নাস্তিকের প্রায় ১৩৩ টি প্রশ্নের জবাব ও বিবর্তনবাদের অসারতার অকাট্য প্রমাণ।
আলহামদুলিল্লাহ্! এই
পোষ্টে আছে নাস্তিকের প্রায় ১৩৩ টি প্রশ্নের জবাব ও বিবর্তনবাদের অসারতার অকাট্য প্রমাণ।
ইনশাআল্লাহ,
ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকদের পরাস্ত করার জন্য এই post এর ১৩৩ টি লিঙ্ক যথেষ্ট ৷
আমরা অতীতে নাস্তিকদের
সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের দিয়েছি যা আমাদের পিনপোষ্টে আছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা
অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। সকলকে
আমাদের প্রচেষ্টায় অতীতের মতই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার সবিনয় অনুরোধ করছি।
এই post
এর লিঙ্ক গুলোতে রয়েছে
(A)
আল্লাহর অস্তিত্বের প্রমাণ ৷
(B)
কোরআনের সত্যতার ব্যাপারে নিশ্চয়তা ৷
(C)
কোরআন এর বিরুদ্ধে অপপ্রচারের সন্তোষজনক জবাব ৷
(D)
রাসূলের সাঃ বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত মিথ্যাচারের জবাব৷
(E)কোরআন, হাদীসের বিরুদ্ধে অপপ্রচারের সন্তোষজনক
জবাব ৷
(F)
বিবর্তনবাদীদের পরাস্ত করার 100% নিশ্চিত গ্যারান্টি যুক্ত প্রশ্ন
ও প্রমাণ ৷
আল্লাহ্ ও কোরআন সম্পর্কিত
প্রশ্ন ও তার জবাবঃ( ১ - ৬২)
*************************************************
১) সৃষ্টিকর্তার অস্তিত্ব
জানার জন্য নিজের শরীরের দিকে তাকান!
২) সৃষ্টিকর্তার অস্তিত্ব
প্রমাণের জন্য এই post টি যথেষ্ট ৷
৩) আল্লাহ কেন দেখা দেন
না?
৪)আল্লাহ্ দয়ালু হলে
বিচার করে শাস্তি দিবেন কিভাবে?
জবাবঃ
৫) আল্লাহ্ মানুষকে কেন
সৃষ্টি করেছেন?
৬) ইবলিস আল্লাহর চেয়ে
বেশি শক্তিশালী।
জবাব:
৭) আল্লাহ্ কেন শয়তানকে
সৃষ্টি করলেন?
জবাব:
৮) আল্লাহ্ মানুষকে কেন
সৃষ্টি করেছেন?
জবাবঃ
৯) আল্লাহ ন্যায় বিচারক?
জবাবঃ
১০) আল্লাহ্ পৃথিবীকে
স্থির রাখেন।এই বক্তব্যের ব্যাখ্যা
কি?
জবাব:
১১) সমকামিতার জন্য আল্লাহ
দায়ী?
১২) আল্লাহ সব সৃষ্টি
করেছেন জোড়ায় জোড়ায়!
১৩) বরফ শব্দটি কোরআনে
নেই কেন?
জবাবঃ
১৪) আধুনিক ক্লোনিং পদ্ধতি
কি কোরআন কে মিথ্যা প্রমাণ করে?
১৫) আল্লাহ্ কাউকে পঙ্গু,কাউকে গরীব,কাউকে ধনী করে কেন পাঠান?
জবাবঃ
১৬) আল্লাহকে না মানলে
বেহেস্ত চাইবার অধিকার নেই কেন?
১৭)যদি সত্যিই কোনো পরম
দয়ালু সৃষ্টিকর্তা বা ঈশ্বর থাকত, তাহলে
এরকম ফুড ওয়েব থাকত না। একজনের
ক্ষুধা মেটানোর জন্য অন্যজনকে মারতে হয়। বাঘের
থাবায় মা হরিণ মরছে, হরিণীর বাচ্চাগুলো
না খেতে পেয়ে মরে যাচ্ছে। আবার
হরিণ না মারতে পারলে বাঘিনী নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না।
ইন্টেলিজেন্ট ডিজাইনার থাকলে এরকম নৃশংস
ফুড ওয়েব হত না, যেখানে কাউকে বাঁচার
জন্য অন্যকে খুন করতে হয়।
জবাবঃ
১৮)আল্লাহ্ বলেন তিনি
কারো সাধ্যাতিত বোঝা চাপাননা। তাহলে
নামাজ ৫০ ওয়াক্ত করেছিলেন কেন? তাহলে
মূসা আঃ কি আল্লাহর চেয়ে জ্ঞানী। তার
পরামর্শে ৫০ ওয়াক্ত নামাজকে ৫ওয়াক্ত করা হয় কেন?
