কোরান অনুযায়ি প্রথমে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তার পর আকাশ সৃষ্টি করা হয়েছে। অতএব কোরান ভুল ???
কোরান অনুযায়ি প্রথমে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তার পর আকাশ সৃষ্টি করা হয়েছে। অতএব কোরান ভুল।
লিখেছেনঃ Sk sadhin
======================
উত্তরঃ প্রথমেই অভিযুক্ত আয়াত গুলো দেখা যাক,,,,,
বলুন, তোমরা কি তাঁর সাথেই কুফরী করবে যিনি যমীন সৃষ্টি করেছেন দু'দিনে এবং তোমরা কি তাঁর সমকক্ষ তৈরী করছ? তিনি সৃষ্টিকুলের রব! [৪১-৯]
======================
উত্তরঃ প্রথমেই অভিযুক্ত আয়াত গুলো দেখা যাক,,,,,
বলুন, তোমরা কি তাঁর সাথেই কুফরী করবে যিনি যমীন সৃষ্টি করেছেন দু'দিনে এবং তোমরা কি তাঁর সমকক্ষ তৈরী করছ? তিনি সৃষ্টিকুলের রব! [৪১-৯]
আর তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত এবং চার দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে যাচঞাকারীদের জন্য।[৪১-১০]
অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। [৪১-১১]
এই অায়াত গুলো দিয়ে কখনই বলা ঠিক হবে না পৃথিবীর পর আকাশ সৃষ্টি। ১১ নং আয়াতে আকাশের মডেল তৈরী বা সবকিছুকে নিজ নিজ কাজে নিয়জিত হওয়ার জন্য কক্ষপথে আসার অাদেশ দেয়া হয়েছে। আকাশে আসার মত একটাই জায়গা আছে তা হলো কক্ষপথ। অর্থাৎ আল্লাহ যখন কাজের জন্য ডেকেছেন তখন পৃথিবী ও গ্রহ নক্ষত্রের মধ্যে কিছু সৃষ্টি হয়েছে অার কিছু সৃষ্টি প্রকৃয়ার মধ্যে আছে ।কোরান কখনই বলেনি পৃথিবী সবার আগে সৃষ্টি হয়েছে।এমনটা বললে স্পষ্ট আয়াত ই থাকতো আপনাদের এত কষ্ট করে ব্যর্থ ভুল খুজতে হতো না। অার অাল্লাহ যখন আকাশের দিকে মনোযোগ দিলেন ঠিক সেই মুহুর্তেই আকাশ ধূর্মকুঞ্জ ছিল এমনটা নয়। বরং একসময় ছিল, বা অতিতে ছিল আর সে সময় পৃথিবীও ধূর্মকুঞ্জ ছিল, কারণ কোরান বলছে আকাশ আর পৃথিবী ওতোপ্রতো ভাবে মিশে ছিল। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরুন আমি দুধ থেকে দই তৈরী করেছি এবং একই দুধ থেকে ঘি তৈরী করেছি। আমি দইয়ের খুটি গুলো সাজিয়ে রাখার সময় বললাম, অতঃপর আমি দইয়ের দিকে মনোযোগ দিলাম যা ছিল দুধ। এখন যদি বলেন অামি যখন কথাটা বলেছি তখন আসলে দইয়ের খুটিতে দুধ ছিল তাহলে কি আপনার কথা সঠিক হলো? হে দুধ ছিল কিন্তু সেটা অতীতে, আর ঘি গুলোও অতীতে দুধ ছিল।
।যখন দইয়ের খুটি গুছিয়ে রাখতেছি তখন দুধ ছিল না। আমি যদি আপনাকে ঘি বানানোর বর্ণানা দিয়ে এবং ঘি বয়ামে ভরে রাখার পর যদি বলি অতঃপর আমি দইয়ের দিকে মনোনিবেশ করলাম যা ছিল দুধ। এই কথা শুনে কিছুতেই আপনি কি বলতে পারবেন সবার আগে ঘি তৈরী হয়েছে তার পর আমি দইয়ের দিকে তাকাইছি এবং তখন দইয়ের খুটিতে দই তৈরী হয়নি সেগুলা দুধ ই ছিল এবং আগে ঘি তৈরী করেছি পরে দই তৈরী করেছি??
