মানুষের হার্ট । আরিফ আজাদ
আমাদের শরীরে যে হার্ট আছে, সেটা নিয়ে মেডিকেল সাইন্স ব্যাপক চমৎকার তথ্য জানিয়েছে সম্প্রতি।
বিজ্ঞান আমাদের জানাচ্ছে আরো নতুন কিছু, বিশদভাবে।
Heart-Mind intersection ফিল্ডের সাম্প্রতিক গবেষণা বলছে, হার্টের সাথে আমাদের ব্রেইনের একটা ডাইনামিক যোগাযোগ রয়েছে।
অর্থাৎ, আমাদের ব্রেইনের যে Thinking ক্যাপাসিটি, তার সাথে আমাদের হার্টের রয়েছে একটা On Going রিলেশান।
গবেষণা বলছে, আমাদের হার্ট ব্রেইনের সাথে চারটি মেজর ওয়েতে যোগাযোগ করে।
'Science Of the heart: Exploring the role of the heart in human performance' নামক গবেষণা পত্রে ৪ টি পদ্ধতির উল্লেখ আছে যার মাধ্যমে হার্ট এবং ব্রেইনের মধ্যে যোগাযোগ হয়।
বিজ্ঞান আমাদের জানাচ্ছে আরো নতুন কিছু, বিশদভাবে।
Heart-Mind intersection ফিল্ডের সাম্প্রতিক গবেষণা বলছে, হার্টের সাথে আমাদের ব্রেইনের একটা ডাইনামিক যোগাযোগ রয়েছে।
অর্থাৎ, আমাদের ব্রেইনের যে Thinking ক্যাপাসিটি, তার সাথে আমাদের হার্টের রয়েছে একটা On Going রিলেশান।
গবেষণা বলছে, আমাদের হার্ট ব্রেইনের সাথে চারটি মেজর ওয়েতে যোগাযোগ করে।
'Science Of the heart: Exploring the role of the heart in human performance' নামক গবেষণা পত্রে ৪ টি পদ্ধতির উল্লেখ আছে যার মাধ্যমে হার্ট এবং ব্রেইনের মধ্যে যোগাযোগ হয়।
1/ Neurological communication (nervous system)
2/ Biophysical communication (pulse wave)
3/ Biochemical communication (hormones)
4/ Energetic communication (electromagnetic fields)
2/ Biophysical communication (pulse wave)
3/ Biochemical communication (hormones)
4/ Energetic communication (electromagnetic fields)
এই চারটি পদ্ধতিতে হার্ট আমাদের ব্রেইনের সাথে কমিউনিকেট করে, এবং আমাদের ব্রেইনের কাজে (Thinking Process) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোদ্দাকথা, আমাদের চিন্তা-ভাবনাশক্তির অনেকাংশেই রয়েছে আমাদের হার্টের ভূমিকা।
মোদ্দাকথা, আমাদের চিন্তা-ভাবনাশক্তির অনেকাংশেই রয়েছে আমাদের হার্টের ভূমিকা।
"And certainly We have created for hell many of the jinn and the men; they have hearts with which they do not understand'- Al A'raf, 179
[ 'আমি বহু সংখ্যক জ্বীন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর (Heart) রয়েছে কিন্তু তারা উপলব্ধি করেনা']
[ 'আমি বহু সংখ্যক জ্বীন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর (Heart) রয়েছে কিন্তু তারা উপলব্ধি করেনা']
"As to those who reject Faith it is the same to them whether thou warn them or do not warn them; they will not believe. Allah hath set a seal on their hearts and on their hearing and on their eyes is a veil great is the penalty they incur.'' - Al Baqara 6-7
['যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, তাদের আপনি সাবধান করুন আর না করুন, তারা বিশ্বাস করবেনা। আল্লাহ তাদের অন্তরে (Hearts) এবং তাদের কর্ণ এবং চক্ষু সমূহে মোহর মেরে দিয়েছেন।']
''Then do they not reflect upon the Qur'an, or are there locks upon [their] hearts?''- Muhammad 24
['তারা কী কোরআন সম্পর্কে গভীর চিন্তা-ভাবনা করেনা? নাকী তাদের অন্তর তালাবদ্ধ?']
একটা সময় ইসলাম বিদ্বেষীরা উপরের আয়াতগুলো দেখিয়ে প্রশ্ন করতো,- আচ্ছা, আমরা তো চিন্তা করি, ফিল (অনুভব, অনুধাবন) করি ব্রেইনের মাধ্যমে। তাহলে কোরআন কেনো 'চিন্তা-ভাবনা' করার কথা বলার সময় ব্রেইনের কথা না বলে হার্টের কথা বলে? এটা কী বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভুল নয়?