জবাবঃ
১৯) নিশ্চই কোরআনে কোন
ভুল নেই
২০) কোরআন,
হাদীস পৃথিবী গতিশীল নাকি স্থির বলে?
২১) কোরআন ২৩ বছরে নাজিল
হল কেন?
জবাব:
২২) কোরআনে ডিম্বানুর
কথা উল্লেখ নাই কেন?
জবাবঃ
২৩) কোরআনে পৃথিবীকে সমতল
বলা হয়েছে। অর্থাৎ পৃথিবী
রুটির মত এটাই কোরআনে ইংগিত করা হয়েছে।
জবাবঃ
২৪) কোরআনে অবিশ্বাস্য
বর্ণ ( letter) মিল
২৫) কোরআনে ১৮:৮৬ আয়াতে
সূর্য পংকিল জলাশয়ে ডুবে বলা হয়েছে। যা
প্রমাণ করে এটি মানব রচিত।
২৬) বিগ ব্যাং নিয়ে কোরআনিক
বিজ্ঞানিরা গোজামিল ব্যাখ্যা দেয়।আগে
পৃথিবী পরে আকাশ বানানোর কথা বলা হয়েছে কোরআনে।
জবাবঃ
২৭) কোরআন পড়ে কেন মানুষ
বিজ্ঞানী হয় না?
২৮) কোরআন কি বাইবেল হতে
নকল করা হয়েছে?
২৯) আলিফ,
লাম,মীম অর্থ কি?
৩০) কুরবানীর মাধ্যমে
বিশ্বে সর্বোচ্চ দান করে মুসলমানরা।
৩১)সুরা-- যুমার ৪৪ নং
আয়াতে বলা হয়েছে--" হে নবী বলেন- সুপারিশের মালিক আল্লাহ!! "তাহলে-- নবী
মুহাম্মদ কিভাবে সুপারিশ করিবে,?
জবাবঃ
৩২)আল্লাহ্ শয়তান সৃষ্টি
না করলেতো সবাই জান্নাতে যেত।
৩৩) সূরা ফাতিহা মানব
রচিত।
জবাব:
৩৪) কোরআন বলে সূর্য ঘুরে
পৃথিবীর চারদিকে!!
জবাবঃ
৩৫) পৃথিবীর আকার গোল
না সমতল? কি বলে কোরআন?
জবাবঃ
৩৬) কোরআন বলে পৃথিবী
সমতল
৩৭) কোরআন কেন আরবি ভাষায়
নাজিল হল?
৩৮) কোরআন শান্তির পক্ষে
কথা বলে ৷
৩৯) কোরআনের বিজ্ঞানবিষয়ক
আয়াত আল্লাহর বাণী ৷
৪০) কোরআন বাইবেল ও তৌরাহ
থেকে নকল করা।নয়তো এত মিল কেন?
জবাবঃ
৪১) কোরআনের সত্যতার প্রমাণ
কি?
জবাবঃ
৪২) কোরআনের মত একটি সূরা
নিয়ে আস যদি সম্ভব হয় এটাতো ভুল চ্যালেঞ্জ।
জবাবঃ
৪৩) কোরআনের মত সূরা লেখা
অসম্ভব।
৪৪) কোরআনের সব কিছুই
কি কাকতালীয় ভাবে মিলে যায়?
৪৫) শিশু ধর্ষনের জন্য
কে দায়ী?
৪৬) সূরা কাহফ এ ভুলে
ভরা।
জবাবঃ
৪৭) কোরআনে উল্লেখ করা
নবী, রাসূলগণ কেন মধ্যপ্রাচ্যে আসল?
৪৮) সূরা ক্বমার ১১ননম্বর
আয়াতে বলা হয়েছে বৃষ্টি আসে মহাকাশ থেকে।
জবাবঃ-
৪৯) কোরান যদি বিজ্ঞানের
বই হয় তাহলে, কোরান পড়ে কে কি আবিষ্কার
করল?
২) আগে আবিষ্কার হয়,
পরে কোরানে পাওয়া যায় কেনো?
জবাবঃ
৫০)) চিকিৎসা বিজ্ঞানের
অগ্রগতি কোরআনকে ভুল প্রমাণিত করছে!
জবাবঃ
৫১) চিকিৎসাবিজ্ঞানের
অগ্রগতি কি আল্লাহর অস্তিত্বকে মিথ্যা প্রমাণ করে?
