যুক্তির সংলাপ পর্ব ১
যুক্তির সংলাপ পর্ব ১
সংগ্রহেঃ মোঃ নিয়ামত আলী
(সংলাপ ১) বিষয়ঃ স্রষ্টার অস্তিত্ব
নাস্তিক : স্রষ্টা-ট্রষ্টা
বলে কিছু নেই। ওসব কিছু মূর্খ
লোকের কল্পনা মাত্র।
মুসলিম : শক্তির নিত্যতা
সূত্র নামে একটা সূত্র আছে। জানো
কি?
নাস্তিক : জানবো না কেনো।
অবশ্যই জানি।
মুসলিম : সে সূত্রে কী
বলা আছে?
নাস্তিক : সে সূত্রে বলা
আছে---"শক্তিকে শুন্য থেকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তি
কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় মাত্র।"
মুসলিম : তাহলে মহাবিশ্বের
শক্তিগুলো আসলো কোথা থেকে?
নাস্তিক : শুন্য থেকে।
মুসলিম : শুন্য থেকে কি
কোনো শক্তি আসা সম্ভব?
নাস্তিক : তা সম্ভব না।
তবে সৃষ্টির আদি অবস্থা কিছুটা ভিন্ন ছিলো।
তখন সম্ভব হতেও পারে।
মুসলিম : প্রকৃতির সূত্রগুলো
কী তাহলে একেক অবস্থায় একেক রকম? এটা
তো তোমরাই অস্বীকার করো।
তোমাদের মুখেই তো শুনা যায়---প্রাকৃতিক
সূত্রগুলোর কোনো পরিবর্তন হয় নি। হবেও
না কোনোদিন। শুরুতে যেমনি ছিলো,
এখনো তেমনি আছে। তাহলে
তোমার কথা কীভাবে মেনে নিই?
নাস্তিক : error
404 not found.
Writer : Jakaria Masud
(সংলাপ ২) নাস্তিক বনাম
মুমিনঃ
ন্যাস্টিক :- মুমিনরা ওযু করে পবিত্র হয়ে কুরআন পড়ে অন্যকে গালাগালি করে ৷
মুমিন :- কাকে গালাগালি করলাম ?
ন্যাস্টিক :- কাফের !! কাফের !! বলে গালাগালি করে অন্যান্য ধর্মবলম্বী ৷
মুমিন :- ব্যাঁ ব্যাঁ কাফের অর্থ গালাগালি বিনোদন :) :)৷ এই জন্যই আজ তুমি ন্যাস্টিক
ন্যাস্টিক :- :( :(
ন্যাস্টিক :- মুমিনরা হুর! হুর! হুর! হুর ! ছাড়া কিছুই বুঝে না ৷
আস্তিক :- তাও ভালো তবে কম পক্ষে মা-বোন-মেয়েদের শষ্যক্ষেত্র মনে করি না ৷
ন্যাস্টিক :- :( :( :(
নাস্তিক :- মুমিনরা সব
মূর্খ জ্ঞান থাকলে ধর্ম ছেড়ে দিত ৷
আস্তিক :- কেনরে ভাই ধর্ম
পিছনে লাগার মানে কি ?
নাস্তিক :- তদের ধর্মেয়
নারীদের কালা বস্তা ভিতরে রাখছ ৷
আস্তিক :- তাতে কি ?
নাস্তিক :- নারীর স্বাধীনতা
নেই ইসলামে ৷
আস্তিক :- থাম ! থাম!
নারীদের দরকার হলে কলিজা ভিতরে ঢুকিয়ে রাখবো তবে তদের মত সমকামী ও পশুদের সাথে যৌনচার
করব না ৷
নাস্তিক :- :(
ন্যাস্টিক :- মুমিন মূর্খ
গর্দব , অন্ধ অনুসারী ৷
বিজ্ঞানী :- আমি রিসার্চ
করে দেখেছি নর্দমাকীট ও টয়লেটে কীট থেকে বিবর্তন হয়েছে মানুষ ৷ এবং প্রমানিত ১০০% থেকে
২০০% ৷
ন্যাস্টিক :- বিজ্ঞানী
আব্বা বলছে ১০০% সত্য তারা গবাষানা করে দেখছে আমরা নর্দমা কীট ও টয়লেটে কীট থেকে বিবর্তন
৷ মূর্খ মুমিনরা বুঝবে কি বিজ্ঞানী ভাষা ৷
মুমিন :-hahahah
এই হলো নাস্তিকদের অবস্থা"""""""
১.আস্তিক: আচ্ছা বলেন
তো টিভি-র আবিষ্কর্তা কে?
নাস্তিক: এইটা জানেন না!
জন বেয়ার্ড।
আস্তিক: আপনি নিজে কি
জন বেয়ার্ডকে টিভি তৈরি করতে দেখেছেন?
নাস্তিক: না তো!
