যুক্তির সংলাপ পর্ব ৪


যুক্তির সংলাপ পর্ব ৪
সংগ্রহেঃ মোঃ নিয়ামত আলী

(সংলাপ ৮)  বিভিন্ন বিষয়ে ডিবেট আস্তিক বনাম নাস্তিকঃ
নাস্তিকঃ সুরা নূরের ৩০ আয়াতে প্রথমে পুরুষের চোখের হিজাবের কথা বলা হয়েছে অর্থাৎ দৃষ্টি নত রাখতে বলা হয়েছে তারপর ৩১ আয়াতে নারিদের হিজাবের কথা বলা হয়েছেপ্রশ্ন ৩০ নং আয়াত মেনে চললে ৩১ নং আয়াতের প্রয়োজন কথায়?
আস্তিকঃ হাহাহা আপনারা তো আর ৩০ নং আয়াত অনুসরণ করবেন না, তাই না কেননা আপনারা তো করান মানেন না তাই না? তাই আপনাদের জন্যই এই বেবস্থা
নাস্তিকঃ আচ্ছা ধরেন আপনি মৃত্যুর পর দেখলেন পরকাল বলতে কিছু নাই তখন আপনার অনুভূতি কেমন হবে?
আস্তিকঃ অবশ্যই আপনাদের মতো নিকৃষ্ট হবে না,যখন আপনারা দেখবেন পরকাল সত্যিই ছিল
নাস্তিকঃ আমি কিন্তু স্রষ্টায় বিশ্বাস করি না সব কিছুই ন্যাচারাল ভাবে হয়েছে
আস্তিকঃ আচ্ছা বলেন তো মুরগি আগে নাকি দিম আগে?
নাস্তিকঃ ডিম আগে হয়েছে
আস্তিকঃ কিন্তু ন্যাচারাল ভাবে তো আমরা দেখতে পাই মুরগি ছাড়া ডিম হয় না তাইলে ডিম কথা থেকে এল?
নাস্তিকঃ ও হাঁ মানে না না্‌...... মনে পরেছে আগে মুরগি হয়েছে
আস্তিকঃ কিন্তু তারপরেও আমরা দেখতে পাই ডিম ছাড়া মুরগি হয় না তাইলে মুরগি এল কথা থেকে?
নাস্তিকঃ মিয়া দিলেন তো পেজগি লাগাইয়া দুত
আস্তিকঃ জি ভাই যখনই স্রষ্টার অস্তিত্তের প্রমান আসে তখনি আপনাদের পেজগি লাগে
নাস্তিকঃ আপনি আল্লাহ্‌কে দেখছেন?
আস্তিকঃ না , তবে আমি অনুধাবন করতে পারি যে আল্লাহ্‌আছেন কারন ে মহাবিশ্ব নিজে নিজে সৃষ্টি হতে পারে না
নাস্তিকঃ যেটা দেখবেন না সেটা বিশ্বাস করবেন না বুঝলেন
আস্তিকঃ হাহাহাহাহা, তাইলে এত কিছু সৃষ্টি হয়েছে কেমনে ?কেউ সৃষ্টি না করলে?
নাস্তিকঃআরে ভাই আপনারা তো বিজ্ঞান বুঝেন না আসলে সব হইছে বিবর্তনের জন্য আর সেটা ডারওয়িন প্রমান করে গেছেন
আস্তিকঃ বিবর্তনের জন্য যে মানুষ হইসে তা কি নিজ চোখে দেখছেন?
নাস্তিকঃ না মানে ......... আসলে ......!!!!
(অনেক দিন পর)
নাস্তিকঃ ভাই কেমন আছেন?
আস্তিকঃ আলহামদুলিল্লাহ্‌আল্লাহ্‌র রহমতে ভালই আছি আপনি?
নাস্তিকঃ আবার সেই ধর্মীও প্যাঁচাল
আস্তিকঃ কেন ভাই?
নাস্তিকঃআচ্ছা করান যে একমাত্র আল্লাহর তা কি আপনি প্রমান করতে পারবেন?
আস্তিকঃ আপনি কি  সুরা আলাক বিসয়ে জানেন আপনাকে অনুরধ করব ডঃকিথ মুরের লিখা বইটা পরে আমার সাথে দেখা করবেন ডঃকিথ মুর তার ওই বইতে লিখেছেনঃ বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে একটি গর্ববতী নারীর পেট পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু নবীজি সুরা আলাকের আয়াত গুলো কোন রকম যন্ত্রপাতির দ্বারা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিভাবে এত কিছু জানলেন?
