ইসলাম এবং মিথ্যা



#Qn:"ইসলামে নাকি মিত্থ্যা বলা পাপ । কিন্তু রাসুল সহ সকল মৌলবি রা একটা ডাহা মিসা বলে আসতেছে।।।। আজ ২৫ বছর বয়স হলো শুনে আসতেছি কাল কিয়ামত।।। কাল আর কতদিন।।।।।।"



#Ans:

💕بسم الله الرحمن الرحيم 💕

প্রশ্নকারী ব্যক্তির প্রশ্নটা এতই ইললজিক্যাল এবং হাস্যকর যে এটা এক কথায় উত্তর করা যায়।তবুও কাউন্টার করার সুবাদে একটু ডিটেইলস বলতেই হবে ।

আমি জানিনা যে উনার ভাষা সম্পর্কে কতটুকু জ্ঞান আছে কিংবা উনি এই কাল দ্বারা কি বুঝেছেন। মূলত ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে এরূপ পোস্ট করার কথা না।

চলুন দেখা যাক যে ' কাল ' বলতে কি বোঝায়।

১. সময়
২ . যুগ
৩ .মানবজীবনের বিভিন্ন স্তর বা সময়বিভাগ
৪ .আয়ুষ্কাল , ইত্যাদি।

এখন এইযে 'কাল কিয়ামত' শব্দটা,এটা বলতে বোঝানো হয় যে কিয়ামতের সময়।এখানে গতকাল কিংবা আগামীকাল কিংবা যুগ বোঝানো হয় না।আমি জানিনা যে উনি আগামীকাল,গতকাল কিংবা যুগ বুঝেছেন কিনা।যদি তা বুঝে থাকেন,তাহলে বলবো যে উনি একদমই ভাষার ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে অজ্ঞ।আর যদি উনি এটা দ্বারা জানতে চান যে কিয়ামত কবে হবে,তাহলে উনার প্রশ্নের উত্তরে স্বয়ং আল্লাহ তায়ালা বলছেন যে,

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰہَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُہَا عِنۡدَ رَبِّیۡ ۚ لَا یُجَلِّیۡہَا لِوَقۡتِہَاۤ اِلَّا ہُوَ ؕۘؔ ثَقُلَتۡ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ لَا تَاۡتِیۡکُمۡ اِلَّا بَغۡتَۃً ؕ یَسۡـَٔلُوۡنَکَ کَاَنَّکَ حَفِیٌّ عَنۡہَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُہَا عِنۡدَ اللّٰہِ وَ لٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۸۷﴾

তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, ‘তা কখন ঘটবে’? তুমি বল, ‘এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট। তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও যমীনের উপর তা (কিয়ামত) কঠিন হবে। তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। বল, ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না’।(আরাফ ৭:১৮৭)

🍃 অতএব এটা (কিয়ামত) যে হবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং এর সূচনা হবে পৃথিবী ধ্বংসের দিয়ে। যা বর্তমান বিজ্ঞান ও স্বীকার করে।

সবশেষে বলতে চাই যে,একদম মন খুলে অন্তত একবার কুরআন খুলে পড়ুন ,অনুধাবন ও চিন্তা করুন।ইং শা আল্লাহ,সঠিক পথপ্রাপ্ত হবেন।

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?(আল-কামার ৫৪:৪০)

💕وآخر دعوانا أن الحمد لله رب العالمين 💕



No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.