জ্বি না। আধুনিক বিজ্ঞান অনুসারে কোরআন এখানে ভুল নয়।
(আধুনিক বিজ্ঞান কোরআনের মাপকাঠিও নয়। কেবল কথার পিটে কথা)।
কারণ, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের ব্রেইনের সাথে হার্টের একটা যোগসাজেশ আছে যেটা আমাদের চিন্তা-ভাবনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমনকি, Dr. Yasha Kresh (PhD, Professor of Cardiothoracic Surgery and Medicine, Research Director of Cardiothoracic Surgery) হার্টের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন-
"It turns out that the heart has its own 'brain' - an intrinsic nervous system.''
(আধুনিক বিজ্ঞান কোরআনের মাপকাঠিও নয়। কেবল কথার পিটে কথা)।
কারণ, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের ব্রেইনের সাথে হার্টের একটা যোগসাজেশ আছে যেটা আমাদের চিন্তা-ভাবনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমনকি, Dr. Yasha Kresh (PhD, Professor of Cardiothoracic Surgery and Medicine, Research Director of Cardiothoracic Surgery) হার্টের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন-
"It turns out that the heart has its own 'brain' - an intrinsic nervous system.''
আমাদের হার্টের Nervous System, যার মাধ্যমে হার্ট ব্রেইনের সাথে Neurological Communication সম্পন্ন করে, তাকে Dr. Yasha Kresh হার্টের 'নিজস্ব ব্রেইন' বলেই উল্লেখ করেছেন।
সুতরাং, হার্টের সাথে ব্রেইনের এই ইন্টারেকশান সত্ত্বেও, 'হার্ট চিন্তা-ভাবনার জগতে কোন ভূমিকা রাখেনা' এই চিন্তাটাই বরং এখন অবৈজ্ঞানিক।
কোরআন এখানে শতভাগ সঠিক, আলহামদুলিল্লাহ্।
সুতরাং, হার্টের সাথে ব্রেইনের এই ইন্টারেকশান সত্ত্বেও, 'হার্ট চিন্তা-ভাবনার জগতে কোন ভূমিকা রাখেনা' এই চিন্তাটাই বরং এখন অবৈজ্ঞানিক।
কোরআন এখানে শতভাগ সঠিক, আলহামদুলিল্লাহ্।
আধুনিক বিজ্ঞানকে একপাশে রেখে, সাহিত্যমানের বিচারেও যদি কোরআনকে বিচারের মানদন্ডে দাঁড় করানো হয়, তবুও এক্ষেত্রে কোরআন সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হবে, আলহামদুলিল্লাহ্।
যেমন- ধরা যাক, আমাদের চিন্তাশক্তি, অনুভব শক্তিতে হার্টের কোন ভূমিকা নেই। ব্রেইনেরই ভূমিকা সব।
এখন, আমরা কী বলি,- 'I Love you from the core of my Brain?' অথবা, 'I miss you from the deepest corner of my Brain?'
আমরা এরকম বলি না। Love, miss এগুলো হলো ইমোশান,ফিলিংস। এগুলো আসে ব্রেইন থেকে।
তাহলে, আক্ষরিক অর্থে আমাদের বলা উচিত 'I Love you from the core of my brain' অথবা 'I Love you from the deepest corner of my brain'....
কিন্তু আমরা কী বলি? আমরা বলি,- 'I Love you from the core of my heart'।
এটা হচ্ছে সাহিত্যের মুন্সিয়ানা। সুতরাং, কোরআনকে আপনি যে দৃষ্টিকোণ থেকেই দেখুন, কোরআন ঠিকই উতরে যাবে।
যেমন- ধরা যাক, আমাদের চিন্তাশক্তি, অনুভব শক্তিতে হার্টের কোন ভূমিকা নেই। ব্রেইনেরই ভূমিকা সব।
এখন, আমরা কী বলি,- 'I Love you from the core of my Brain?' অথবা, 'I miss you from the deepest corner of my Brain?'
আমরা এরকম বলি না। Love, miss এগুলো হলো ইমোশান,ফিলিংস। এগুলো আসে ব্রেইন থেকে।
তাহলে, আক্ষরিক অর্থে আমাদের বলা উচিত 'I Love you from the core of my brain' অথবা 'I Love you from the deepest corner of my brain'....
কিন্তু আমরা কী বলি? আমরা বলি,- 'I Love you from the core of my heart'।
এটা হচ্ছে সাহিত্যের মুন্সিয়ানা। সুতরাং, কোরআনকে আপনি যে দৃষ্টিকোণ থেকেই দেখুন, কোরআন ঠিকই উতরে যাবে।
No comments
Note: Only a member of this blog may post a comment.