বিজ্ঞানমতে নাস্তিকতা একটি মানসিক ব্যাধি !
বিজ্ঞানমতে নাস্তিকতা একটি মানসিক ব্যাধি !
শুধু মাত্র মুসলমান নয় । বরং খ্রিষ্টান , ইহুদি , হিন্দু , বৌদ্ধ সকল ধর্মের কাছেই নাস্তিকতা একটি নিচুশ্রেণির মতবাদ । আজ সেই মতবাদকেই বিজ্ঞানীরা মেনে নিলেন । বিজ্ঞানীদের মতে নাস্তিকতা হল একটি মারাত্মক মানসিক সমস্যা । চলুন কিছু গবেষণা দেখে আসি ।
দীর্ঘ ২২ বছর গবেষণার পরে German University এর একদল গবেষক এই ঘোষণা করেন যে , নাস্তিকতা হচ্ছে বিরাট বা ভয়াবহ মানসিক সমস্যার প্রথম আলামত । এই গবেষকেরা সেইসকল নাস্তিক নিয়ে গবেষণা করেছেন যারা নিজেদের প্রকাশ্যভাবে নাস্তিক দাবী করে । এবং যারা কথায় , কথায় দ্বিমত পোষণ করে তার সাথে সকলের সঙ্গে বিতর্ক তে জড়ায় । শুধু German গবেষক নয় । বরং Switzerland এর গবেষকেরাও একে এক প্রকার মানসিক সমস্যা বলেছেন । এবং তারা একে নাম দিয়েছেন
“The Misfit Syndrome.”
Dr Zimmeramann তার ২২ বছরের গবেষণার পর এই বলেছেন যে , যারা গুপ্ত নাস্তিক বা যারা নিজেদের প্রকাশে সবার সামনে নাস্তিক হিসেবে পরিচয় দেয়না কিন্তু মনের মাঝে নাস্তিকতাকে পোষণ করে তারা সাধারণত আলোচনায় বিশ্বাসী না ( অর্থাৎ তারা নিজেদের মনের কথাই শুনবে মানে নফসের পুজা করবে ) ( সংক্ষেপিত )
Dr Zimmeramann আরও বলেন যে ,
" অবশ্যই অনেকেই আমাদের গবেষণার উপর আঙ্গুল তুলে বলবে যে , আমরা ধার্মিকতাকে প্রমোট করছি কিন্তু প্রকৃত অর্থে সত্য কখনো দূরে সরে যায়না "
তিনি আরও বলেন , যে ,আমরা ৯৭% সফলতা পেয়েছি । অথচ এমন কোন মেডিকেল স্টাডি নেই যারা ৯৭% পজিটিভ রেসাল্ট পেয়েছে । তাই এটি ভুল হবার কোন অবকাশ নেই । এবং প্রকাশ্য নাস্তিকতা আসলেই একটি ভয়ংকর মানসিক সমস্যা যা ৩৫ বছর বয়সে আরও প্রকোট আকার ধারণ করে [ 1 ] । পক্ষান্তরে ২০০৪ সালে UCLA কর্তৃক এক গবেষণায় পাওয়া যায় যে , যেসকল ছাত্র - ছাত্রীরা ধর্মীয় কাজের সাথে জড়িত তাদের মেন্টাল সিস্টেম অত্যন্ত ভালো ।
২০০৬ সালে Duke University এর গবেষকরা বলেন যে , ধার্মিকদের Immune System নাস্তিকদের থেকে বহু গুণে ভালো । [ 2 ]
২০০৬ সালে Duke University এর গবেষকরা বলেন যে , ধার্মিকদের Immune System নাস্তিকদের থেকে বহু গুণে ভালো । [ 2 ]
Harvard T.H. Chan School of Public Health found এর তথ্যমতে যেসকল শিশুরা ধার্মিকতা নিজের মধ্যে পালন করে তাদের মেন্টালিটি , প্রজ্ঞা বহু গুণে ভালো থাকে । এবং যেসকল শিশুরা জন্মের পর থেকে একটি ধার্মিক পরিবারে বড় হয়ে থাকে নিয়মিত মেডিটেশন , মসজিদ বা চার্চ এ গিয়ে থাকে তারা ভবিষ্যতে অনেক কম Depression নিজেদের মধ্যে পালন করে [ 3 ] ।
নাস্তিকতা এবং সাইকোপ্যাথি
একজন মানসিক ভারসাম্যহীন লোক বা একজন সাইকোপ্যাথ সর্বদা অসামাজিক , উগ্র এবং অবিনশ্বর মনোভাবের হয়ে থাকে । কোন কোন সময়ে তারা অপরাধ করতেও সংকোচবোধ করেনা । আর কিছু কিছু সাইকোপ্যাথ আছে যারা ভালোবাসা আর যৌনতাকে একত্রে গুলিয়ে ফেলে । আর একদল ছাত্রের গবেষণায় ফুটে উঠেছে যে , এই সাইকোপ্যাথ এবং নাস্তিকতার মাঝে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান [ 4 ] । এছাড়া যারা বাম হাত ব্যাবহার করে তাদের বেশিরভাগের মাঝেই Autism and Schizophrenia. হবার সম্ভাবনা আছে । সম্প্রতি এক রিসার্চে ফুটে এসেছে যে নাস্তিকতা মতবাদ পোষণকারী লোকেরা এই স্বভাবের হয়ে থাকে [ 5 ] ।
