বাইবেল সমাচার নিয়ে অদ্ভুত তথ্য / সায়েম শাহরিয়ার হাসান

খ্রিস্টান মিশনারিদের মিথ্যাচার ও সত্যের কাছে পরাজয় পর্ব ১
.
♦️♦️..বিষয়:#মূর্তি পূজারীর সাথে ( Hindiusm) বাইবেলের সাংঘষিক অবস্থান।। যেকোন উপায়ে মূর্তিপূজক বা হিন্দু মেরে ফেলার নির্দেশ।।
.
🌎... মূর্তি পূজা করলে তাকে দয়া করা যাবে না। রক্ষা করা যাবে না।
🌎..মূর্তি পূজা করলে তাকে নিজ হাতে হত্যা করে ফেলতে হবে।
🌎..মূর্তি আগুনে পুড়িয়ে দিতে হবে।
🌎..মন্দির ভেঙ্গে চুরমার করে দিতে হবে।
🌎..মন্দিরের আসে পাশে স্মৃতি স্তম্ভ, বাঁশ খুঁটি মূর্তি কেন্দ্রিক যা থাকবে ভেঙ্গে চুরমার করে দিতে হবে।
🌎.. তাদের ছেলে মেয়ে বিয়ে করা যাবে না এবং তাদের সাথে বিয়ে দেওয়া ও যাবে না।
🌎..মূর্তি পূজা করলে সে গ্রামের সকল কে হত্যা করে ফেলতে হবে।
🌎..মূর্তি পূজা করলে সে গ্রামের সকলে পশুকে হত্যা করতে হবে।
🌎..দেব- দেবীর উদ্দেশ্যে কিছু উৎসর্গ করলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে।
🌎..মূর্তি পূজারীদের খানা পিনা খাওয়ানোর উদ্দেশ্যে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে ফেলতে হবে।
🌎..মূর্তিপূজা করলে সে গ্রামের সকল দ্রব্যাদি ও ধন সম্পদ পুড়িয়ে ফেলতে হবে।
🌎..গরু পূজা করা নিষিদ্ধ বাণীতে বাইবেল।।
🌎.. মন্দিরের ভেতরে থাকা খোদাই করা মূর্তি ও ধাতব মূর্তি ভেঙ্গে ফেলতে হবে।।
🌎..বাড়িতে কোন মূর্তি রাখা যাবে না।
🌎..মূর্তি পূজক হল বেশ্যার মত।
পবিত্র কুরআনের শিক্ষা হল:
❤️❤️..Al-Baqarah 2:256
দীন গ্রহণের ব্যাপারে কোন জবরদস্তি নেই।
..
❤️❤️..Al-An'am 6:108
আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে, শত্রুতা পোষণ করে অজ্ঞতাবশত। এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি। তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি জানিয়ে দেবেন তাদেরকে, যা তারা করত।
#এই হল বাইবেলের মানবিক আইন মূর্তি পূজারীকে রক্ষা নাই, হত্যা করে ফেল, মেরে ফেল ।।
.
♦️♦️..দ্বিতীয় বিবরণ : 7:2 তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করবে !! তাদের ক্ষমা প্রদর্শন করো না।
.
♦️♦️..যাত্রাপুস্তক: 22:20 “যদি কোন ব্যক্তি মূর্ত্তিকে নৈবেদ্য দেয় তবে তাকে হত্যা করবে।
.
♦️♦️..দ্বিতীয় বিবরণ : 7:5 “ঐজাতি গুলির প্রতি তোমরা অবশ্যই এগুলো করবে। তোমরা অবশ্যই তাদের পূজার বেদীগুলোকে ভেঙে দেবে এবং তাদের স্মরণ-স্তম্ভগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। তোমরা তাদের আশেরার খুঁটিগুলি কেটে ফেলবে এবং তাদের মূর্ত্তিগুলোকেও আগুনে পুড়িয়ে দেবে!
.
♦️♦️..দ্বিতীয় বিবরণ :7: 3 ..তাদের মধ্যে কাউকে বিয়ে করো না এবং তোমাদের ছেলেমেয়েরাও য়েন ঐসব অন্য জাতির কাউকে বিয়ে না করে।
.
♦️♦️..যাত্রাপুস্তক: 23:24 : “তাদের দেবতাদের তোমরা পূজা করবে না। তোমরা সেইসব দেবতাদের কাছে নতজানু হবে না| তাদের জীবন যাপনের সঙ্গে তোমরা নিজেদের জড়াবে না।তোমরা তাদের মূর্তিদের ধ্বংস করবে এবং তোমরা তাদের দেবতাকে মনে রাখার সমস্ত স্তম্ভ ভেঙ্গে ফেলবে।
.
যাত্রাপুস্তক: 34:13 তাদের বেদী ধ্বংস কর| য়ে পাথরকে তারা পূজো করে তা ভেঙ্গে ফেলো। তাদের পবিত্র দণ্ডগুলি ধ্বংস করো।
♦️♦️..01- king : 18:40 ।। এলিয় তখন বললেন, “বাল মূর্ত্তির সমস্ত ভাববাদীদের ধরে নিয়ে এসো। একটাও য়েন পালাতে না পারে|” তখন সবাই মিলে ঐ সমস্ত ভাববাদীদের ধরে নিয়ে এল। এলিয় তাদের কীশোনের খাঁড়িতে নিয়ে গিয়ে হত্যা করলেন.
.
