সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কুরআন আপনার উপকারে এসেছে??
সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কুরআন আপনার উপকারে এসেছে??
লিখেছেনঃ তানজীন ফাতেমা
#Ans: মাশা আল্লাহ আপু প্রশ্নটা খুবেই যুক্তিযুক্ত।
হ্যা আপু মহাগ্রন্থ আল কুরআন সমস্যার সমাধান।
কিন্তু এই কথাটা মুমিনরা মানলেও কিছু অবুঝ আছে যারা বুঝেওনা, বুঝতে চেষ্টা করেনা।
কুরআন শুধু আমার উপকারে নয় আপু। কুরআন এর ঘোষনা হচ্ছে এটি সমগ্র মানব জাতির মুক্তির দিশারীসরুপ।
সেটা কিভাবে???
আসুন কুরআন কি বলে দেখে নিই।
মহান আল্লাহ উদ্দেশ্যহীনভাবে মানবজাতির জন্য এ বাণী পাঠান নি, কেননা তিনি বেহুদা কাজ হতে মুক্ত। কুরআন নাযিলের কারণ উদ্দেশ্য সম্পর্কে তিনি নিজেই বলেন-
“আমি যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছি প্রামাণ্য দলিলসহ, আর নাজিল করেছি কিতাব ও ন্যায়ের দ- যাতে করে গোটা মানব জাতি ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে।” (সূরা আল হাদীদ : ২৫)
অর্থাৎ এ বাণী ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ও কল্যাণের জন্য যাবতীয় প্রশ্নের উত্তর- সমস্যার সমাধানের জন্য, অন্ধকারের আলো, বিজয়ী বিধান হিসেবে প্রতিষ্ঠা পাবার জন্য এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ধারক হয়ে এসেছে।
“হে মুহাম্মদ! এটি একটি কিতাব। আমরা এটি তোমার প্রতি নাযিল করেছি, যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো।”
(সূরা আল ইব্রাহিম : ১)
“তিনি আল্লাহ, যিনি স্বীয় রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি এ দ্বীনকে অন্য সমস্ত মত ও জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন চাই তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোকনা কেন।”
(সূরা আস সফ : ৯)
""কুরআনকে আমি সহজ করেছি,অতএব কোন চিন্তাশীল আছো কি'""
সূরা ক্বমার:৪০
আসুন আমরা একটা উদাহারণ দিয়ে বিষয়টি স্পষ্ট করি।
আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন, এবং করেন–এই বিশ্বাসটাই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে
সমস্যা কোথায়?
আপনি সমস্যায় পড়লে কোথায় যান–সমস্যাটা সেখানে।
ধরুন আপনার কোনো নিকাত্মীয় গ্রেফতার হয়েছে। কী করেন? কাকে ফোন করেন? আওয়ামী লীগের নেতাকে? পুলিশে পরিচিত কাউকে? উঁচু পদের সরকারী আমলাকে?
এক ভদ্রলোকের জবানী শুনুন:
/ আমার স্ত্রীকে দ্বিতীয় দিনের জন্য পুলিশ ডেকে পাঠাল। সারাদিন জিজ্ঞাসাবাদ।
ভয় দেখানো। রিমান্ডে নেবে। রিমান্ডে কি কি হয় সেগুলো বলল।
দুপুরে অজানা একটা নম্বর থেকে ফোন এল। স্ত্রী বলল, আজকে আর ছাড়বে না। কোর্টে চালান করে দেবে। সেখানে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
আমার বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে। বাবাকে ছাড়া তাদের চলে, মাকে ছাড়া তো আর চলে না।
আমি দুই রাকাত নামায পড়লাম। সিজদায় বললাম, মা তা নাসরুল্লাহ। হে আল্লাহ আপনার সাহায্য কোথায়? আপনি তো ওয়াদা দিয়েছেন যে আপনার সাহায্য অতি নিকটে। আপনি নিশ্চয় একজন পর্দানশীন নারীকে অপমান করবেন না।
নামায শেষ করেই ফোনের শব্দ। ওকে রিমান্ডে না নিয়েই ছেড়ে দিয়েছে। খালি বলেছে পুলিশকে সাহায্য করতে।/
আপনি কাকে ফোন করবেন? সে কত ক্ষমতাশালী? দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষ প্রধানমন্ত্রী। আপনি ভাবলেন, কাউকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলানো যায় কিনা। আপনার ভাবনার দৌড় এতটুকুই।