নাস্তিকতা এবং বিষণ্ণতা
University of Michigan এর তথ্যমতে নাস্তিক এবং ধার্মিকদের মধ্যে যারা নাস্তিক তারা একা কিংবা জনশূন্য পরিবেশে নিজেদের খুব বেশি একা মনে করে বা বিষণ্ণতায় ভুগে ধার্মিকদের তুলনায় অনেক বেশি [ 6 ] । আর এটা হওয়াটাই স্বাভাবিক কেননা সকল নাস্তিকেরা Misfit Syndrome এ আক্রান্ত ।
নাস্তিকতা এবং আত্মহত্যা
A global perspective in the epidemiology of suicide এর তথ্যমতে সবেয়ে বেশি আত্মহত্যা হয়ে থাকে নাস্তিক মেজরিটি দেশে [ 7 ]।
The Daily Science রিপোর্ট বলছে ,
Many studies have identified a strong link between suicide and diagnosable mental illness, especially depression. So because women suffer from depression at a much higher rate than men, they would seem to be at higher risk for suicide. But women actually commit suicide about one-fourth as often as men
নাস্তিকতা এবং হত্যাকাণ্ড
নাস্তিকতার লেবাসধারী লোকজন যারা নিজেদের নাস্তিক দাবী করলেও , নিজেদের শান্তিপ্রিয় দাবী করলেও অতীতে তারাই সবচেয়ে বেশি অশান্তি করে গিয়েছে । চলুন আজ থেকে আনুমানিক ১০০ বছর পিছে চলে যাই । আজ থেকে ১০০ বছর আগে
৪০ , ৪৭২ , ০০০ মতান্তরে ২৫৯ , ৪৩২ , ০০০ লোকের মৃত্যুর জন্য দায়ী ছিল Atheist Communism [ 8 ] . University Of Hawaii এর Professor Dr. R. J. Rummel এর মতে ১৯১৭ থে ১৯৮৭ এর মাঝে ১১০,২৮৬,০০০ এর মানুষের হত্যাকারী ছিল নাস্তিকেরা [ 9 ] । তাহলে কারা নরপশু নিজেই বিবেচনা করুন । নিচের ছবিতে গোঁফ ওয়ালাকে দেখতে পাচ্ছেন ? ইনি হলেন এক নাস্তিক Joseph Stalin যিনি নিজ তত্ত্বাবধানে ১০ মিলিওন মানুষ হত্যা করেছেন । [ 10 ]
নিচে আরেকজনের ছবি দিচ্ছি যিনি একটি কালো টি শার্ট পরিধান করে আছেন । ইনি হলেন একজন Ex Atheist অর্থাৎ উনি নাস্তিকতা ছেড়ে দিয়েছেন । এবং উনার নাম হচ্ছে Theodore Beale উনি ধর্মে ফিরে আসার পরে একটি নোট লিখেছেন সেটা তুলে ধরছি
৪০ , ৪৭২ , ০০০ মতান্তরে ২৫৯ , ৪৩২ , ০০০ লোকের মৃত্যুর জন্য দায়ী ছিল Atheist Communism [ 8 ] . University Of Hawaii এর Professor Dr. R. J. Rummel এর মতে ১৯১৭ থে ১৯৮৭ এর মাঝে ১১০,২৮৬,০০০ এর মানুষের হত্যাকারী ছিল নাস্তিকেরা [ 9 ] । তাহলে কারা নরপশু নিজেই বিবেচনা করুন । নিচের ছবিতে গোঁফ ওয়ালাকে দেখতে পাচ্ছেন ? ইনি হলেন এক নাস্তিক Joseph Stalin যিনি নিজ তত্ত্বাবধানে ১০ মিলিওন মানুষ হত্যা করেছেন । [ 10 ]
নিচে আরেকজনের ছবি দিচ্ছি যিনি একটি কালো টি শার্ট পরিধান করে আছেন । ইনি হলেন একজন Ex Atheist অর্থাৎ উনি নাস্তিকতা ছেড়ে দিয়েছেন । এবং উনার নাম হচ্ছে Theodore Beale উনি ধর্মে ফিরে আসার পরে একটি নোট লিখেছেন সেটা তুলে ধরছি
" বিগত ৯০ বছরে ১৯১৭ - ২০০৭ এর মাঝে আনুমানিক ১৪৮ মিলিওন মানুষের হত্যাকারী ছিল মাত্র ৫২ জন নাস্তিক । " তিনি আরও বলেন ,
" নাস্তিকেরা মনে করে যে, ঈশ্বরবিহীন জায়গা হচ্ছে একটি শান্তিপূর্ণ জায়গা । কিন্তু তারা কতখানি শান্তি বিতরণ করেছে সেটা অতীত ইতিহাসের পাতা উল্টালেই বুঝা যায় " [11]
" নাস্তিকেরা মনে করে যে, ঈশ্বরবিহীন জায়গা হচ্ছে একটি শান্তিপূর্ণ জায়গা । কিন্তু তারা কতখানি শান্তি বিতরণ করেছে সেটা অতীত ইতিহাসের পাতা উল্টালেই বুঝা যায় " [11]