♦️♦️..02 - King : 10:19 ।। বাল মূর্ত্তির সমস্ত ভক্ত, ভাব্বাদী আর যাজকদের ডেকে নিয়ে এস, যাও। দেখো কেউ আবার য়েন বাদ না পড়ে! বাল মূর্ত্তির চরণে আমি এক মহার্য়্ঘ বলিদান করতে চাই। এই অনুষ্ঠানে য়ে আসবে না আমি তাকে হত্যা করব!”আসলে এটা য়েহূর একটা চাল ছিল, তিনি বালপূজকদের ধ্বংস করতে চাইছিলেন।
.
♦️♦️..দ্বি: বি: 17:3 এবং অন্যান্য দেবতার পূজা করেছে, এও হতে পারে য়ে তারা সূর্য়, চন্দ্র অথবা নক্ষত্রের পূজা করেছে । এগুলো প্রভুর আজ্ঞার বিরুদ্ধে যা আমি তোমাদের দিয়েছিলাম।
.
♦️♦️..02- chronicles,15: 12-13 : ঠিক হল যে ব্যক্তি প্রভু ঈশ্বরের সেবা করতে প্রতিবাদ করবে তা সে য়তো গণ্যমান্য হোক বা সাধারণ কেউ হোক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি মহিলা হলেও তাকে মার্জনা করা হবে না।
.
♦️♦️..Exodus, 23:24 “তাদের দেবতাদের তোমরা পূজা করবে না। তোমরা সেইসব দেবতাদের কাছে নতজানু হবে না। তাদের জীবনযাপনের সঙ্গে তোমরা নিজেদের জড়াবে না। তোমরা তাদের মূর্তিদের ধ্বংস করবে এবং তোমরা তাদের দেবতাকে মনে রাখার সমস্ত স্তম্ভ ভেঙ্গে ফেলবে।
.
♦️♦️..Exodus : 32:4 হারোণ সবার কাছ থেকে সোনার দুলগুলো নিয়ে সেগুলো গলিযে একটি বাছুরের মূর্তি গড়ল। হারোণ বাটালি দিয়ে বাছুরের মূর্তি গড়ল এবং সোনা দিয়ে মূর্তিটির আচ্ছাদন তৈরী করল। তখন লোকরা বলল, “হে ইস্রায়েল, এই তোমার দেবতা যিনি তোমাকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।
.
♦️♦️..দ্বি: বি:7:26 তোমরা তোমাদের বাড়ীতে অবশ্যই ঐরকম কোন সাংঘাতিক মূর্ত্তি নিয়ে আসবে না| অন্যথায তোমরাও ধ্বংসের জন্য ঐরকম অভিশপ্ত হবে. ঐ সমস্ত সাংঘাতিক জিনিসগুলোকে তোমরা অবশ্যই ঘৃণা করবে এবং ঐ সমস্ত মূর্ত্তিগুলোকে অবশ্যই ধ্বংস করবে।
.
♦️♦️..Ezekiel : 23 : 37.. তারা ব্যভিচারমূলক পাপ করেছে| তারা দণ্ডার্হ অপরাধে অপরাধী| তারা এক জন বেশ্যার মত আচরণ করেছে।তাদের নোংরা মূর্ত্তিগুলোর সঙ্গে থাকবার জন্য আমাকে ত্যাগ করেছে|। তাদের কাছে আমার যে সন্তানেরা ছিল, তাদের তারা জোর করে আগুনের মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য করেছে যাতে তারা তাদের নোংরা মূর্ত্তিগুলোকে খাদ্য য়োগাতে পারে।

বিচার আর সিদ্ধান্ত আপনাদের উপর ছেড়ে দিলাম।।
.
জয় বাইবেলের জয়।। জয় চার্চের জয়।। মিথ্যাবাদী চার্চের গোপন তথ্য ফাঁস।।
শিখে নিন দাদারা।। জীবনে তো বলতে পারবেন না।
******************************************************************************************************************
খ্রিস্টান মিশনারিদের মিথ্যাচার ও  পরাজয় পর্ব ২

যা থাকছে এই পর্বে.....
.
বিষয়:#বাইবেল_ও_নারী।।
নাস্তিক, হিন্দু ও আসিফ মহিউদ্দিন ভাইকে বাইবেল শেখানো.....
....
🌍...মহামানবিক_বাইবেল।।নারী অভিশপ্ত।।গর্ভধারণ_শাস্তি।ধর্ষককে_বিবাহ_করা বাধ্যতামূলক।।আগুনে_পুড়িয়ে নারী_হত্যা_কর।।নারী_শয়তানের ফাঁদ।।অস্পৃর্শ।। জন্মই_ক্ষতি।।নারীকে_স্পর্শ _করো_না।।
🌍...০১. পুরুষকে নারীর জন্য সৃষ্টি করা হয়নি, কিন্তু নারীকে পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে।
♦️..(1 Corinthians 11:8-9)
.
🌍...০২. নারী এবং পুরুষ একে অপরের শত্রু।
♦️..Genesis 3:15
.
🌍...০৩.গর্ভধারণ এবং সন্তান প্রসব এক ধরণের শাস্তি।
♦️..Genesis 3:16
.
🌍...০৪. পুরুষ শিশু জন্ম দিলে মা’কে সাত দিনের জন্য অপরিষ্কার থাকতে হবে, অন্যদিকে নারী শিশু জন্ম দিলে মা’কে পনের দিনের জন্য অপরিষ্কার থাকতে হবে।
♦️..Leviticus 12:2-5
.
🌍...০৫. পরিবারে পুত্র সন্তান থাকলে কন্যা সন্তান কোনো সম্পত্তি পাবে না।
♦️..Numbers 27:8
.