অথচ আপনি আল্লাহকে বলতে পারতেন। ফোনের দরকার নেই। কোনো মাধ্যম দরকার নেই। সিজদায় মুমিন আল্লাহর সবচেয়ে কাছে। সেখানে গিয়ে বলেন, আল্লাহ, সমস্যা দিয়েছেন আপনি; সমাধান-ও করার মালিক আপনি।
আপনি যদি প্রতিদিনের জীবনে আল্লাহর অবাধ্য হন, তাহলে মাফ চান। বলেন, ভুল হয়ে গেছে আল্লাহ। আমি আর করব না। আপনার অবাধ্য হব না। আমাকে বিপদ থেকে উদ্ধার করেন।
আর যদি আপনার আল্লাহর অনুগত বান্দা হন, তাহলে নিশ্চিত থাকেন আল্লাহ জানেন আপনার অবস্থা। আর আল্লাহ তার বান্দাদের কখনই পরিত্যাগ করেন না।
সমস্যা আপনার ঋণ না। আপনার আত্মীয়ের কারাবন্দী না। আপনার মায়ের ক্যান্সার না। আপনার স্ত্রীর ওপর কালো যাদু না। আপনার স্বামীর রুক্ষ ব্যবহার না।
মূল সমস্যা–আপনি সমস্যা সমাধানের জন্য মানুষের কথা ভাবেন, আল্লাহর কথা ভাবেন না।
মানুষ যে আপনার সমস্যা সমাধান করতে পারবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আপনাকে একের পর এক বিপদ দিচ্ছেন।
সমস্যা এটাই যে আপনি তাও আল্লাহর পথে ফিরে আসছেন না।
আল্লাহর কাছে চাচ্ছেন না।
আল্লাহ একাই সমস্যার সমাধান করতে পারেন এটা বিশ্বাস করছেন না।
আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন, এবং করেন–এই বিশ্বাসটাই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
হ্যা আলহামদুলিল্লাহ্ মহা গ্রন্থ আল কুরআন আমার জীবনে উপকারে এসেছে।
আসবেই না কেন??
কুরআন যে মানুষের জীবন ব্যবস্থা।
কুরআন আমাকে তাওহিদ চিনিয়েছেন।এক আল্লাহর উপাসনা করতে শিখিয়েছেন।
কুরআন আমাকে সমাজে আত্মসম্মান নিয়ে চলতে শিখিয়েছেন।
কুরআন আমাকে মুমিন হতে শিখিয়েছেন।
কুরআন আমাকে এক রবের প্রতি আত্মসমর্পণ করতে শিখিয়েছেন।
সর্বোপরি কুরআন আমাকে দুনিয়া ও আখিরাতের সফলতা দেখিয়েছেন
লিখেছেনঃ তানজীন ফাতেমা
#Ans: মাশা আল্লাহ আপু প্রশ্নটা খুবেই যুক্তিযুক্ত।
হ্যা আপু মহাগ্রন্থ আল কুরআন সমস্যার সমাধান।
কিন্তু এই কথাটা মুমিনরা মানলেও কিছু অবুঝ আছে যারা বুঝেওনা, বুঝতে চেষ্টা করেনা।
কুরআন শুধু আমার উপকারে নয় আপু। কুরআন এর ঘোষনা হচ্ছে এটি সমগ্র মানব জাতির মুক্তির দিশারীসরুপ।
সেটা কিভাবে???
আসুন কুরআন কি বলে দেখে নিই।
মহান আল্লাহ উদ্দেশ্যহীনভাবে মানবজাতির জন্য এ বাণী পাঠান নি, কেননা তিনি বেহুদা কাজ হতে মুক্ত। কুরআন নাযিলের কারণ উদ্দেশ্য সম্পর্কে তিনি নিজেই বলেন-
“আমি যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছি প্রামাণ্য দলিলসহ, আর নাজিল করেছি কিতাব ও ন্যায়ের দ- যাতে করে গোটা মানব জাতি ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে।” (সূরা আল হাদীদ : ২৫)
অর্থাৎ এ বাণী ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ও কল্যাণের জন্য যাবতীয় প্রশ্নের উত্তর- সমস্যার সমাধানের জন্য, অন্ধকারের আলো, বিজয়ী বিধান হিসেবে প্রতিষ্ঠা পাবার জন্য এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ধারক হয়ে এসেছে।
“হে মুহাম্মদ! এটি একটি কিতাব। আমরা এটি তোমার প্রতি নাযিল করেছি, যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো।”
(সূরা আল ইব্রাহিম : ১)
“তিনি আল্লাহ, যিনি স্বীয় রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি এ দ্বীনকে অন্য সমস্ত মত ও জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন চাই তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোকনা কেন।”
(সূরা আস সফ : ৯)
""কুরআনকে আমি সহজ করেছি,অতএব কোন চিন্তাশীল আছো কি'""
সূরা ক্বমার:৪০
আসুন আমরা একটা উদাহারণ দিয়ে বিষয়টি স্পষ্ট করি।
আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন, এবং করেন–এই বিশ্বাসটাই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে
সমস্যা কোথায়?
