ধর্ষণ একটি মর্মান্তিক ব্যাধি/ লেখকঃ জাকারিয়া মাসুদ
ধর্ষণ একটি মর্মান্তিক ব্যাধি
লেখকঃ জাকারিয়া মাসুদ
কাল থেকে একটা খবর বেশ প্রচারিত হচ্ছে। খবরটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। কমবেশি আমরা সবাই খবরটা দেখেছি। সে খবরে বলা হয়, একজন বাবা তার ছোট্ট মেয়েক মদ্যপ বন্ধুদের হাতে তুলে দেয়। এরপর বন্ধুরা মেয়েটাকে নিয়ে মাস্তি করে। বন্ধুদের মাস্তি দেকে বাবার আর সহ্য হয়নি। সেও ওদের সাথে শরিক হয়। নিজের মেয়ের সাথে অজাচারে অংশ নেয়।
.
এবার আমরা একটু পিছিয়ে যাই। তারিখটা ১৬ ডিসেম্বর, সাল ২০১২। দিল্লীর চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় ২৩ বছর বয়সী মেডিকেল পড়ুয়া ছাত্রী। তার ক্ষত-বিক্ষত দেহ রাস্তায় ফেলে যায় ধর্ষকরা। ধর্ষণের অসহনীয় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ১৩ দিন পর নারীটি হাসপাতালে মারা যায়।[১] ২০১৪ সালের মে মাসে উত্তর প্রদেশে ১৪ বছর বয়সী এবং ১৬ বছর বয়সী দু নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষনের পর তাদের লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।[২] ২৯ মার্চ ২০১৬ সালে ১৭ বছর বয়সী Delta Meghwal’র লাশ পাওয়া যায় পানির ট্যাংকিতে। লাশের ময়নাতদন্ত থেকে জানা যায়, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিলো।[৩]
.
এভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আর বলছি না। ভারতে এসব ঘটনা নতুন না। ভারতীয় নাগরিকরা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। দিল্লীকে বলা হয় ধর্ষণের রাজধানী। The Times of India’র রিপোর্ট অনুসারে, ২০১৫ সালের দু মাসে (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি) প্রায় ৩০০টি ধর্ষণ হয়।[৪] The National Crime Records Bureau of India অনুসারে, এক লাখ ধর্ষিতা নারীর মধ্যে মাত্র ২ জনের খবর মিডিয়ায় প্রকাশ পায়। এদের ২০১২ সালের আরেকটি রিপোর্ট বলছে, ভারতে সবচেয়ে বেশি ধর্ষণ হয় রাজধানী নয়াদিল্লিতে।[৫] Times of India এর একটি রিপোর্ট থেকে দেখা যায়, ইন্ডিয়ায় প্রতিদিন ৯৩ জন মহিলা নির্যাতিত হয়।[৬] লোকসভায় মানিকা গান্ধীর দেওয়া তথ্যানুসারে, ২০১৪ সালে ১৩,৭৬৬ জন শিশু ধর্ষণের শিকার হয়।[৭] Human Rights Watch-এর একটি সমীক্ষায় দেখা যায়, ১০০০০০ জন অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় ৭,২০০ জনই ধর্ষণের শিকার হয়।[৮]
.
.
এবার একটু ভিন্ন প্রসংগে আসি। প্রসঙ্গটা দাদাবাবুদের ধর্ম-বই সম্পর্কে। কেন এই প্রসংগে বলছি, এটার উত্তর পরে দিচ্ছি। আগে বলে নিই। দাদাবাবুদের ধারনা অনুসারে দেবলোকে থাকেন দেবতারা। ওখান থেকেই তারা বিশ্ব নিয়ন্ত্রণ করে। আপনি যদি দাদাবাবুদের ধর্মগ্রন্থ পড়েন, তাহলে দেবলোকে অজাচার, অবাধ যৌনাচার, ধর্ষন ইত্যাদি দেখতে দেখতে হাঁপিয়ে উঠবেন। আমি কিছু নমুনা দেখাচ্ছি।
.