🌍...০৬. বাবা-মা কিংবা পাদ্রীকে অসম্মান করলে তাকে অবশ্যই আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে – যাকে বলে অনার কিলিং।
♦️..Genesis 38:24
🌍...০৭. নারী হচ্ছে ফাঁদ, তার হৃদয়ও ফাঁদ, এবং তার হাত হচ্ছে শিকল। যে পুরুষ তার গডকে সন্তুষ্ট করে সে নারীকে এড়িয়ে চলবে, কিন্তু নারী চেষ্টা করবে পাপী পুরুষকে ফাঁদে ফেলতে। যেখানে প্রতি হাজার পুরুষের মধ্যে একজন ন্যায়বান পুরুষ খুঁজে পাওয়া সম্ভব সেখানে প্রতি হাজার নারীর মধ্যে একজন ন্যায়বান নারীও খুঁজে পাওয়া যাবে না।
♦️..Ecclesiastics 7:26-28
🌍...০৮. পুরুষ যদি পশুর সাথে সেক্স করে তাহলে সেই পুরুষ এবং পশুকে অবশ্যই হত্যা করতে হবে। অন্যদিকে নারী যদি পশুর সাথে সেক্স করার জন্য কেবল অগ্রসর হয় তাহলে সেই নারী এবং পশুকে অবশ্যই হত্যা করতে হবে।
♦️..Leviticus 20:15-16
.
🌍...০৯. মাসিক ঋতুস্রাবকালীন সময়ে নারীরা অস্পৃশ্য থাকে।
♦️..Leviticus 15:19-30
♦️..Leviticus 18:19
.
🌍...১০.পুরুষ যদি তার স্ত্রীর মধ্যে কিছু অশুচিতা খুঁজে পায় তাহলে স্ত্রীর হাতে তালাক পত্র ধরিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে।
♦️..Deuteronomy 24:1
🌍...১১. কুমারীদেরকে নিজেদের জন্য রেখে শিশু-সহ সবাইকে হত্যা করতে হবে।
♦️..Numbers 31:17-18
🌍...১২. স্ত্রী যদি স্বামীকে কারো আক্রমণের হাত থেকে রক্ষার জন্য সাহায্য করতে যেয়ে স্ত্রীর হাত কোনো ভাবে আক্রমণকারীর গোপন অঙ্গে লেগে যায় তাহলে সেই স্ত্রীর প্রতি কোনো দরদ না দেখিয়ে তার হাত কেটে ফেলতে হবে।
♦️..Deuteronomy 25:11-12
🌎...১৩. ধর্ষক অবশ্যই ধর্ষিতাকে বিয়ে করবে এবং কখনো তালাক দিতে পারবে না।
♦️..Deuteronomy 22:28-29
🌍...১৪. বিয়ের সময় যদি কোনো নারীর মধ্যে কুমারিত্বের চিহ্ন না পাওয়া যায় তাহলে সেই নারীকে তার পিতার বাড়ির সামনে সকলে মিলে পাথর মেরে হত্যা করতে হবে।
♦️..Deuteronomy 22:20-21
🌍...১৫. পুরুষের জন্য নারীকে স্পর্শ না করাই ভালো।
♦️..1 Corinthians 7:1
.
🌍...১৬. তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা ব্যভিচারের সামিল – অর্থাৎ তালাকপ্রাপ্তা নারী পুনরায় বিয়ে করতে পারবে না।
♦️..Matthew 5:32
♦️..Mark 10:11-12
🌍...১৭. ডাইনীকে অবশ্যই হত্যা করতে হবে।
♦️..Exodus 22:18-20
🌍...১৮. গডের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য নারী ও শিশুকে হত্যা করতে হবে।
♦️..Hosea 13:16
🌍...১৯. বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, ও নিজেকে ঘৃণা না করলে যীশুর অনুসারী হওয়া যাবে না।
♦️..Luke 14:26
🌍...২০. নারী-পুরুষ-শিশু নির্বিশেষে যারা ইসরাইলের গডের অনুসন্ধান করে না তাদেরকে হত্যা করতে হবে।
♦️..2 - Chronicles 15 :13
🌍...২১. নারী শিশুর জন্ম মানে ক্ষতি।
♦️....Wait....For reference
🌍...২২. দাস-দাসীরা তাদের প্রভুদের প্রতি ভয়ে আত্মসমর্পণ করবে, এমনকি প্রভুরা দুর্ব্যবহার করলেও!
♦️..1 Peter 2:18
♦️..Ephesians 6:5
♦️..1 Timothy 6:1-2
🌍...২৩. দাস-দাসী যদি কাজ করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে।
♦️..Luke 12:47-48
..
.. এর পরও কি তাদের ইসলামের প্রতি মিথ্যাচার কমবে??
.
#বাইবেল বলে নাস্তিক হল নির্বোধ ।। নাস্তিকদের মধ্যে কেউ ভাল নয় ।।#নাস্তিক ও #হিন্দু যেখানে পাও হত্যা করে ফেল।।
......
কি দেয় চার্চ, আপনাদের ভক্তরা বলছে আসিফ ভাইকে চার্চ দুইটা রুম দিয়েছে সন্তান হওয়ার পর।।
সব তথ্য চার্চ কর্তৃক সাজানো নাটক।।
.... পারলে বাইবেল আর চার্চ নিয়ে স্পেশাল লাইভ কর মুরোদ থাকিলে।। ওই যোগ্য তা হইবে না জীবনেও তাহলে.....
ভিসা বাড়ি, আর ইনকাম সব যাবে।। এটা সব জেনে গেছে তাই ভিন্ন ইনকামের ধান্দা।।
....
বাইবেল সম্পর্কে শিখে নিন।। কিছুই তো জানেন না, জানলে লাইভ করতেন......

***************************************************************************************************************
স্টান মিশনারিদের মিথ্যাচার ও চার্চের চরম পরাজয় পর্ব:- 03...!!
#হিন্দু ও #নাস্তিক পেলেই হত্যার নির্দেশ বাইবেল।। তারা পূজা করে এটাই অপরাধ।।
..