৫২) আল্লাহ কেন ডুমুরের
শপথ নিলেন?
৫৩) কোরআন আল্লাহর বাণী
হবার সত্যতার প্রমাণ কি?
জবাবঃ
৫৪) সূরা মোহাম্মদ(সাঃ)কি
সন্ত্রাসের কথা বলে?
জবাবঃ
৫৫) দারিদ্রতার জন্য আল্লাহ্
দায়ী।
জবাবঃ
৫৬)স্রষ্টা যখন রুহ বানালেন
তখনো তো তিনি জানতেন সে, তার স্বাধীন ইচ্ছা
ব্যবহার করে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাহলে তো এই দাঁড়ালো ; আল্লাহ জাহান্নামী করেই রুহ সৃষ্টি করল।
তাহলে অপরাধ করলে আমাদের দোষ কী???
"
জবাবঃ
৫৭) অন্যায় করলে আল্লাহ
কেন হস্তক্ষেপ করেন না?
৫৮) নিশ্চই কোরআন আল্লাহর
বাণী নয়।
জবাবঃ
৫৯) আল্লাহ যেহেতু সব
জানেন, তাহলে মানুষ বানিয়ে বেহেস্ত বা দোজখে
কেন পাঠালেন না?
৬০) কোরআন পুড়িয়ে দিলেও
কেন আল্লাহ গজব নাজিল করেন না?
৬১)আল্লাহ্ নিজেই নাস্তিক(নাউজুবিল্লাহ)
জবাবঃ
৬২)আল্লাহ্ যদি দয়ালু
হন তবে আজীবন আগুনে পুড়াবেন কেন?
মুহাম্মদ(সাঃ) এবং হাদিস
নিয়ে অভিযোগের জবাবঃ(৬৩ -- ৮৮)
**************************************************
৬৩)
১. নারীর অবস্থান পুরুষের
নিচে ( 4:34, 2:228)
২. তাদের একমাত্র কাজ
পুরুষের সেবা করা (Mishkat al-Masabih, Book 1,
জবাবঃ-
৬৪) গামা রশ্মি প্রমাণ
করে রাসূল ( সাঃ) সত্য নবী ৷
৬৫)হাদিসে এসেছেনারীরা
বেশী জাহান্নামে যাবে। এর
মাধ্যমে কি তাদের বঞ্চিত করা হয় নি?
জবাবঃ-
৬৬) নবী কিভাবে বয়স্ক
লোককে বুকের দুধ পান করানোর নির্দেশ দিলেন?
জবাবঃ
৬৭) নবী কেন বহু বিবাহ
করলেন?
জবাবঃ
৬৮) রাসূল ( সাঃ) এর নবী
হবার শ্রেষ্ঠ প্রমাণ
৬৯)হাদিসে এসেছে আল্লাহ্
নিজের আকৃতিতে আদমকে(আঃ) বানিয়েছেন যার উচ্চতা ৬০ হাত।
তাহলে আল্লাহর উচ্চতা কি ৬০ হাত এবং তিনি
কি মানুষের মত?
জবাবঃ-
৭০)বিচার দিবসে নির্ধারিত
হবে কে জাহান্নামি আর কে জান্নাতি।তাহলে
মেরাজের রজনিতে মুহাম্মদ(সাঃ) কিভাবে মানুষকে জান্নাতে ও জাহান্নামে দেখলেন?
জবাবঃ-
৭১) দয়াল নবী টিকটিকি
মারতে বললেন কেন?
জবাবঃ
৭২)মুহাম্মদ(সাঃ) একজন
মানসিক রোগী ছিলেন।তিনি
সিজোফ্রেনিয়া,অবসেসিভ কম্পালসিব ডিস
অর্ডার ও এপিলেপ্সি নামক মানসিক রোগ সমূহে আক্রান্ত ছিলেন।
জবাবঃ
৭৩) রাসুল(সাঃ) এর পিতার
নাম আব্দুল্লাহ কেন?
জবাবঃ
৭৪) বনূ কোরাইযার মৃত্যুদন্ডের
জন্য রাসূল ( সাঃ) দায়ী!
জবাবঃ
৭৫) গনিমতের সম্পদ বন্টন
করা বৈধ হতে পারে না ৷
জবাবঃ
৭৬) রাসূল ( সাঃ) দাস
দাসী বানানোর জন্য যুদ্ধ করেছেন।
জবাবঃ
৭৭) ইসলামে কি নারীদের
গাধার সাথে তুলনা করেছে?
৭৮ সূর্য আরশের নিচে সেজদা
দেয় এর ব্যাখ্যা কি?
