [ সুত্রঃ IslamWeb ] [২]
অর্থাৎ এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়মত সংগঠিত হয়ে যাবে। এই কথাটি দ্বারা বুঝানো হয়েছে যে , উল্লিখিত বালক যদি বেঁচে থাকে তাহলে সেই বালক বৃদ্ধ হবার আগেই তাদের মৃত্যু সংঘটিত হয়ে যাবে । কেননা , রাসুল (ﷺ) বলেন , " কোন লোক যদি মারা যায় তাহলে তার জন্য কিয়ামত সংঘটিত হয়ে যায় " এবং কবর হচ্ছে এর প্রথম ধাপ "
এবং হিশাম যিনি হাদিস বর্ণনাকারী তিনিও বলেন , " এর অর্থ হচ্ছে তাদের মৃত্যু " [3] ।
তথ্যসূত্রঃ
1. সহীহ মুসলিম (ইফাঃ)হাদিস নম্বরঃ [7142]
2. Islam Web - https://articles.islamweb.net/womane/nindex.php…
3. Islam QA - https://islamqa.info/en/answers/20673/the-middle-hour
1. সহীহ মুসলিম (ইফাঃ)হাদিস নম্বরঃ [7142]
2. Islam Web - https://articles.islamweb.net/womane/nindex.php…
3. Islam QA - https://islamqa.info/en/answers/20673/the-middle-hour
No comments
Note: Only a member of this blog may post a comment.