♦️♦️..বিষয় : বাইবেলে।। Crushed।। মানুষ হত্যা এবং যুদ্ধকে সমর্থন ও যুদ্ধ বাধানোর উদ্দেশ্যে যীশুর মানে বাইবেলের ঈশ্বরের এই পৃথিবীতে আগমণ।।
...........................................
🌎🌎..01. যীশু বা খ্রিস্টান ঈশ্বর শান্তি দিতে আসে না।। অশান্তির জন্য আসে।। পিতা পুত্র, মাতা কন্যা এবং শ্বাশুড়ীর মধ্যে যুদ্ধ বাঁধতে আসে।।
♦️♦️..Mathew, 10 : 34 - 35.
.............................................
.
🌎🌎..02. শুধু যুদ্ধের ময়দানেই নয়, যুদ্ধ বন্দি নিরস্ত্র ও নিরাপরাধ নারী, পুরুষ, শিশু ও অবলা প্রাণী নির্বিচারে হত্যা করতে হবে।।
.
♦️♦️..Numbers, 31: 17- 18.
♦️♦️..Deuteronomy, 20 : 13 -16.
♦️♦️..01- Samuel, 27 : 8 -9.
.................................................
🌎🌎..03. অন্যান্য ধর্মের উপাসনালয় যেমন: মন্দির, প্যাগোডা, মসজিদ ইত্যাদি ভেংগে চুরমার করে দিতে হবে।।
♦️♦️..Exodus, 23 : 23-24.
♦️♦️..Exodus, 34 : 12 -13.
.................................................
🌎🌎...04. সরল প্রাণ বিধর্মীদের খানাপিনার নামে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে ফেলতে হবে।।
♦️♦️...01- King, 18 : 40.
♦️♦️...02- King, 10 : 18 - 28.
.................................................
.
🌎🌎..05.কোনো নবী অনেক মু‘জিযা দেখানোর পর কােনােভাবে শির্কের প্ররােচনা দিলে তাকেও প্রস্তরাঘাতে হত্যা করতে হবে । কােনােরূপ করুণা দেখানো যাবে না । যদি কোনো জনপদবাসী কােনােরূপ শির্কে নিপতিত হলে সে গ্রামের বা নগরের সকল মানুষকে অবশ্যই হত্যা করতে হবে এবং সে গ্রামের সকল জীব জানােয়ার পশুও হত্যা করতে হবে। গ্রামের সকল সম্পদ ও দ্রব্যাদি পুড়িয়ে ফেলতে হবে l এক্ষেত্রে তাওবারও কোনো সুযোগ নেই ।
♦️♦️..যাত্রাপুস্তক ৩২:২৮.
♦️♦️..দ্বি: বি: ১৩:০১ -১৬,১৭:২-৭.
♦️♦️..০১- রাজাবলী ১৮: ৪০.
----------------------------------------------
.
🌎🌎..06.বাইবেলের ঈশ্বর বাদ দিয়ে অন্য কোন দেবতার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করলে তাকে হত্যা করতে হবে।।
♦️♦️... Exodus, 22 : 20
♦️♦️.. Deuteronomy, 07: 3-5
.
🌎🌎..07.কালি, সরস্বতী, দুর্গা, লক্ষী, রাম, লক্ষণ, কৃষ্ণ ইত্যাদি দেব - দেবী এবং সূর্য, চাঁদ, তারা ইত্যাদির পূজা করলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে।।
♦️♦️..Deuteronomy,17 : 3-7.
.
🌎🌎..08. বিভিন্ন দেব-দেবীর পূজা করলে তার প্রতি দয়া দেখানো যাবে না, রক্ষা করা যাবে না, তাকে নিজ হাতে হত্যা করতে হবে।।
♦️♦️..Deuteronomy, 13 :7-12.
.
🌎🌎..09.ছোট, বড়, স্ত্রী, পুরুষ যে-ই হোক না কেন বাইবেলের নির্দেশ মেনে চলবে না তাকে হত্যা করে ফেলতে হবে।।
♦️♦️..02-Chronicles,15: 12-13.
.
🌎🌎..10.নাস্তিক পেলেই হত্যা করে ফেলতে হবে।। নাস্তিক নির্বোধ, তাদের মধ্যে কোন ভাল মানুষ নেই।। এবং তারা সমকামীতা সমর্থন করে।।
♦️♦️..Leviticus, 24 :16
.
🌎🌎11..#যুদ্ধের_ঈশ্বর_যীশু।।
বাইবেলে মানুষ মারার স্টাইল এবং মানুষ মারা ঈশ্বরের সুস্পষ্ট নির্দেশ।।
..
অযোদ্ধা ও যুদ্ধবন্দী নারী , পুরুষ ও শিশুদের নির্বিচারে ও গণহারে হত্যার বিষয়ে বাইবেলে লক্ষণীয় \ যুদ্ধবন্দীদের কত বেশি কষ্ট দিয়ে হত্যা করা যায় সে বিষয়েও আগ্রহ লক্ষণীয় ৷
লোহার মইয়ের নিচে রেখে, লোহার কুড়ালির নিচে রেখে ইটের পজাির মধ্যে ঢুকিয়ে বা অনুরূপভাবে বর্ণনাতীত যন্ত্রণা দিয়ে নিরস্ত্র মানুষদেরকে হত্যার নির্দেশনা বইিবেলে প্রচুর ৷ এগুলি থেকে মনে হয় , বইিবেলের জিহাদ বা যুদ্ধ রাষ্টীয় নিরাপত্তার জন্য নয়, এমনকি অন্যের দেশ দখলের জন্যও যুদ্ধ নয় যুদ্ধ মূলত হত্যা ও ধ্বংসের মাধ্যমে আনন্দলাভের জন্য। ইঞ্জিল শরীফে এ সকল কর্মের বিশেষভাবে প্রশংসা করা হয়েছে
♦️♦️...নতুন নিয়ম , ইব্রীয় ১১: ৩২ -৩৪
বাইবেলে যুদ্ধ , হত্যা ও প্ৰতিশোধের ক্ষেত্রে কােনােরূপ নৈতিকার প্রতি লক্ষ্য রাখা হয় নি। ইসলামে যুদ্ধের জন্য গোপনীয়তা ও শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য কৌশল অবলম্বন বৈধ করেছে ৷ কিন্তু চুক্তি ভংগ করা, প্রবঞ্চনা করা, নিরস্ত্রকে আক্রমন করা, অযােদ্ধা লক্ষ্যবস্ততে আঘাত করা , আহতদের হত্যা করা , মৃতদেহ অপমান করা ইত্যাদি কঠোরভাবে নিষেধ করা হয়েছে ।
.