ওদের দেবতাদের দেবসভা অস্পরাদের নাচগানে মুখরিত থাকে। অস্পরাদের মধ্যে উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, ঘৃতাচী, সুকেশী, অলম্বুষা, সুবাহু, সরসা, বিস্বাচী উল্লেখযোগ্য। এরা সবাই নাচানাচিতে বেশ পারদর্শী। ধর্মগ্রন্থগুলোতে তাদের সৌন্দর্যের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে।
.
‘ঋগ্বেদ’ অনুসারে যমী তার ভাই যমের সাথে মিলিত হয়। দম্ভ নিজ ভাগনি মায়াকে, লোভ নিজ ভাগনি নিবৃত্তিকে, ক্রোধ নিজ ভাগনি হিংসাকে এবং কলি নিজ ভাগনি নিরুক্তিকে বিয়ে করে। ‘মৎসপুরাণ’ অনুযায়ী শতরূপা ব্রক্ষ্মার মেয়ে। মেয়ে বড়ো হওয়ার পর ব্রক্ষ্মা তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এরপর সে তার মেয়ের সাথে অজাচারে অংশ নেয়। এই মেয়ের গর্ভে স্বায়ম্ভুব মনুর জন্ম হয়। এই স্বায়ম্ভুব মনুর ঐরসে প্রিয়বত ও উত্তানপাদ নামক দু ছেলে এবং কাকুতি ও প্রসূতি নামে দু মেয়ে জন্ম নেয়। এদের ছেলেমেয়ে থেকেই নাকি মানুষ জাতির জন্ম। (ওদের ধর্মমতে মানুষ জাতির জন্মই হয় অজাচারের মাধ্যমে!!!)।
.
ওদের দেবতারা যৌনকাজে সংযম করতো না। যখন যার সাথে ইচ্ছে মিলন করতো। একবার আদিত্যযজ্ঞের আয়োজন করা হয়। সে যজ্ঞে মিত্র ও বরুণ তরুণী ঊর্বশীকে দেখে উত্তেজিত হয়। এতটাই উত্তেজিত হয় যে, আগুনের মধ্যেই ইজাকুলেশান করে। অগ্নি একবার সপ্তর্ষিদের স্ত্রীদের দেখে লালায়িত হয়। ঋক্ষরজাকে দেখে ইন্দ্র ও সূর্য দুজনেই এমন উত্তেজিত হয় যে, তারা ঋক্ষরজার শরীরে ইজাকুলেশান করে।
.
দাদাবাবুদের মতে সূর্য অজাচারী, আর চন্দ্র ব্যভিচারী দেবতা। চন্দ্র দ্রক্ষের সাতাশটি মেয়েকে বিয়ে করেছিলো। কিন্তু এতেও সে তৃপ্ত হয়নি। এতগুলো স্ত্রী থাকার পরও সে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে অপহরণ করে ধর্ষণ করে। দেবগুরু নিজেও বেশ সুবিধের লোক ছিলেন না। সে তার ভাবী মমতাকে অন্তস্বত্বা অবস্থায় ধর্ষণ করে। ‘ঋগ্বেদ’ অনুসারে রুদ্রদেব তার মেয়ে উষার সাথে অজাচার করে। একটু আগেই সূর্যের কথা বলেছি। সূর্যের স্ত্রী ছিলো উষা। উষাকে পাবার জন্যে অগ্নি, সূর্য, ইন্দ্র ও অশ্বিনীয়দ্বয় দেবতাদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা হয়। শেষমেশ অশ্বিনীয়দ্বয় জয়ী হলেও সূর্য উষাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে।
.