এরকম আরও অনেক রেফারেন্স দেয়া সম্ভব ছিল তবে লেখা অনেক বড় হয়ে যেত এবং পাঠক আগ্রহ হারিয়ে ফেলত । তাই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে , নাস্তিকেরা বৈজ্ঞানিক দৃষ্টিতে মানসিক রোগী ।
তথ্যসূত্রঃ
1.thedamienzone - http://thedamienzone.com/…/atheism-as-a-mental-disorder-or…/
2. https://www.patheos.com/…/2…/08/is-atheism-a-mental-illness/
3. globanews / Religion Can Save Your Children - https://globalnews.ca/…/44…/religion-children-mental-health/
4. Robert D. Hare (2011). Without Conscience: The Disturbing World of the Psychopaths Among Us. Guilford Press, 52. ISBN 978-16062-35782. -https://www.conservapedia.com/Atheism_and_psychopathy
5. Atheists and genetic mutations -https://www.conservapedia.com/Atheists_and_genetic_mutations
6. Atheism and depression -https://www.conservapedia.com/Atheism_and_depression
7. Atheism and suicide -https://www.conservapedia.com/Atheism_and_suicide
8. Multiple references:
The Black Book of Communism The Human cost of Communism - 100 Million, IndyMedia, April 4. 2004, Retrieved 5/23/2015
"The Black Book of Communism". Harvard University, Faculty of Arts and Sciences website: Cold War Studies. Retrieved July 19, 2014.
Rummel, R. J. (November 1993). "How many did communist regimes murder?" University of Hawaii website; Freedom, Democracy, Peace; Power, Democide, and War. Retrieved July 19, 2014.
9. Google / War, Terror and Resistence
10. conservapedia / Joseph Stalin
11. Theodore Beale / conservapedia
2. https://www.patheos.com/…/2…/08/is-atheism-a-mental-illness/
3. globanews / Religion Can Save Your Children - https://globalnews.ca/…/44…/religion-children-mental-health/
4. Robert D. Hare (2011). Without Conscience: The Disturbing World of the Psychopaths Among Us. Guilford Press, 52. ISBN 978-16062-35782. -https://www.conservapedia.com/Atheism_and_psychopathy
5. Atheists and genetic mutations -https://www.conservapedia.com/Atheists_and_genetic_mutations
6. Atheism and depression -https://www.conservapedia.com/Atheism_and_depression
7. Atheism and suicide -https://www.conservapedia.com/Atheism_and_suicide
8. Multiple references:
The Black Book of Communism The Human cost of Communism - 100 Million, IndyMedia, April 4. 2004, Retrieved 5/23/2015
"The Black Book of Communism". Harvard University, Faculty of Arts and Sciences website: Cold War Studies. Retrieved July 19, 2014.
Rummel, R. J. (November 1993). "How many did communist regimes murder?" University of Hawaii website; Freedom, Democracy, Peace; Power, Democide, and War. Retrieved July 19, 2014.
9. Google / War, Terror and Resistence
10. conservapedia / Joseph Stalin
11. Theodore Beale / conservapedia
No comments
Note: Only a member of this blog may post a comment.