নাস্তিকঃ........................! আসলে ভাই আল্লাহ্‌কে যেহেতু বিশ্বাস করা যায় না তাই বিশ্বাস করা যায় না
আস্তিকঃ হেহেহে , টপিক কেন বদলালেন? ওকে জাই হোক, আপনি কি একটা জীবিত আর মৃত দেহের পার্থক্য বুঝেন?
নাস্তিকঃ হ্যাঁ একটার প্রান আছে আরেকটার দেহে প্রান নাই
আস্তিকঃ চমৎকার,আপনি আসলেও বিজ্ঞানী প্রান জিনিস তা কি?
নাস্তিকঃএটা হল আত্মা যা শরীর থেকে বের হয়ে গেলে মানুষ মারা যায়
আস্তিকঃ এই আত্মা কি আপনি দেখতে পান?
নাস্তিকঃ না দেখতে পাই না
আস্তিকঃ তবে, সামান্য আত্মা যেটা আল্লাহ্‌র সৃষ্টি সেটাকেই আপনি দেখতে পারেন না আর আপনি এই দুর্বল চোখ দিয়ে কিভাবে আত্তার সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে দেখতে চান?
নাস্তিকঃভাই আল্লাহ্‌পাক কবে জন্ম গ্রহন করেছেন?
আস্তিকঃ আল্লাহ্‌র কোন শুরু নাইআল্লাহ্‌সৃষ্ট নন কারন তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা
নাস্তিকঃ আল্লাহ্‌কোন দিকে মুখ করে থাকেন?
আস্তিকঃযদি অন্ধকারে একটি মোমবাতি জ্বালান হয় তবে ওই আলোর মুখ যেমন সবদিকে থাকবে তেমনি আল্লাহ্‌জিনি আলো তৈরি করেছেন তাঁর দিকও সর্বময়
নাস্তিকঃআপনাদের আল্লাহ্‌কঠিন,তরল নাকি বায়বীয়?
আস্তিকঃ কিছুক্ষণ আগে আপনি যে আত্মার কথা বলছিলেন আগে এটা প্রমান করুন যে আত্মা কঠিন,তরল নাকি বায়বীয় ? হাস্যকর কিজে প্রশ্ন করেন ভাই
নাস্তিকঃ আল্লাহ্‌কথায় থাকে?
আস্তিকঃ দুধের মাঝে মাখন যেমন সব যায়গায় থাকে তেমনি আল্লাহও সর্বময় বিরজমান
নাস্তিকঃ জান্নাতে টয়লেট নাই তাহলে খাবারের পর মানুষ শোউচ কাজ করবে কিভাবে?
আস্তিকঃমায়ের পেটে বাচ্চা কিভাবে শোউচ কাজ করে সেটার তো দরকার হয় না দুনিয়াতে যেমন মল ত্যাগের দরকার হয় তেমনি জান্নাতে ঘামের মাধ্যমে খাবার হজম হয়ে যাবে
নাস্তিকঃ কিভাবে জান্নাতে খাওয়ার পর উপভোগ করার পর জিনিস বারবে?
আস্তিকঃ যেভাবে জান যত দান করা হয় তত বারে
নাস্তিকঃ কিভাবে আল্লাহ্‌অস্তিত্তে এলেন বা কিভাবে তাঁর শুরু?
আস্তিকঃ কিভাবে বাগের পেট থেকে মানুষের বাচ্চা বের হয়? এই প্রশ্নটা অবান্তর কারন মানুষের বাচ্চা বের হয়ে উঠা দুরের কথা বাগের পেটে মানুষের বাচ্চা হয় না ঠিক তেমনি কিভাবে আল্লাহ্‌অস্তিত্তে এলেন বা তাঁর শুরু ? এতাও অবান্তর প্রশ্ন কারন আল্লাহ্‌র শুরু নাই শেষও নাই