বৈদিক দেবতাদের মধ্যে ইন্দ্রই সবার ওপরে। ‘ঋগ্বেদ’ অনুসারে দেবতারা অসুরকে বধ করার জন্যে তাকে সৃষ্টি করে। তার মা ছিলো অদিতি। অদিতির বোনের নাম দিতি। দিতির গর্ভ থেকেই অসুররা জন্ম নেয়। ইন্দ্র ছিলো মদ্যপায়ী। অত্যধিক মদপান করতো সে। মদ পান করতে করতে ইন্দ্রের পেট ফুলে গিয়েছিলো। মাতাল অবস্থায় ইন্দ্র তার বাবার কাছ থেকেও মদের পেয়ালা কেড়ে নিতো। বাপকা বেটা, সিপাহিকা ঘোড়া!
.
ইন্দ্রের স্ত্রীর নাম ছিলো ইন্দ্রাণী। ইন্দ্র বিয়ের আগে ইন্দ্রাণীকে ধর্ষণ করে। এরপর অভিশাপ থেকে বাঁচার জন্যে ইন্দ্রাণীর বাবা পুলমাকে হত্যা করে ইন্দ্রাণীকে বিয়ে করে। আবার ‘মহাভারত’ অনুসারে ইন্দ্র গৌতম মুনির অনুপস্থিতিতে তার রূপ ধারণ করে। এরপর গৌতমের স্ত্রী অহল্যাকে ধর্ষণ করে। এর ফলে বালী ও অর্জুনের জন্ম হয়।
.
ইন্দ্র যে শুধু ধর্ষণ করেছিলো, তা নয়। সে নারীর গর্ভপাতও করেছিলো। অমৃতলাভের জন্যে দেবাসুরের যুদ্ধ হয়। তখন অসুরদের মা দিতি এমন সন্তান কামনা করে, যে ইন্দ্রকে হত্যা করতে পারবে। কশ্যপ বলেন, দিতি যদি হাজার বছর শুচি থাকতে পারে, তবে এমনটা হতে পারে। ৯৯০ বছর সাধনা করার পর দিতি একদিন পা না ধুয়ে ঘুমোতে যায়। এমন সময় ইন্দ্র তার পেটে বজ্র দিয়ে আঘাত করে। ফলে দিতির গর্ভপাত হয়।
.
এবার দেবলোকের নারীদের কিছু কাহিনি বলি। স্বাহা দক্ষের মেয়ে। সে মনে মনে অগ্নিকে কামনা করতো। একবার সপ্তর্ষিদের যজ্ঞে অগ্নির সাথে তার দেখা হয়। অগ্নি সপ্তর্ষিদের স্ত্রীদের সৌন্দর্য দেখে আসক্ত হয়ে পড়ে। যজ্ঞে উপস্থিত স্বাহা এটা লক্ষ করে। স্বাহা তখন এক ঋষিপত্নীর রূপ ধারণ করে অগ্নির সাথে ছ-বার মিলন করে। সপ্তর্ষিদের একজন ছিলো বশিষ্ঠ। তার স্ত্রী অরুন্ধতী। অরুন্ধতীর তপপ্রবাহে স্বাহা আর নিজের রূপে ফিরতে পারেনি। ফলে স্বাহা অগ্নির স্ত্রী হয়েই থাকে। কিন্তু অগ্নির স্ত্রী হওয়ার পরেও সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। কৃষ্ণকে পাওয়ার জন্যে তীব্র তপস্যা করতে থাকে। বিষ্ণুর বরে কারণে স্বাহা নগ্নজিৎ রাজার মেয়ে হয়ে জন্ম নেয়। এরপর কৃষ্ণকে স্বামী হিসেবে গ্রহণ করে।
.
এই হলো দাদাবাবুদের ধর্ম বই-এর কিছু মজার কাহিনি। ভেবেছিলাম আরও কিছু বলবো। কিন্তু অনেকেরই হজম হবে না। তাই আর কথা লম্বা করছি না। (কেউ বিস্তারিত জানতে চাইলে ড. অতুল সুর লিখিত “দেবলোকের যৌনজীবন” বইটা পড়তে পারেন)।
.