আপনি সমস্যায় পড়লে কোথায় যান–সমস্যাটা সেখানে।
ধরুন আপনার কোনো নিকাত্মীয় গ্রেফতার হয়েছে। কী করেন? কাকে ফোন করেন? আওয়ামী লীগের নেতাকে? পুলিশে পরিচিত কাউকে? উঁচু পদের সরকারী আমলাকে?
এক ভদ্রলোকের জবানী শুনুন:
/ আমার স্ত্রীকে দ্বিতীয় দিনের জন্য পুলিশ ডেকে পাঠাল। সারাদিন জিজ্ঞাসাবাদ।
ভয় দেখানো। রিমান্ডে নেবে। রিমান্ডে কি কি হয় সেগুলো বলল।
দুপুরে অজানা একটা নম্বর থেকে ফোন এল। স্ত্রী বলল, আজকে আর ছাড়বে না। কোর্টে চালান করে দেবে। সেখানে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
আমার বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে। বাবাকে ছাড়া তাদের চলে, মাকে ছাড়া তো আর চলে না।
আমি দুই রাকাত নামায পড়লাম। সিজদায় বললাম, মা তা নাসরুল্লাহ। হে আল্লাহ আপনার সাহায্য কোথায়? আপনি তো ওয়াদা দিয়েছেন যে আপনার সাহায্য অতি নিকটে। আপনি নিশ্চয় একজন পর্দানশীন নারীকে অপমান করবেন না।
নামায শেষ করেই ফোনের শব্দ। ওকে রিমান্ডে না নিয়েই ছেড়ে দিয়েছে। খালি বলেছে পুলিশকে সাহায্য করতে।/
আপনি কাকে ফোন করবেন? সে কত ক্ষমতাশালী? দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষ প্রধানমন্ত্রী। আপনি ভাবলেন, কাউকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলানো যায় কিনা। আপনার ভাবনার দৌড় এতটুকুই।
অথচ আপনি আল্লাহকে বলতে পারতেন। ফোনের দরকার নেই। কোনো মাধ্যম দরকার নেই। সিজদায় মুমিন আল্লাহর সবচেয়ে কাছে। সেখানে গিয়ে বলেন, আল্লাহ, সমস্যা দিয়েছেন আপনি; সমাধান-ও করার মালিক আপনি।
আপনি যদি প্রতিদিনের জীবনে আল্লাহর অবাধ্য হন, তাহলে মাফ চান। বলেন, ভুল হয়ে গেছে আল্লাহ। আমি আর করব না। আপনার অবাধ্য হব না। আমাকে বিপদ থেকে উদ্ধার করেন।
আর যদি আপনার আল্লাহর অনুগত বান্দা হন, তাহলে নিশ্চিত থাকেন আল্লাহ জানেন আপনার অবস্থা। আর আল্লাহ তার বান্দাদের কখনই পরিত্যাগ করেন না।
সমস্যা আপনার ঋণ না। আপনার আত্মীয়ের কারাবন্দী না। আপনার মায়ের ক্যান্সার না। আপনার স্ত্রীর ওপর কালো যাদু না। আপনার স্বামীর রুক্ষ ব্যবহার না।
মূল সমস্যা–আপনি সমস্যা সমাধানের জন্য মানুষের কথা ভাবেন, আল্লাহর কথা ভাবেন না।
মানুষ যে আপনার সমস্যা সমাধান করতে পারবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আপনাকে একের পর এক বিপদ দিচ্ছেন।
সমস্যা এটাই যে আপনি তাও আল্লাহর পথে ফিরে আসছেন না।
আল্লাহর কাছে চাচ্ছেন না।
আল্লাহ একাই সমস্যার সমাধান করতে পারেন এটা বিশ্বাস করছেন না।
আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন, এবং করেন–এই বিশ্বাসটাই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
হ্যা আলহামদুলিল্লাহ্ মহা গ্রন্থ আল কুরআন আমার জীবনে উপকারে এসেছে।
আসবেই না কেন??
কুরআন যে মানুষের জীবন ব্যবস্থা।
কুরআন আমাকে তাওহিদ চিনিয়েছেন।এক আল্লাহর উপাসনা করতে শিখিয়েছেন।
কুরআন আমাকে সমাজে আত্মসম্মান নিয়ে চলতে শিখিয়েছেন।
কুরআন আমাকে মুমিন হতে শিখিয়েছেন।
কুরআন আমাকে এক রবের প্রতি আত্মসমর্পণ করতে শিখিয়েছেন।
সর্বোপরি কুরআন আমাকে দুনিয়া ও আখিরাতের সফলতা দেখিয়েছেন
No comments
Note: Only a member of this blog may post a comment.