চার্চ বলে: আমর শান্তি চাই ও প্রতিষ্ঠা করি ? কেননা ঈসা কোনো যুদ্ধ করেনি I আর মুহাম্মাদ (সা) অনেক যুদ্ধ করে মানুষ হত্যা করেছে, তাই তিনি শান্তি ও ভালবাসার নবী হতে পারেন না ।(নাঊযু বিল্লাহ )
তাদের যুদ্ধের উপর লিংক:
.
https://en.m.wikipedia.org/wiki/Crusades
..
https://en.m.wikipedia.org/wiki/Inquisition
.
শিখে নিন ভাইয়েরা শুধু ইসলামের বিরোধিতা কেন??
*****************************************************************************************
খ্রিস্টান মিশনারিদের মিথ্যাচার ও পরাজয় পর্ব ৪
.
♦️♦️..বিষয়:#বাইবেলে_সেক্স #_পর্ণ#ব্যভিচার#ধর্ষণ#অজাচার প্রায় সব রকমের আকামের বৰ্ণনা।।
.
🌍🌍.. লজ্জা করে না মুহাম্মদ (স:)কে ধর্ষক, যুদ্ধবাজ, অশান্তি সৃষ্টি কারী বলতে নাউযুবিল্লাহ।।নাউযুবিল্লাহ।। কেন নিজেদের অপকর্ম আর টাকার বিনিময় ধর্মান্তরিত করতে,বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, উপজাতি, অভাবী জনগোষ্ঠীর মধ্যে ছদ্মবেশে শয়তানের বেশে প্রবেশ করেন।। আর নাস্তিক নামক নির্বোধ লেলিয়ে দিয়ে চার্চে বসে থাকেন।
আসেন আলোচনা করি।।
যোগ্য তা থাকলে আসুন আলোচনা করি।
নিজেদের অপকর্ম আর ধর্মের অবস্থান আয়নাতে দেখুন।।
#বি:দ্র:
তাদের বিন্দু মাত্র ভয় করি না। যারা দেহের ক্ষতি করতে পারে, রূহ বা আত্নার ক্ষতি করতে পারে না।
ইনশাআল্লাহ।। যত দিন এ দেহে প্রাণ আছে সত্য প্রকাশ করেই যাব।। ইনশাআল্লাহ।
যা থাকছে এই আকর্ষণীয় বাইবেলের নোংরামী পর্বে🔜
...
নাস্তিক, হিন্দু, খ্রিস্টান ও আসিফ মহিউদ্দিন ভাইকে বাইবেল শেখানো....নাস্তিক নির্বোধ এই সব নিয়ে কথা বলে না। জার্মানির দুই রুম যাবে, যাবে ভিসাও।।
.
।।#Pornography।।#Rape #illegl_Sex।। #Adultery in Bible..
....
🌍🌍..01. নিজের মায়ের সাথে ছেলের সেক্স ।। Sex
♦️♦️..Genesis, 35 : 22.
.
🌍🌍..02. নিজের বোনকে জোর করে ধর্ষণ। যাকে #Rape বলা হয়।
জয় বাইবেল।। জয় চার্চের।।
♦️♦️..2- Samuel, 13 : 11-14.
.
🌍🌍..03. কৌশলে মদ পান করিয়ে দুই মেয়ে পিতাকে ধর্ষণ করল।। যাকে #Rape বলা হয়। এবং দুইটি মেয়েই গর্ভবতী হয়ে দুইটি ছেলে সন্তান জন্ম দিল।। একেই বলে বাইবেল।। সাবাস।।
♦️♦️..Genesis, 19 : 33 - 38.
.
🌍🌍..04. সকল মানুষের সামনে নিজের পিতার স্ত্রীদের বা মায়েদের গণ ধর্ষণ।। ছেলে দ্বারা মা ধর্ষিত যাকে #Rape বলা হয়।। একেই বলে, বিকৃত বাইবেল আর প্রতারক চার্চের কর্ম।।
♦️♦️..2- Samuel, 16 : 22.
.
🌍🌍..05. নিজের পুত্র বধূর সাথে Sex..#সেক্স...!! গর্ভবতী হয়ে দুই সন্তানের জন্মদান।।কিছুই বলার নাই রে....
♦️♦️..Genesis 38 : 15 - 18, 27-30.
.
🌎🌍..06. দায়ূদ ও যীশু খ্রিষ্ট ঈশ্বরের পুত্র ও মসিহ দুজনই #জারজ সন্তানের বংশধর।।তাদের ঈশ্বর শাস্তির নিয়ম দেন নি । তাদের প্রতি বাইবেলের ঈশ্বরের খুব মায়া রে গো.....
♦️♦️.Deuteronomy, 02:17-19.