আমি কেন ইন্ডিয়ার নারী-নির্যাতনের পরিসংখ্যানের পাশাপাশি তাদের ধর্ম-বই এর অবস্থান তুলে ধরলাম, এ প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম। কিন্তু এখন আর দিতে ইচ্ছে করছে না। এর উত্তর দেওয়া পাঠকদের দায়িত্ব। এটা আপনাদের জন্যে ‘কুইক কুইজ’।
.
===============================
তথ্যসূত্র :
1) "Delhi bus gang rape: Uproar in Indian parliament". BBC News. 18 December 2012. Retrieved 19 December 2012. http://www.bbc.com/news/world-asia-india-20765869
2) "Perceived government inaction over rape and murder of two teenage girls sparks public anger". India's News.Net. Retrieved 31 May 2014. http://www.indiasnews.net/…/Perceived-government-inaction-o…
3) "Rajasthan: Dalit 'raped, murdered', teacher held". The Indian Express. Retrieved 23 May 2016 http://indianexpress.com/…/rajasthan-dalit-raped-murdered-…/
4) "300 rapes and 500 molestation cases reported in just 2 months".Times of India. Times of India. Retrieved 3 June 2016 http://timesofindia.indiatimes.com/…/articlesh…/46488674.cms
5) National Crimes Record Bureau, Crime in India 2012 - Statistics Government of India (May 2013) http://ncrb.nic.in/CD-CII2012/Statistics2012.pdf
6) "93 women are being raped in India every day, NCRB data show".Times of India. Times of India. Retrieved 3 June 2016. http://timesofindia.indiatimes.com/…/articlesh…/37566815.cms
7) "13,766 cases of child rapes reported in 2014". India Today. India Today. Retrieved 4 June 2016. http://indiatoday.intoday.in/…/child-rapes-sh…/1/457104.html
8) Geeta Pandey (2013-02-07). "BBC News - India child sex victims 'humiliated' - Human Rights Watch". Bbc.co.uk. Retrieved2013-03-15 http://www.bbc.co.uk/news/world-asia-india-21352102
লেখকঃ জাকারিয়া মাসুদ
কাল থেকে একটা খবর বেশ প্রচারিত হচ্ছে। খবরটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। কমবেশি আমরা সবাই খবরটা দেখেছি। সে খবরে বলা হয়, একজন বাবা তার ছোট্ট মেয়েক মদ্যপ বন্ধুদের হাতে তুলে দেয়। এরপর বন্ধুরা মেয়েটাকে নিয়ে মাস্তি করে। বন্ধুদের মাস্তি দেকে বাবার আর সহ্য হয়নি। সেও ওদের সাথে শরিক হয়। নিজের মেয়ের সাথে অজাচারে অংশ নেয়।
.
এবার আমরা একটু পিছিয়ে যাই। তারিখটা ১৬ ডিসেম্বর, সাল ২০১২। দিল্লীর চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় ২৩ বছর বয়সী মেডিকেল পড়ুয়া ছাত্রী। তার ক্ষত-বিক্ষত দেহ রাস্তায় ফেলে যায় ধর্ষকরা। ধর্ষণের অসহনীয় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ১৩ দিন পর নারীটি হাসপাতালে মারা যায়।[১] ২০১৪ সালের মে মাসে উত্তর প্রদেশে ১৪ বছর বয়সী এবং ১৬ বছর বয়সী দু নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষনের পর তাদের লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।[২] ২৯ মার্চ ২০১৬ সালে ১৭ বছর বয়সী Delta Meghwal’র লাশ পাওয়া যায় পানির ট্যাংকিতে। লাশের ময়নাতদন্ত থেকে জানা যায়, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিলো।[৩]
.
এভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আর বলছি না। ভারতে এসব ঘটনা নতুন না। ভারতীয় নাগরিকরা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। দিল্লীকে বলা হয় ধর্ষণের রাজধানী। The Times of India’র রিপোর্ট অনুসারে, ২০১৫ সালের দু মাসে (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি) প্রায় ৩০০টি ধর্ষণ হয়।[৪] The National Crime Records Bureau of India অনুসারে, এক লাখ ধর্ষিতা নারীর মধ্যে মাত্র ২ জনের খবর মিডিয়ায় প্রকাশ পায়। এদের ২০১২ সালের আরেকটি রিপোর্ট বলছে, ভারতে সবচেয়ে বেশি ধর্ষণ হয় রাজধানী নয়াদিল্লিতে।[৫] Times of India এর একটি রিপোর্ট থেকে দেখা যায়, ইন্ডিয়ায় প্রতিদিন ৯৩ জন মহিলা নির্যাতিত হয়।[৬] লোকসভায় মানিকা গান্ধীর দেওয়া তথ্যানুসারে, ২০১৪ সালে ১৩,৭৬৬ জন শিশু ধর্ষণের শিকার হয়।[৭] Human Rights Watch-এর একটি সমীক্ষায় দেখা যায়, ১০০০০০ জন অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় ৭,২০০ জনই ধর্ষণের শিকার হয়।[৮]
.
.
এবার একটু ভিন্ন প্রসংগে আসি। প্রসঙ্গটা দাদাবাবুদের ধর্ম-বই সম্পর্কে। কেন এই প্রসংগে বলছি, এটার উত্তর পরে দিচ্ছি। আগে বলে নিই। দাদাবাবুদের ধারনা অনুসারে দেবলোকে থাকেন দেবতারা। ওখান থেকেই তারা বিশ্ব নিয়ন্ত্রণ করে। আপনি যদি দাদাবাবুদের ধর্মগ্রন্থ পড়েন, তাহলে দেবলোকে অজাচার, অবাধ যৌনাচার, ধর্ষন ইত্যাদি দেখতে দেখতে হাঁপিয়ে উঠবেন। আমি কিছু নমুনা দেখাচ্ছি।
.
ওদের দেবতাদের দেবসভা অস্পরাদের নাচগানে মুখরিত থাকে। অস্পরাদের মধ্যে উর্বশী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, ঘৃতাচী, সুকেশী, অলম্বুষা, সুবাহু, সরসা, বিস্বাচী উল্লেখযোগ্য। এরা সবাই নাচানাচিতে বেশ পারদর্শী। ধর্মগ্রন্থগুলোতে তাদের সৌন্দর্যের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে।
.
‘ঋগ্বেদ’ অনুসারে যমী তার ভাই যমের সাথে মিলিত হয়। দম্ভ নিজ ভাগনি মায়াকে, লোভ নিজ ভাগনি নিবৃত্তিকে, ক্রোধ নিজ ভাগনি হিংসাকে এবং কলি নিজ ভাগনি নিরুক্তিকে বিয়ে করে। ‘মৎসপুরাণ’ অনুযায়ী শতরূপা ব্রক্ষ্মার মেয়ে। মেয়ে বড়ো হওয়ার পর ব্রক্ষ্মা তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এরপর সে তার মেয়ের সাথে অজাচারে অংশ নেয়। এই মেয়ের গর্ভে স্বায়ম্ভুব মনুর জন্ম হয়। এই স্বায়ম্ভুব মনুর ঐরসে প্রিয়বত ও উত্তানপাদ নামক দু ছেলে এবং কাকুতি ও প্রসূতি নামে দু মেয়ে জন্ম নেয়। এদের ছেলেমেয়ে থেকেই নাকি মানুষ জাতির জন্ম। (ওদের ধর্মমতে মানুষ জাতির জন্মই হয় অজাচারের মাধ্যমে!!!)।
.