আস্তিক: তাহলে জন বেয়ার্ড-ই
যে টিভি-র আবিষ্কর্তা তা আপনি নিশ্চিত হলেন কী করে? জন বেয়ার্ড এর সময় আরো মিলিয়ন মিলিয়ন মানুষ ছিল।
তাছাড়া এলিয়েন বা ভুতের সম্ভাবনাও উড়িয়ে
দেওয়া যায় না! তার মানে আপনি স্রেফ শোনা কথায় কিংবা বই-পুস্তকে পড়ে জন বেয়ার্ডকে টিভি-র
আবিষ্কর্তা হিসেবে বিশ্বাস করেন, যদিও
তাকে স্বচক্ষে টিভি তৈরি করতে দেখেননি!
নাস্তিক: হুম…!
২.আস্তিক: এসিডের মধ্যে
হাত দিলে যে হাত পুড়ে যায়, তা
কি আপনি নিজেপরীক্ষা করে দেখেছেন?
নাস্তিক: না তো! এইটা
আবার কেমন প্রশ্ন!
আস্তিক: তাহলে আপনি নিজে
কী করে নিশ্চিত হয়েছেন যে, এসিডে
হাত পোড়ে?
নাস্তিক: ওয়েল,
লোকে যে বলে! তাছাড়া বই-পুস্তকেও লিখা আছে!
আস্তিক: বাহ্! আপনি নিজে
পরীক্ষা না করে লোকের কিংবা বই-পুস্তকের কথায়বিশ্বাসকরেন!এমনও তো হতে পারে যে,
এসিডে আর দশজনের হাত পুড়লেও আপনার হাত পুড়বে না! আপনি এ বিষয়ে অন্ধ
বিশ্বাসী না থেকে নিজে পরীক্ষা করে দেখেন না কেন, যে পরীক্ষা
খুব সহজেই করা সম্ভব?
নাস্তিক: বিশ্বাসে মিলায়
বস্তু তর্কে বহুদূর!
৩.আস্তিক: আসিফ নামে কোনো
এক নাস্তিকের দাবি অনুযায়ী সে নাকি দেবতাদেরকে স্বচক্ষে দেখেনি।
অথচ সনাতন ধর্মের দেবতাদেরকে সবাই স্বচক্ষে
দেখতে পাচ্ছেন। তার এই দাবি কি
তাহলে সত্য?
নাস্তিক: না,
তার এই দাবি সত্য নয়।আস্তিক: তার অসত্য দাবির বিরুদ্ধে আপনারা
প্রতিবাদ করেননা কেন? সনাতন ধর্মে বিশ্বাসীরাই
বা কিছু বলে না কেন?
নাস্তিক: ওয়েল,
আমরা একই গোয়ালেরপ্রজাতি কি-না! আমরা সত্য-মিথ্যাকে পরোয়া করি না!
বিশেষ দ্রষ্টব্য:- নাস্তিকদের
আরেক পরিচয় এরা কপিট মিথ্যাবাদী।
মুসলিমঃ আল্লাহ আছে ।
নাস্তিকঃ আল্লাহ নাই । আল্লাহ আছে এর প্রমান
কি ?
মুসলিমঃ আল্লাহ নাই এর
প্রমান কি ?
নাস্তিকঃ আচ্চা,
ধরেন আমি একতা স্রষ্টায় বিশ্বাস করি জার নাম "ঘোড়ার ডিম"
বা "হাত্তিমাতিমতিম" । এখন
আপনি প্রমান করেন এইগুলা আছে ?
মুসলিমঃ লাইনে এসেছেন
। স্রষ্টায়
বিশ্বাস ত করেন । আচ্চা,
আপনি কি দিয়ে নিঃশ্বাস নেন ?
নাস্তিকঃ অক্সিজেন
, কেন ?
মুসলিমঃ এতা সবাই জানে
, যে আমরা অক্সিজেন দিয়ে নিঃশ্বাস নেই । ধরেন,
আমি বললাম, আমরা এমন একটি জিনিস নিয়ে নিঃশ্বাস
নেই জার নাম ঘোড়ার ডিম বা জাত্তিমাতিমতিম , আপনি এখন প্রমান
করেন , এইগুলা দ্বারা আমরা নিঃশ্বাস নেই ???
নাস্তিকঃ তেনাবাজি করিস
কেন ।
মুসলিমঃ তেনাবাজি না । আমি এতাই বুঝালাম । আমরা
মুসলিমরা বিশ্বাস করি এক স্রষ্টায় জার নাম আল্লাহ । এতা
সমস্ত ধর্মের মানুষ মানে যে মুসলিমরা এতা বিশ্বাস করে কিন্তু গাঞ্জাম করেছেন আপনারা
। আপনি
যে ঘোড়ার ডিম এর উদাহরণ দিলেন তা কুযুক্তি ।
কারন কোন মানুষ হাত্তিমাতিম বা ঘোড়ার ডিম
এ বিশ্বাস করে না ।
বা এই বিদ্গুতে বিশ্বাস কেউ করে না । হ্যাঁ
, স্রষ্টায় বিশ্বাস করে সবাই ।
নাস্তিকঃ
(!!!!!!!!!!!)
মুসলিমঃ আপনি গালি কেন
দিলেন ভাই ।
No comments
Note: Only a member of this blog may post a comment.