মুহাম্মাদ সাঃ আল্লাহর নবী হলে তিনি যুদ্ধে আহত হন কিভাবে?

মুহাম্মাদ সাঃ আল্লাহর নবী হলে তিনি যুদ্ধে আহত হন কিভাবে? 
লিখেছেনঃ আফিফ আলী সাদাফ
----------------------------------------------------------
প্রশ্নঃ মুহাম্মাদ সাঃ যদি নবী হয়ে থাকেন তাহলে তিনি যুদ্ধে আহত হতেন কেন?
ধন্যবাদান্তেঃ মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
জবাবঃ
সমস্ত প্রশংসা আল্লাহর প্রথমত আল্লাহ পবিত্র কুরানে বলেন,
“রাসূলগণের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্ট বাণী পৌছিয়ে দেয়া।”[সূরা নাহল, আয়াত: ৩৫]
এর অর্থ হল রাসুলদের দায়িত্ব হল শুধুমাত্র দাওয়াত পৌছে দেয়া। রাসুল রা আমাদের মতই মানুষ। তাদেরও জাগতিক চাহিদা রয়েছে।
বাইবেলেও অন্যান্য নবীদের হত্যার ঘটনা পাওয়া যায়
প্রথম পয়েন্টঃ
************
“ঈশ্বর লোকদের মন তাঁর প্রতি ফিরিয়ে আনার জন্য ভাববাদী(নবী/prophet)দের পাঠালেন। কিন্তু লোকরা সদুপদেশে কর্ণপাত পর্য়ন্ত করলো না। তারপর ঈশ্বরের আত্মা যাজক যিহোয়াদার পুত্র সখরিয়র ওপর ভর করলো। তিনি লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, “ঈশ্বর এই কথা বলেছেন: ‘তোমরা কেন প্রভুর বিধিসমূহ ও আজ্ঞা অমান্য করছো? এভাবে তোমরা কখনোই কোনো কাজে সফল হতে পারবে না। তোমরা প্রভুকে ত্যাগ করেছো, তাই তিনিও তোমাদের ত্যাগ করেছেন।” কিন্তু বিচারবুদ্ধিহীন লোকরা তখন একসঙ্গে চক্রান্ত করলো এবং রাজা যখন তাদের সখরিয় [Zechariah/যাকারিয়া(আ.)]কে হত্যা করতে আদেশ দিলেন, তারা পাথর ছুঁড়ে মন্দির চত্বরেই তাঁকে হত্যা করলো।”[১]
২য় পয়েন্টঃ
***********
আপনি নিশ্চয়ই জানেন, আমি কী করেছিলাম। ঈষেবল যখন প্রভুর ভাববাদী(নবী/prophet)দের হত্যা করছিলেন, আমি তখন তাদের ৫০ জন করে দুভাগে মোট ১০০ জন ভাববাদীকে দু’টো গুহায় লুকিয়ে রেখে নিয়মিত খাবার ও জল দিয়েছিলাম। ” [3]
“সেখানে একটি গুহার ভেতরে এলিয় [ইলইয়াস(আ.)/Elijah] রাত্রি বাস করলেন। সে সময় প্রভু এলিয়র সঙ্গে কথা বললেন, “এলিয় তুমি এখানে কেন?” এলিয় উত্তর দিলেন, “প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, আমি সব সময় সাধ্য মতো তোমার সেবা করেছি। কিন্তু ইস্রায়েলের লোকরা তোমার সঙ্গে চুক্তিভঙ্গ করে তোমার বেদী ধ্বংস করে ভাববাদী (নবী/prophet)দের হত্যা করেছে। এখন আমিই একমাত্র জীবিত ভাববাদী আর তাই ওরা আমাকেও হত্যার চেষ্টা করছে।” [4]
“তারা তোমার বিরুদ্ধে গেল এবং তোমার শিক্ষামালা ছুঁড়ে ফেলে দিল। তারা তোমার ভাববাদী(নবী/prophet)দেরও হত্যা করল, যারা তাদের সতর্ক করে তোমার কাছে ফেরাতে চেয়েছিল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমার বিরুদ্ধে বীভত্স সব কাজ করলো। " [২]
তাই কোন নবীকে যদি হত্যা করা হলে বা আহত করা হলে সে মিথ্যা হয়ে গেলে বাইবেলের অনেক নবীই মিথ্যা হয়ে যায় তাই খ্রিষ্টান মিশনারীদের এইসব আজেবাজে যুক্তি বা Lame Logic না দেয়াই ভালো।
তথ্যসূত্রঃ
১. ২ বংশাবলী(2 Chronicles) ২৪:১৯-২১
২. ১ রাজাবলী( 1 Kings) ১৮:১৩, রাজাবলী( 1 Kings) ১৯:৯-১০, নহিমিয়(Nehemiah) ৯:২৬


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.