ওদের দেবতারা যৌনকাজে সংযম করতো না। যখন যার সাথে ইচ্ছে মিলন করতো। একবার আদিত্যযজ্ঞের আয়োজন করা হয়। সে যজ্ঞে মিত্র ও বরুণ তরুণী ঊর্বশীকে দেখে উত্তেজিত হয়। এতটাই উত্তেজিত হয় যে, আগুনের মধ্যেই ইজাকুলেশান করে। অগ্নি একবার সপ্তর্ষিদের স্ত্রীদের দেখে লালায়িত হয়। ঋক্ষরজাকে দেখে ইন্দ্র ও সূর্য দুজনেই এমন উত্তেজিত হয় যে, তারা ঋক্ষরজার শরীরে ইজাকুলেশান করে।
.
দাদাবাবুদের মতে সূর্য অজাচারী, আর চন্দ্র ব্যভিচারী দেবতা। চন্দ্র দ্রক্ষের সাতাশটি মেয়েকে বিয়ে করেছিলো। কিন্তু এতেও সে তৃপ্ত হয়নি। এতগুলো স্ত্রী থাকার পরও সে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে অপহরণ করে ধর্ষণ করে। দেবগুরু নিজেও বেশ সুবিধের লোক ছিলেন না। সে তার ভাবী মমতাকে অন্তস্বত্বা অবস্থায় ধর্ষণ করে। ‘ঋগ্বেদ’ অনুসারে রুদ্রদেব তার মেয়ে উষার সাথে অজাচার করে। একটু আগেই সূর্যের কথা বলেছি। সূর্যের স্ত্রী ছিলো উষা। উষাকে পাবার জন্যে অগ্নি, সূর্য, ইন্দ্র ও অশ্বিনীয়দ্বয় দেবতাদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা হয়। শেষমেশ অশ্বিনীয়দ্বয় জয়ী হলেও সূর্য উষাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে।
.
বৈদিক দেবতাদের মধ্যে ইন্দ্রই সবার ওপরে। ‘ঋগ্বেদ’ অনুসারে দেবতারা অসুরকে বধ করার জন্যে তাকে সৃষ্টি করে। তার মা ছিলো অদিতি। অদিতির বোনের নাম দিতি। দিতির গর্ভ থেকেই অসুররা জন্ম নেয়। ইন্দ্র ছিলো মদ্যপায়ী। অত্যধিক মদপান করতো সে। মদ পান করতে করতে ইন্দ্রের পেট ফুলে গিয়েছিলো। মাতাল অবস্থায় ইন্দ্র তার বাবার কাছ থেকেও মদের পেয়ালা কেড়ে নিতো। বাপকা বেটা, সিপাহিকা ঘোড়া!
.
ইন্দ্রের স্ত্রীর নাম ছিলো ইন্দ্রাণী। ইন্দ্র বিয়ের আগে ইন্দ্রাণীকে ধর্ষণ করে। এরপর অভিশাপ থেকে বাঁচার জন্যে ইন্দ্রাণীর বাবা পুলমাকে হত্যা করে ইন্দ্রাণীকে বিয়ে করে। আবার ‘মহাভারত’ অনুসারে ইন্দ্র গৌতম মুনির অনুপস্থিতিতে তার রূপ ধারণ করে। এরপর গৌতমের স্ত্রী অহল্যাকে ধর্ষণ করে। এর ফলে বালী ও অর্জুনের জন্ম হয়।
.
ইন্দ্র যে শুধু ধর্ষণ করেছিলো, তা নয়। সে নারীর গর্ভপাতও করেছিলো। অমৃতলাভের জন্যে দেবাসুরের যুদ্ধ হয়। তখন অসুরদের মা দিতি এমন সন্তান কামনা করে, যে ইন্দ্রকে হত্যা করতে পারবে। কশ্যপ বলেন, দিতি যদি হাজার বছর শুচি থাকতে পারে, তবে এমনটা হতে পারে। ৯৯০ বছর সাধনা করার পর দিতি একদিন পা না ধুয়ে ঘুমোতে যায়। এমন সময় ইন্দ্র তার পেটে বজ্র দিয়ে আঘাত করে। ফলে দিতির গর্ভপাত হয়।
.