♦️♦️..Deuteronomy, 20 :13-16.
♦️♦️. Mathew, 01: 01- 03.
.
🌍🌍..07.যেকোন ভাবে সেক্স (Sex)বা #ধর্ষণ করলেই সে তার স্ত্রী হতে বাধ্য।।
♦️♦️..Exodus, 22 : 16 -17.
.
🌍🌍..08. গনিমতের মাল নারী হলে বিবাহিত হলে হত্যা করে গেল, অবিবাহিত হলে ভোগ মানে #সেক্স করার জন্য রেখে দাও।।বাইবেল।।
♦️♦️..Numbers, 31:17 - 18.
♦️♦️..Judges, 21 : 10 - 24.
.
🌍🌍..09.দাসী মুক্তি দেওয়া যাবে না। টাকার বিনিময়ে অন্য কারোর কাছে বিক্রি করতে হবে।। গোলামকে মালিক বিয়ে দিলে তার সন্তান হলে মালিক তার সন্তান স্ত্রী ভোগ করবে তাকে একাই বের হয়ে যেতে হবে।। যদি সে স্ত্রী, পুত্র ও মালিক ভালবাসে তাহলে সারাজীবন দাস হয়ে থাকতে বাধ্য।। ( দাস মুক্তির কোন নিয়ম নেই)...জয় বাইবেল ।। জয় ভুয়া নাস্তিকের।।
♦️♦️..Exodus, 21 : 01 - 11.
.
🌍🌍..10. ভোগ করার জন্য কৌশলে প্রশংসা করে ডেকে নিয়ে #সেক্স করার আহবান।।
♦️♦️..Song Of Soloman, 07: 01-13.
🌍🌍..11.উলঙ্গ মূর্তির পূজা করলে হত্যা করতে হবে আবার নিজেরাই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে।।এই হল বিকৃত বাইবেলের নমুনা।।
♦️♦️..Isaiah, 20: 02-04.
.
আসুন বাস্তব চরিত্র দেখে নেই।।
বাইবেল অনুসরণ করে কি কি আকাম করে চার্চে......
যদিও সবাই সমান না।😢😢..
.
নাস্তিকরা যদি চার্চের কর্মচারী না হয় তাহলে বাইবেল নিয়ে স্পেশাল লাইভ করুক।। পারবে কি??
দেখা যাক।।🤣😂..🔨🔨..
.
... ইউরোপের আইন পাশ আসিফের গলায় ফাঁস।l
******************************************************************************
খ্রিস্টান মিশনারিদের মিথ্যাচার ও#ইসলামের কাছে চরম লজ্জাজনক পরাজয় পর্ব:- 05.
.
বিষয় : #নাস্তিক্যবাদ_ও_বাইবেল
.
🌎..নাস্তিক হল নির্বোধ।।
🌍.. নাস্তিক পেলে #হত্যা করে ফেলতে হবে।।
🌍..কোন নাস্তিক #মূর্তি_পূজা করলে তাকে হত্যা করতে হবে।।
🌍..নাস্তিকদের মধ্যে কোন ভাল মানুষ নাই।।
🌍..নাস্তিকদের বিবেক অসাড় হয়ে গেছে।।
🌍🌍....নাস্তিকের সব রকম অন্যায় খারাপি, লোভ, নিচতা, হিংসা, খুন, ছলনা, বদ-মেজাজী, অহংকারী সমস্ত রকম অন্যায়ে পরিপূর্ণ, ভাল মন্দের জ্ঞান তাদের নাই, তারা বেঈমান।। New Testament, রোমীয়, অধ্যায়:01, পদ: 25 -32.
🌍..কোন নাস্তিক বিয়ে ছাড়া সেক্স করে তাকে হত্যা করতে হবে।
🌍.. যদি কোন নাস্তিক পশুর সাথে সেক্স করলে সেই নাস্তিক কে হত্যা করতে হবে।।
🌍...সমকামী নাস্তিককে হত্যা করে ফেলতে হবে।
🌍.. কোন নাস্তিক মেয়ে ও তার মায়ের সাথে সেক্স করে তাহলে তাকে হত্যা করতে হবে।।
🌍... কোন নাস্তিক মাসিক বা period অবস্থায় যৌন সংগীর সাথে সেক্স করে তাহলে তাকে হত্যা করতে হবে।।
🌍....যে নাস্তিক ঈশ্বরের কোন একটা নিয়ম মানতে অস্বীকার করবে তাকে হত্যা করে ফেলতে হবে।।
🌎... কোন নাস্তিক তার মায়ের সাথে সেক্স করলে তাকে মেরে ফেলতে হবে।
🌎...মুর্তিপূজোক, হিন্দু বা নাস্তিক স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না।
...............................................
♦️♦️..সামসংগীত 14:1 একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “#ঈশ্বর_নেই|” এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে| তাদের মধ্যে একজনও নেই য়ে ভালো কাজ করে|
..
♦️♦️...লেবীয় : 24:16 যে কোন ব্যক্তি প্রভুর নামের বিরুদ্ধে কথা বললে সে অবশ্যই নিহত হবে| সমস্ত মানুষ তাকে পাথর মারবে| ইস্রায়েলে জন্মগ্রহণ করা মানুষের মত বিদেশীরাও যদি ঈশ্বরের নামকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে|
..
♦️♦️...সামসঙ্গীত 53:1 একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই| এই ধরণের লোকরা দুর্নীতিগ্রস্ত, দুর্জন এবং ক্ষতিকর, ওরা ভাল কিছু করে না।
.
♦️♦️...10:4 মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক| তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে| তারা এমনভাব করে য়েন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই|
.