নাস্তিকঃ প্রতিদিন দুনিয়াতে ২১০০০ শিশু অনাহারে কষ্টে মারা যায় আপনাদের আল্লাহ্‌কি দেখেন না ? আপনাদের আল্লাহ্‌বিভিন্ন দুর্যোগ দেয় এতে হাজার শিশু মারা যায় তোমাদের আল্লাহ্‌কি মানুষের মরন নিয়ে তামাশা করে?
আস্তিকঃসৃষ্টি যার আইন চলবে তাঁর তাঁর সৃষ্টি নিয়ে তিনি খেলছেন এতে আপনাদের মাথা বেথার কি আছে আপনারা তাদের কেন বাচাতে পারেন না কেও হাজার কোটি টাকা দিয়ে এমারত তৈরি করবে আবার ভেঙে আবার তৈরি করবে এতে আমাদের মাথা বেথার কি দরকার এটা তার ইচ্চা আপনাদের তো অনেক ক্ষমতা এখন একজনকেও মরতে দিয়েন না পুরো দুনিয়াকে এখন বিজ্ঞানের মাধ্যমে icu বানিয়ে দিন
নাস্তিকঃস্রষ্টা ছাড়াই প্রাকিতিক ভাবে বিশ্বজগৎ নিয়ন্ত্রিত
আস্তিকঃ এবার জবাব না দিয়েই কশে এক থাপ্পড় দিল
নাস্তিকঃ আমাকে থাপ্পড় দিলেন কেন?
আস্তিকঃ মানুষ ছাড়াই প্রাকিতিক ভাবে থাপ্পড় নিয়ন্ত্রিত তাই
(আসুন এবার আপনাদের একটা গল্প বলি যে, নাস্তিকরা যে দেশে বা সমাজে আছে সে দেশের অবস্থা কেমন)
ছেলেঃ বাবা আমি পাশের বাসার মারিনা কে বিয়ে করতে চাই
বাবাঃনা তুমি এটা করতে পার না
ছেলেঃ কেন পারব না ?
বাবাঃ মারিনা কে বিয়ে করলে তোমার এইডস হবে,তোমার হলে তোমার বোনের হবে,তোমার বোনের হলে আমার হবে,আমার হলে তোমার মায়ের হবে আর তোমার মায়ের হলে পুরা মহাল্লার হবে
ছেলেঃ মারিনার এইডস আছে তোমাকে কে বলল?
বাবাঃ তোমার বড় চাচ্চুর এইডস এ আক্রান্ত হওয়ার কারন ওই মারিনা এইডস চেকআপ আমিই করাই ছিলাম আমার সেফটির জন্যআমি যার সাথে কথা বলি চেকাপ করে নেই এইডস আছে কিনা ? জানইত এইডস ছোঁয়াচে রোগ যখন দেখলাম এইডস ধরা পরেছে আমি কেটে পড়লাম
বাবাঃ ধন্যবাদ বাবা আমার জীবন বাঁচানোর জন্য কিন্তু চাচ্চুর যে এইডস আছে আগে বলনি কেন এখন আমার আর আমার আর আমার প্রিয় কুকুরের যদি কিছু হয় !!!
(আবার সেই নাস্তিক ও আস্তিক)
আস্তিকঃ এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি?
নাস্তিকঃ করেন
আস্তিকঃ নাস্তিকদের ধর্ম কি?
নাস্তিকঃ নাস্তিকদের কোন ধর্ম নাই
আস্তিকঃ কোন কি ভাই? religious view দেখি humanity দিয়ে রাখছেন
নাস্তিকঃ দুরমিয়া! এই ধর্ম সেই ধর্ম না, সাইন্স তো পরেন না জানবেন কি করে? অনু পরমানুর ও ধর্ম আছে এটা সেই ধর্ম?
আস্তিকঃ মানুষ আবিষ্কৃত অনু পরমাণুর এর ধর্ম আছে  আর নাস্তিকদের ধর্ম নাই বিষয় তা বিজ্ঞানের সাথে সাংঘরসিক হয়ে গেল না?
নাস্তিকঃ মিয়া দিলেন তো আওলাইয়া!