এবার দেবলোকের নারীদের কিছু কাহিনি বলি। স্বাহা দক্ষের মেয়ে। সে মনে মনে অগ্নিকে কামনা করতো। একবার সপ্তর্ষিদের যজ্ঞে অগ্নির সাথে তার দেখা হয়। অগ্নি সপ্তর্ষিদের স্ত্রীদের সৌন্দর্য দেখে আসক্ত হয়ে পড়ে। যজ্ঞে উপস্থিত স্বাহা এটা লক্ষ করে। স্বাহা তখন এক ঋষিপত্নীর রূপ ধারণ করে অগ্নির সাথে ছ-বার মিলন করে। সপ্তর্ষিদের একজন ছিলো বশিষ্ঠ। তার স্ত্রী অরুন্ধতী। অরুন্ধতীর তপপ্রবাহে স্বাহা আর নিজের রূপে ফিরতে পারেনি। ফলে স্বাহা অগ্নির স্ত্রী হয়েই থাকে। কিন্তু অগ্নির স্ত্রী হওয়ার পরেও সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। কৃষ্ণকে পাওয়ার জন্যে তীব্র তপস্যা করতে থাকে। বিষ্ণুর বরে কারণে স্বাহা নগ্নজিৎ রাজার মেয়ে হয়ে জন্ম নেয়। এরপর কৃষ্ণকে স্বামী হিসেবে গ্রহণ করে।
.
এই হলো দাদাবাবুদের ধর্ম বই-এর কিছু মজার কাহিনি। ভেবেছিলাম আরও কিছু বলবো। কিন্তু অনেকেরই হজম হবে না। তাই আর কথা লম্বা করছি না। (কেউ বিস্তারিত জানতে চাইলে ড. অতুল সুর লিখিত “দেবলোকের যৌনজীবন” বইটা পড়তে পারেন)।
.
আমি কেন ইন্ডিয়ার নারী-নির্যাতনের পরিসংখ্যানের পাশাপাশি তাদের ধর্ম-বই এর অবস্থান তুলে ধরলাম, এ প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম। কিন্তু এখন আর দিতে ইচ্ছে করছে না। এর উত্তর দেওয়া পাঠকদের দায়িত্ব। এটা আপনাদের জন্যে ‘কুইক কুইজ’।
.
===============================
তথ্যসূত্র :
1) "Delhi bus gang rape: Uproar in Indian parliament". BBC News. 18 December 2012. Retrieved 19 December 2012. http://www.bbc.com/news/world-asia-india-20765869
2) "Perceived government inaction over rape and murder of two teenage girls sparks public anger". India's News.Net. Retrieved 31 May 2014. http://www.indiasnews.net/…/Perceived-government-inaction-o…
3) "Rajasthan: Dalit 'raped, murdered', teacher held". The Indian Express. Retrieved 23 May 2016 http://indianexpress.com/…/rajasthan-dalit-raped-murdered-…/
4) "300 rapes and 500 molestation cases reported in just 2 months".Times of India. Times of India. Retrieved 3 June 2016 http://timesofindia.indiatimes.com/…/articlesh…/46488674.cms
5) National Crimes Record Bureau, Crime in India 2012 - Statistics Government of India (May 2013) http://ncrb.nic.in/CD-CII2012/Statistics2012.pdf
6) "93 women are being raped in India every day, NCRB data show".Times of India. Times of India. Retrieved 3 June 2016. http://timesofindia.indiatimes.com/…/articlesh…/37566815.cms
7) "13,766 cases of child rapes reported in 2014". India Today. India Today. Retrieved 4 June 2016. http://indiatoday.intoday.in/…/child-rapes-sh…/1/457104.html
8) Geeta Pandey (2013-02-07). "BBC News - India child sex victims 'humiliated' - Human Rights Watch". Bbc.co.uk. Retrieved2013-03-15 http://www.bbc.co.uk/news/world-asia-india-21352102
No comments
Note: Only a member of this blog may post a comment.