নাস্তিকরা এখন বলবে সব ঠিক আছে কিন্তু আল্লাহ বিষয়টা এভাবে কেন বললেন? এমন ভাবে কেন বললেন না, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে?
।যখন দইয়ের খুটি গুছিয়ে রাখতেছি তখন দুধ ছিল না। আমি যদি আপনাকে ঘি বানানোর বর্ণানা দিয়ে এবং ঘি বয়ামে ভরে রাখার পর যদি বলি অতঃপর আমি দইয়ের দিকে মনোনিবেশ করলাম যা ছিল দুধ। এই কথা শুনে কিছুতেই আপনি কি বলতে পারবেন সবার আগে ঘি তৈরী হয়েছে তার পর আমি দইয়ের দিকে তাকাইছি এবং তখন দইয়ের খুটিতে দই তৈরী হয়নি সেগুলা দুধ ই ছিল এবং আগে ঘি তৈরী করেছি পরে দই তৈরী করেছি??
নাস্তিকরা এখন বলবে সব ঠিক আছে কিন্তু আল্লাহ বিষয়টা এভাবে কেন বললেন? এমন ভাবে কেন বললেন না, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে?
এর উত্তরে আমি বলবো
মানুষকে যেহেতু এই পৃথিবীতে পরীক্ষা করা হচ্ছে, সেহেতু এখানে অপশন রাখাই হয়েছে এমনভাবে, যে বিশ্বাস করার সে যেমন নিদর্শন খুঁজে পাবে, যে অবিশ্বাস করতে চায় সেও কোন না কোন অজুহাত খুঁজে পাবে। ব্যাপারটা এমন না যে, আল্লাহ তাআলা একদিন নেমে এসে সবাইকে দেখিয়ে বললেন, আমি আল্লাহ। তারপরেই সবাই বিশ্বাসী হয়ে ধর্ম কর্ম করা শুরু করে দেবে! মানুষের বিশ্বাস অবিশ্বাস তার ইন্দ্রিয়ের, বা বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের চেয়ে বরং মানসিক সিদ্ধান্ত বা যৌক্তিক সিদ্ধান্তের উপর বেশি নির্ভর করে।
.
যে অবিশ্বাস করার নিয়ত করেই ফেলেছে, সে কোন না কোন অজুহাত খুঁজে বের করবেই, কেনোনা যদি সে তা না করে, তবে তার নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে, যা সে মন থেকে চায়না। আল্লাহ তো বলেছেন ই-
"তাঁর দিকে যাওয়ার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তাঁর দিকে অগ্রসর হয়।" [সুরা রাদ, সুরা নং-১৩, আয়াত নং-২৭]
মানুষকে যেহেতু এই পৃথিবীতে পরীক্ষা করা হচ্ছে, সেহেতু এখানে অপশন রাখাই হয়েছে এমনভাবে, যে বিশ্বাস করার সে যেমন নিদর্শন খুঁজে পাবে, যে অবিশ্বাস করতে চায় সেও কোন না কোন অজুহাত খুঁজে পাবে। ব্যাপারটা এমন না যে, আল্লাহ তাআলা একদিন নেমে এসে সবাইকে দেখিয়ে বললেন, আমি আল্লাহ। তারপরেই সবাই বিশ্বাসী হয়ে ধর্ম কর্ম করা শুরু করে দেবে! মানুষের বিশ্বাস অবিশ্বাস তার ইন্দ্রিয়ের, বা বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের চেয়ে বরং মানসিক সিদ্ধান্ত বা যৌক্তিক সিদ্ধান্তের উপর বেশি নির্ভর করে।
.
যে অবিশ্বাস করার নিয়ত করেই ফেলেছে, সে কোন না কোন অজুহাত খুঁজে বের করবেই, কেনোনা যদি সে তা না করে, তবে তার নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে, যা সে মন থেকে চায়না। আল্লাহ তো বলেছেন ই-
"তাঁর দিকে যাওয়ার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তাঁর দিকে অগ্রসর হয়।" [সুরা রাদ, সুরা নং-১৩, আয়াত নং-২৭]
No comments
Note: Only a member of this blog may post a comment.