♦️♦️....Exodus : 22 : 20 : “যদি কোন ব্যক্তি মূর্ত্তিকে নৈবেদ্য দেয় তবে তাকে হত্যা করবে| তোমরা অবশ্যই কেবলমাত্র প্রভুর কাছেই নৈবেদ্য উত্সর্গ করবে|
.
♦️♦️..লেবীয় : 20:17 : “যদি কেউ তার বোন, তার সত্‌ মাতা বা সত্‌ পিতার মেয়েকে বিবাহ করে এবং একে অপরের সঙ্গে য়ৌন সম্পর্কে লিপ্ত হয় তবে এটা লজ্জাজনক বিষয়| তারা অবশ্যই প্রকাশ্যে শাস্তি পাবে| তারা অবশ্যই তাদের লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন হবে| যে মানুষ তার বোনের সঙ্গে য়ৌন সম্পর্ক করে, সে অবশ্যই তার পাপের জন্য শাস্তি পাবে!
.
♦️♦️..লেবীয়: 20:15 “যদি একজন মানুষ কোন এক জন্তুর সঙ্গে য়ৌন সম্পর্কে লিপ্ত হয় তবে সেই মানুষটি অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হবে এবং তোমরা অবশ্যই প্রাণীটিকেও হত্যা করবে।
..
♦️♦️...লেবীয় পুস্তক 20:12
“যদি একজন পুরুষের তার পুত্রবধূর সঙ্গে য়ৌন সংসর্গ থাকে, তাহলে দুজনকে অবশ্যই যেন মেরে ফেলা হয়| এহল অনাচার, তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দাযী।
..
♦️♦️.. লেবীয় : 20:13 “যদি কোন পুরুষের অন্য এক পুরুষের সঙ্গে একজন স্ত্রীলোকের মত য়ৌন সম্পর্ক থাকে তবে এই দুজন পুরুষ এক ভযঙ্কর পাপ কার্য়্য়ে লিপ্ত| তাদের অবশ্যই যেন মেরে ফেলা হয়| তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দাযী।
.
♦️♦️....লেবীয় : 20:14 “কোন পুরুষের পক্ষে একই সাথে কোন স্ত্রীলোক এবং তার মাতাকে বিয়ে করা অত্যন্ত মন্দ কাজ| লোকেরা সেই মানুষটিকে অবশ্যই পোড়াবে এবং দুজন স্ত্রীলোককে আগুনে দেবে যেন এই ধরণের কুকর্ম আর কেউ না করে।
.
♦️♦️...লেবীয় : 20:18 “মাসিক রক্তস্রাবের সময় কোন রমণীর সঙ্গে যদি কোন পুরুষের য়ৌন সংসর্গ হয়, তাহলে পুরুষ এবং রমনী দুজনই তাদের লোকদের থেকে অবশ্যই বিচ্ছিন্ন হবে| তারা পাপ করেছে কারণ সেই পুরুষ রক্তের উত্‌সকে প্রকাশ করেছে এবং সেই স্ত্রী তার রক্তের উত্‌সকে অনাবৃত করেছে।
.
♦️♦️..2 Chronicles 15:13:
ঠিক হল যে ব্যক্তি প্রভু ঈশ্বরের সেবা করতে প্রতিবাদ করবে তা সে য়তো গণ্যমান্য হোক বা সাধারণ কেউ হোক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে| এমনকি মহিলা হলেও তাকে মার্জনা করা হবে না।
..
♦️♦️..লেবীয় পুস্তক 20:11
“যদি কোন পুরুষের তার পিতার স্ত্রীর সঙ্গে য়ৌন সংসর্গ থাকে, তাহলে পুরুষ এবং রমণী দুজনকে অবশ্যই যেন মেরে ফেলা হয়| তারা নিজেরা তাদের মৃত্যুর জন্য দাযী, কারণ এই কাজ দ্বারা তার পিতাকে অপমান করা হয়|
♦️♦️..02- করিন্থিয় : 6:9 তোমরা নিশ্চয় জান য়ে ঈশ্বরের রাজ্যে #অধার্মিক লোকদের কোন স্থান নেই? নিজেদের ঠকিও না! যারা ব্যভিচারী, অনৈতিক য়ৌনচারী, যারা প্রতিমার পূজা করে, যারা পুংশ্চলী ও পুংসমকারী, ঈশ্বরের রাজ্যে এদের কোন অধিকার নেই৷ সেই রকম যারা চোর, লোভী, মাতাল, যারা পরনিন্দা করে ও যারা প্রতারক তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না
.
🌐..নাস্তিক ও খুনি জোসেফ স্টারলিং..
https://en.m.wikipedia.org/wiki/Joseph_Stalin
.
🌐..বিশ্ব বিখ্যাত নাস্তিক খুনি মাও সেতুং....
https://www.heritage.org/…/the-legacy-mao-zedong-mass-murder
.
🌐..চুরির রেটে শীর্ষ নাস্তিক ও অমুসলিম দেশ।।
https://m.theglobaleconomy.com/rankings/theft/
......
দেখে মিলিয়ে নিন।।
চার্চের চামচা হয়ে থাকা নাস্তিক ।। বাইবেল নিয়ে কিছুই বলে ।। অবাক বাইবেলে হত্যা করতে বলেছে, ।। তাহলে জেনে নিন।।!!!
************************************************************************************************
মহামানবিক_বাইবেল।।নারী অভিশপ্ত।।গর্ভধারণ_শাস্তি।ধর্ষককে_বিবাহ_করা বাধ্যতামূলক।।আগুনে_পুড়িয়ে নারী_হত্যাকর।।নারী_শয়তানের ফাঁদ।।অস্পৃর্শ।। জন্মই_ক্ষতি।।নারীকে স্পর্শ _করো_না।।
🌍...০১. পুরুষকে নারীর জন্য সৃষ্টি করা হয়নি, কিন্তু নারীকে পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে।
♦️..(1 Corinthians 11:8-9)
.