(সংলাপ ৯) নাস্তিকরা স্রষ্টার জন্য সময় কেন দেয় ??
নাস্তিক- 'যে জিনিসটার অস্তিত্বই নেই, তাতে সময় দেওয়ার কোন মানে আছে? সময় দিবেন এমন কিছুর পেছনে যা অস্তিত্বশীল স্রষ্টার অস্তিত্বই নেই, তাই ইবাদাতের নামে কল্পিত জিনিসের পেছনে সময় নষ্ট না করে জীবনকে উপভোগ করুন'

আস্তিক- 'ও আচ্ছা তা আপনি এখানে কী করছেন তাহলে?'

নাস্তিক- 'আমি বলতে চাচ্ছি, স্রষ্টার অস্তিত্বই নেই তাই তার পেছনে সময় না দিয়ে জীবন উপভোগ করতে'

আস্তিক- 'স্রষ্টার যদি অস্তিত্বই না থাকে, তাহলে আপনি এই গ্রুপে সময় দিচ্ছেন কেনো?'

নাস্তিক- 'না, আমি বলতে চাচ্ছি.......'

আস্তিক- 'আপনি বলতে চাচ্ছেন যে, আপনারা কেবল অস্তিত্বশীল জিনিসের পেছনে সময় দিয়ে আপনাদের জীবন উপভোগ করেন, রাইট?'

নাস্তিক- 'একদম ঠিক বলেছেন'

আস্তিক-'আপনারা ব্লগে, নাস্তিক্যবাদী গ্রুপে সারাদিন 'স্রষ্টা' তর্কে মগ্ন থাকেন আপনারা এমন জিনিসে সময় দেন, যা অস্তিত্বশীল সুতরাং আপনাদের সমীকরণ অনুযায়ী 'স্রষ্টা' আলটিমেটলি অস্তিত্বশীল '

নাস্তিক- 'না ভাই, আসলে..... ইয়ে........'
#আরিফ_আজাদ

(সংলাপ ১০) বহুবিবাহ vs নাস্তিকদের ইয়ে ...
নাস্তিক রিক্সায় উঠে ভাবতে লাগলো, ৯৯ টা ডিবেট করলাম ,কিন্তু একটাও জিততে পারলাম না আর একটা হেরে হারার-সেঞ্চুরি করতে চাই না
তাই রিক্সাওয়ালাকে বলল,মামা তোমাদের রাসুল (সা,) তো ভাল মানুষ ছিল না শিশু এবিউজার ছিল নয় বছর বয়সের আয়েশা (রা,)-কে বিয়ে করেছিলো

_রিক্সাওয়ালা বলল, মামা আমরা মূর্খ -সূর্খ মানুষ এতো জানিনা তয় এইডা তো আমরাই দেখছি, আগের মানুষ অল্প বয়সেই বিয়া করতো আমার বাবায় ও আমার মায়রে ১০ বছর বয়সে বিয়া করছিল, বঙ্গবন্ধুও তো ফজিতুন নিসারে ৮ বছর বয়সে বিয়া করছিলো, আবার ওইযে,জসিমুদ্দিনের "করব" কবিতায় পড়ছিলাম এতো ছোট বয়সে বিয়া করছিলো যে,সে শশুড় বাড়ি আইসা পুতুল খেলতো

নাস্তিক চরম এক ধাক্কা খেলো,, "এই রিক্সাওয়ালা আস্তিকও আমারে ধরা খাওয়াইলো!!!"
_নাস্তিক একটু নড়ে-চড়ে বসে, মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করল,চাচা আপনি নবীকে (সা,)-কে সাধারণ মানুষের সাথে তুলনা করলেন?????
_রিক্সাওয়ালা ঘাম মুছতে মুছতে জবাব দিল, আপনিই যেহেতু বুঝতে পারতেছেন
নবীজি সাধারণ মানুষের মতো না এবং তাকে মানুষের সাথে তুলনা ও করা যাবেনা তাহলে কেন আপনি নবীজির বিয়ে নিয়ে প্রশ্ন করছেন???
নবীজি ৯,বছর ৪০ বছর যাকেই বিয়ে করুক এখানে তো আপনার বলার কিছু থাকেনা কারণ আপনিই স্বীকার করেছেন নবীজী সাধারণ কেউ না

_নাস্তিক বলল,এই চাচা দাঁড়ান আমাকে এখানেই নামাইয়া দেন

_রিক্সাওয়ালা বলল,আপনি না নীলক্ষেত যাবেন তাইলে আজিমপুর কবরস্থানে নাইমা যাইতাছেন কেন?????
_নাস্তিক ভাড়া দিয়ে রাস্তায় হাটতে হাটতে চিন্তা করছে "নাহ এই আস্তিকদের সাথে পারা যাবেনা "

No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.