আদম আঃ এর উচ্চতা ৯০ ফুট ছিল? বৈজ্ঞানিকভাবে তা কিভাবে সম্ভব?
আদম আঃ এর উচ্চতা ৯০ ফুট ছিল? বৈজ্ঞানিকভাবে তা কিভাবে সম্ভব?
লিখেছেনঃ আফিফ আলী সাদাফ
------------------------------------------------------------
------------------------------------------------------------
এক হাদিসে বলা আছে,
মুহাম্মদ ইলূন রাফি' (রহঃ) ... হাম্মাম ইবন মুনাব্বি (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এ হচ্ছে (সে সব হাদীস) যা আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শুনিয়েছেন। (এভাবে) তিনি কয়েকটি হাদীস উল্লেখ করেন। এর মধ্যে একটি হল এ ই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা আদম (আলাইহিস সালাম) কে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য হল ষাট হাত। তাকে সৃষ্টি করার পর তিনি তাকে বললেন, যাও, এ দলটিকে সালাম কর। তারা হচ্ছে ফিরিশতাদের উপবিষ্ট একটি দল। সালামের জবাবে তারা কি বলে তা খুব মনোযোগ সহকারে শ্রবণ কর। কেননা তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন এ-ই। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি গেলেন ও বললেন, ‘আসসালামু আলাইকুম'। উত্তরে তারা বললেন, 'আসসালামু আলাইকা ওয়ারাহমাতুল্লাহ'। তাঁরা ওয়া রামাতুল্লাহ বাড়িয়ে বলেছেন। এরপর তিনি বললেন, যে ব্যক্তি জান্নাতে যাবে সে আদম (আলাইহিস সালাম) এর আকৃতিতে যাবে। তার দৈর্ঘ্য হবে ষাট হাত। নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ এরপর হতে সৃষ্টি (-র দেহের) দেহের পরিমাণ দিন দিন কমতে থাকে আজ পর্যন্ত।[১]
এই হাদিস প্রসঙ্গে ইমাম আবু আল আব্বাস আল কুরতুবি এবং শায়েখ আনওয়ার শাহ আল কাশমিরি বলেন,
"এই দিয়ে বোঝা যায় যে যারা জান্নাতে যাবে তারা তাদের পিতা আদম আঃ এর মত ৬০ হাত লম্বা হবে যে কিনা জান্নাতে ৬০ হাত লম্বা ছিল। " [২] ; [৩]
এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে, স্কলার রা বলেছে যে আদম আঃ বেহেশতে ছিলেন ৬০ ফুট দুনিয়াতে না।
এবার আসা যাক ২য় পয়েন্টে যেখানে বলা হচ্ছে,
নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ এরপর হতে সৃষ্টি (-র দেহের) দেহের পরিমাণ দিন দিন কমতে থাকে আজ পর্যন্ত।
এই লাইনে (দিন - দিন) শব্দ আলাদাভাবে বসানো হয়েছে তার ইংরেজি অনুবাদে কোথাও এরকম (দিন - দিন) বা Day by Day লেখা নেই তথ্যসূত্রের নিচের দেখুন ইংরেজি অনুবাদ।
বরং এই লাইনের ব্যাখ্যায় বর্তমানের অন্যতম সবচেয়ে বিড় স্কলার মুফতি তাক্কী উসমানি বলেন,
" এর মানে এই নয় যে মানুষের উচ্চতা কালে কালে ছোট থেকে ছোটতর হয়েছে, বরং এই দিয়ে এটা বোঝানো হচ্ছে যে, আদম আঃ এর ঘটনার পর (জান্নাতে থেকে নেমে আসার পর) মানুষ আর বেড়ে উঠেনি। এইটি আমাদের কাছে এসেছে আমদের উস্তাদ থেকে শায়েখ আনওয়ার শাহ আল কাশমিরি বলেন, ৬০ হাত তখন ছিও যখন তিনি জান্নাতে ছিলেন তিনি জান্নাত হতে বিতাড়িত হবার পরে উনার উচ্চতা কমে যায় এবং তখন হতে আজ অব্দি উনার সন্তানের উচ্চতাও এরকম অসম্পূর্ণ। (সংক্ষেপিত)[৪]
তথ্যসূত্রঃ
1. সহিহ মুসলিম হাদিস নম্বর ৬৯০০
2. Al-Qurtubi, Abu al-Abbas, al-Mufhim lima Ashkala fi Talkhis Kitab Muslim, 23/45
3. Al-Kashmiri, Anwar Shah, Fayd al-Bari, Vol.6 p.5
4. Usmani, Muhammad Taqi, Takmila Fath al-Mulhim, Vol.6, p.158
ইংরেজি অনুবাদঃ
No comments
Note: Only a member of this blog may post a comment.