🌍...০২. নারী এবং পুরুষ একে অপরের শত্রু।
♦️..Genesis 3:15
.
🌍...০৩.গর্ভধারণ এবং সন্তান প্রসব এক ধরণের শাস্তি।
♦️..Genesis 3:16
.
🌍...০৪. পুরুষ শিশু জন্ম দিলে মা’কে সাত দিনের জন্য অপরিষ্কার থাকতে হবে, অন্যদিকে নারী শিশু জন্ম দিলে মা’কে পনের দিনের জন্য অপরিষ্কার থাকতে হবে।
♦️..Leviticus 12:2-5
.
🌍...০৫. পরিবারে পুত্র সন্তান থাকলে কন্যা সন্তান কোনো সম্পত্তি পাবে না।
♦️..Numbers 27:8
.
🌍...০৬. বাবা-মা কিংবা পাদ্রীকে অসম্মান করলে তাকে অবশ্যই আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে – যাকে বলে অনার কিলিং।
♦️..Genesis 38:24
🌍...০৭. নারী হচ্ছে ফাঁদ, তার হৃদয়ও ফাঁদ, এবং তার হাত হচ্ছে শিকল। যে পুরুষ তার গডকে সন্তুষ্ট করে সে নারীকে এড়িয়ে চলবে, কিন্তু নারী চেষ্টা করবে পাপী পুরুষকে ফাঁদে ফেলতে। যেখানে প্রতি হাজার পুরুষের মধ্যে একজন ন্যায়বান পুরুষ খুঁজে পাওয়া সম্ভব সেখানে প্রতি হাজার নারীর মধ্যে একজন ন্যায়বান নারীও খুঁজে পাওয়া যাবে না।
♦️..Ecclesiastics 7:26-28
🌍...০৮. পুরুষ যদি পশুর সাথে সেক্স করে তাহলে সেই পুরুষ এবং পশুকে অবশ্যই হত্যা করতে হবে। অন্যদিকে নারী যদি পশুর সাথে সেক্স করার জন্য কেবল অগ্রসর হয় তাহলে সেই নারী এবং পশুকে অবশ্যই হত্যা করতে হবে।
♦️..Leviticus 20:15-16
.
🌍...০৯. মাসিক ঋতুস্রাবকালীন সময়ে নারীরা অস্পৃশ্য থাকে।
♦️..Leviticus 15:19-30
♦️..Leviticus 18:19
.
🌍...১০.পুরুষ যদি তার স্ত্রীর মধ্যে কিছু অশুচিতা খুঁজে পায় তাহলে স্ত্রীর হাতে তালাক পত্র ধরিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে।
♦️..Deuteronomy 24:1
🌍...১১. কুমারীদেরকে নিজেদের জন্য রেখে শিশু-সহ সবাইকে হত্যা করতে হবে।
♦️..Numbers 31:17-18
🌍...১২. স্ত্রী যদি স্বামীকে কারো আক্রমণের হাত থেকে রক্ষার জন্য সাহায্য করতে যেয়ে স্ত্রীর হাত কোনো ভাবে আক্রমণকারীর গোপন অঙ্গে লেগে যায় তাহলে সেই স্ত্রীর প্রতি কোনো দরদ না দেখিয়ে তার হাত কেটে ফেলতে হবে।
♦️..Deuteronomy 25:11-12
🌎...১৩. ধর্ষক অবশ্যই ধর্ষিতাকে বিয়ে করবে এবং কখনো তালাক দিতে পারবে না।
♦️..Deuteronomy 22:28-29
🌍...১৪. বিয়ের সময় যদি কোনো নারীর মধ্যে কুমারিত্বের চিহ্ন না পাওয়া যায় তাহলে সেই নারীকে তার পিতার বাড়ির সামনে সকলে মিলে পাথর মেরে হত্যা করতে হবে।
♦️..Deuteronomy 22:20-21
🌍...১৫. পুরুষের জন্য নারীকে স্পর্শ না করাই ভালো।
♦️..1 Corinthians 7:1
.
🌍...১৬. তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা ব্যভিচারের সামিল – অর্থাৎ তালাকপ্রাপ্তা নারী পুনরায় বিয়ে করতে পারবে না।
♦️..Matthew 5:32
♦️..Mark 10:11-12
🌍...১৭. ডাইনীকে অবশ্যই হত্যা করতে হবে।
♦️..Exodus 22:18-20
🌍...১৮. গডের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য নারী ও শিশুকে হত্যা করতে হবে।
♦️..Hosea 13:16
🌍...১৯. বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, ও নিজেকে ঘৃণা না করলে যীশুর অনুসারী হওয়া যাবে না।
♦️..Luke 14:26
🌍...২০. নারী-পুরুষ-শিশু নির্বিশেষে যারা ইসরাইলের গডের অনুসন্ধান করে না তাদেরকে হত্যা করতে হবে।
♦️..2 - Chronicles 15 :13
🌍...২১. নারী শিশুর জন্ম মানে ক্ষতি।
♦️..Eccles. 22:3
🌍...২২. দাস-দাসীরা তাদের প্রভুদের প্রতি ভয়ে আত্মসমর্পণ করবে, এমনকি প্রভুরা দুর্ব্যবহার করলেও!
♦️..1 Peter 2:18
♦️..Ephesians 6:5
♦️..1 Timothy 6:1-2
🌍...২৩. দাস-দাসী যদি কাজ করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে।
♦️..Luke 12:47-48
..
.. এর পরও কি তাদের ইসলামের প্রতি মিথ্যাচার কমবে??

No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.