জবাব:
৭৯) হাদিসে এসেছে বিয়েতে
নারীর মতামতের কোন অধিকার নেই। চুপ
থাকাই তাদের সম্মতি।
জবাবঃ-
৮০)তালাকের পরে হিল্লা
বিয়ের মত জঘন্য পদ্ধতির মাধ্যমে কেন স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে হয়।নারীদের প্রতি এই অবিচার কেন?
জবাবঃ-
৮১) ইসলামে সাক্ষী হিসেবে
নারীদের পূর্ন সম্মান দেয় না কেন?
৮২)ধনীদেশে পরিপূরকভাবে
ইসলাম পালন সম্ভব নয়। কারন
১) সবাই ধনী হওয়াতে সেখানে
যাকাত দেয়া যায়না।
২) মেয়েরা ধনী হওয়াতে
দেনমোহরকে অপমানজনক মনেকরে।
জবাবঃ-
৮৩) জান্নাতে নারীরা বঞ্চিত
হবে না ৷
৮৪) কন্যা সন্তান হল জান্নাতের
সিঁড়ি!
৮৫)ইসলামকে কেন কৃতদাসীর
সাথে সহবাসে বৈধতা দিল?এটাতো ধর্ষনের অনুমতি
ছাড়া,আর কিছুইনা।
কারন স্বাভাবিকভাবে কোন নারী এতে রাজী হবেনা
স্বেচ্ছায়।
জবাবঃ
৮৬) নারী পুরুষের শস্যক্ষেত্র
কেন বলা হল?
জবাবঃ
৮৭) মুহাম্মদ(সাঃ) গনিমত
ও দাসীর জন্য যুদ্ধ করেছেন।
জবাবঃ
৮৮)মুহাম্মদ(সাঃ) যদি
আল্লাহর নবী হন তবে মৃত্যুর আগে বলে গেলেননা কেন?
জবাবঃ-
৮৯) মুহাম্মদ সাঃ নবুয়তের
পূর্বে কোন ধর্ম পালন করতেন ।?
জবাবঃ
অন্যান্য প্রশ্নের জবাবঃ(৮৯
-- ১২১)
**********************
৯০) শয়তানের পাপের জন্য
দায়ী কে?
জবাবঃ
৯১) শয়তানকে কে প্ররোচনা
দিয়েছিল?
জবাবঃ
৯২) মুসলমানরা কাবার দিকে
মুখ করে নামাজ পড়ে কেন?
জবাবঃ
৯৩) তৃতিয়বার চুরি করলে
চুরের শাস্তি কি হবে?
জবাবঃ
৯৪) হিজড়াদের নিয়ে ইসলামের
বিধান কি?
জবাবঃ
৯৫) মদ দুনিয়ায় হারাম
হলে জান্নাতে হালাল হবে কেন?
জবাবঃ
৯৬) শুকরের মাংস হারাম
কেন?
জবাবঃ
৯৭) নাস্তিকতার পরিণতি
কি?
জবাব-১:
জবাব-২:
৯৮) নাস্তিকরা হল ভয়ংকর
সন্ত্রাসী!
৯৯) নিজের ফাঁদে ধরা পরল
নাস্তিক
১০০) আপনার ইচ্ছামত সব
যদি দেয়া হয় তবে ধ্বংস হবে মানব সভ্যতা
১০১) নাস্তিকরা হিটলারের
চেয়েও ভয়ংকর!
১০২) মুসলমান রাজারা ছিল
অত্যাচারী, তরবারির মাধ্যমে তারা
ইসলাম প্রচার করেছে।
জবাবঃ
১০৩) কুরবানী করা কেন
অবৈধ হবে?
জবাবঃ
১০৪) ইসলামী দাস প্রথা
বনাম আধুনিক জেল প্রথা
১০৫) রাসূল সাঃ দাস দাসী
বানানোর জন্য যুদ্ধ করেছেন৷
জবাবঃ
১০৬) কেন ইসলামে নারী
নবী আসেনি?
জবাবঃ
১০৭) ধর্ষন প্রমাণের জন্য
চারজন সাক্ষীর প্রয়োজন কেন?৷
জবাবঃ
১০৮) শয়তান এবং আদম আঃ
হতে পাওয়া শিক্ষা ৷
১০৯)আদমের ( সাঃ) ছেলেরা
কেন বোনকে বিয়ে করল?
১১০) ইসলামে অমুসলিমদের
হত্যার শাস্তি মৃত্যুদন্ড নয়।তাহলে
অমুসলিমরা ন্যায় বিচার কিভাবে পেল?
১১১) ইসলাম নারীকে পর্দা
করতে বলে পুরুষকে বলে না কেন?
জবাবঃ
১১২)) প্রশ্নঃ ইসলামি
শরীয়া আইন বর্বর ও অমানবিক! বর্তমান সময়ে এটা কোন অবস্থাতেই প্রয়োগযোগ্য নয়!
জবাবঃ-
১১৩)আল্লাহ্ নামাজ কায়েম
করতে বলেছে,পড়তে বলেনি।
অতএব নামাজ নিজে না পড়ে অন্যদের পড়তে বললেই
চলবে।নিজে নামাজ পড়ার
দরকার নাই।
জবাবঃ-
১১৪) রক্তদান সম্পর্কে
ইসলামি বিধান কি?
জবাবঃ
১১৫) মুমিন ভাইয়েরা বুঝিয়ে
দেন ছবি তোলায় কি ক্ষতি,এটা হারাম কেন?
জবাবঃ
১১৬) মুসলমানরা কাবার
পূজা করে কেন?
জবাবঃ
১১৭) হজরে আসওয়াদ মূলত
একটি মূর্তি নয় কি?
জবাবঃ
১১৮) পৃথিবীতে এত ধর্ম
কেন?
জবাবঃ
জবাবঃ-২
১১৯) কুরবানীর পশুকে কষ্ট
দিয়ে মারা হয় কেন?
১২০) একই আদম থেকে সৃষ্টি
হলে মানুষ বিভিন্ন রংয়ের হয় কেন?
জবাব:
১২১) আমি কেন ইসলাম গ্রহণ
করব? লাভ কি এতে?
জবাবঃ
১২২)গান হারাম কেন?
জবাবঃ
১২৩)ইসলাম পূর্বযুগে কাবা
আক্রমণকারী আব্রাহার বাহিনীকে ধংসের জন্য আল্লাহ্ আবাবিল পাঠান।
অথচ মুহাম্মদ(সাঃ) এর আগমনের পরে বহুবার
কাবায় হামলা হয়েছে, হাজরে আসওয়াদ ভাঙ্গা
হয়েছে,কাবায় আগুন দেয়া হয়েছে তবু গজব আসেনি।তাহলে কি আব্দুল মুত্তালিবের স্রষ্টা মুহাম্মদ(সাঃ)
এর স্রষ্টার চেয়ে কাবা রক্ষণাবেক্ষনে অধিক সক্ষম?
জবাবঃ-
১২৪)মায়ের গর্ভে কি সন্তান
আছে এটা নাকি শুধু আল্লাহ জানেন?সুরা
৩১:৩৪ ও বুখারী শরীফের ৪৭৭৭ নম্বর হাদিসে এটা বলা হয়েছে! এখন তো আল্ট্রাসনোগ্রাফি করে
বাচ্চা ছেলে না মেয়ে জানা যায়!!
সুতরাং কোরআন ও হাদিসে
ভুল আছে! অর্থাৎ কোরআন এই জামানায় অচল!
.
উত্তরঃ-
১২৫)
আল্লাহ্ কোরআনে বার বার
বলেছেন কোরআনকে সহজ করে দেয়া হয়েছে। তাহলে
কোরআন বুঝতে হাদিস বা তাফসির লাগে কেন?
জবাবঃ-
বিবর্তনবাদ সংক্রন্ত প্রশ্ন
ও তার জবাবঃ-
*************************************
১২৬) কোন বিবর্তনবাদী
এই প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ ৷
১২৭) বিবর্তনবাদের স্ববিরোধিতা!
১২৮) এই post
প্রমাণ করে বিবর্তনবাদ ভূয়া মতবাদ
১২৯) বিবর্তনবাদের প্রাসাদ
জয়তুন গাছের সামনে দাড়িয়ে কাঁপছে ৷
১৩০)
হাদিসে এসেছে মুহাম্মদ(সাঃ)
নিজে বলেছেন তিনি আব্দুল মুত্তালিবের সন্তান।অর্থাৎ তিনি আব্দুল্লাহর পুত্র নন এটা তিনি
নিজেই স্বীকার করেছেন।
জবাবঃ-
১৩১)
ইসলামী আইনে নারীরা উত্তরাধিকার
সূত্রে কেন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি লাভ করে ?
জবাবঃ-
১৩২)মুহাম্মদ(সাঃ) সত্য
নবী তার প্রমাণ কি?
জবাবঃ-
১৩৩)বিবর্তনবাদের অসারতার
প্রমাণ -
No comments
Note: Only a member of this blog may post a comment.