শরীয়া আইনের ফায়দা কতটুকু ?
শরীয়া আইনের ফায়দা কতটুকু ?
লিখেছেনঃ আফিফ আলী সাদাফ
মূলত সবার আগে আমাদের জানতে হবে শরীয়া আইন সম্পর্কে । শরীয়া আইন হল এমন এক আইন প্রক্রিয়া যার সাথে প্রত্যক্ষভাবে ইসলাম জড়িত । এই আইন প্রক্রিয়া সকল বিচার করা হয় কুরআন আর হাদিস দিয়ে । এর মধ্যে সবচেয়ে প্রচলিত হচ্ছে যা সকলেই জানে সেটা হল ,
হাত কাটা চুরির অপরাধে আর শিরচ্ছেদ করা হত্যার অপরাধে । এই নিয়ে বহু আলোচনা সমালোচনা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে । মানবাধিকার কর্মীদের বেশ ভালই উদ্যম দেখা যায় । তাদের গলায় গর্জে উঠে শরীয়া আইনের অকার্যকরতা । এর কারণ জানতে গেলে দেখা যায় সেই পুরান হাত কাটা আর শিরচ্ছেদ করা । তাহলে আমরা প্রথমে শরীয়া আইনের কার্যকরতা নিয়ে কথা বলি ।
মূলত ২০১৫ সালের জরিপ অনুযায়ী সৌদি আরবে হত্যাকাণ্ডের হার ছিল ১.৫ প্রতি ১০০,০০০ জনের মধ্যে । অপরদিকে ২০১৫ সালের জরিপ অনুযায়ী আমেরিকার হত্যাকাণ্ডের হার ছিল ৪.৯ প্রতি ১০০,০০০ জনের মধ্যে সেটা ২০১৬ তে ৫.৩ এ গিয়ে দাঁড়িয়েছে ।
সৌদি আরবের মোট অপরাধীর হার ৩.৮৮ প্রতি ১০০০ জনের মধ্যে অপরদিকে আমেরিকায় মোট অপরাধীর হার ৪১.২৯ প্রতি ১০০০ জনের মধ্যে ।
ডাকাতির ক্ষেত্রে আমেরিকার হার ১০২.২ প্রতি ১০০,০০০ জন অপরদিকে সৌদি আরবের ডাকাতির হার ২.৯ প্রতি ১০০,০০০ জনের মধ্যে ।
এখন আসি ভারতে । ভারতের প্রতি বছরে শুধু যৌতুকের কারণে অন্য কারণ বাদই দিলাম শুধু যৌতুকের কারণে ৮০০০ নারী মারা যায় ।
শুধু মাত্র যৌতুকের জন্য অপরদিকে সৌদিতে হত্যাকাণ্ডের হার ১.৫ প্রতি ১০০,০০০ জনের মধ্যে ।
শুধু মাত্র যৌতুকের জন্য অপরদিকে সৌদিতে হত্যাকাণ্ডের হার ১.৫ প্রতি ১০০,০০০ জনের মধ্যে ।
ভারতের তিন বছর ২০১২ , ২০১৩ , ২০১৪ সাল এই তিন বছরে মোট ২৪,৭৭১ জন নারী মারা যায় শুধু মাত্র যৌতুক প্রথার কারণে । ২০১২ সালে মোট মামলা করা হয় ৮২৩৩ । ২০১৩ সালে ৮০৮৩ এবং ২০১৪ সালে ৮৪৫৫ । অপরদিকে শরীয়া আইনের দেশে প্রতি ১০০,০০০ জনের মধ্যে হত্যাকারীর হার মাত্র ১.৫ ।
ভারতের পাশাপাশি মায়ানমারেও হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু কম নয় । মায়ানমারে ২০১২ সালের জরিপ অনুযায়ী হত্যার হার ১৫.প্রতি ১০০,০০০ জনের মধ্যে । অপরদিকে সৌদি আরবে ১.৫ প্রতি ১০০,০০০ জনের মধ্যে ।
এখন আসি অমানবিকতা নিয়ে । মানবাধিকার কর্মীরা বেশ গলা ফাটায় যে , একজনের শিরচ্ছেদ করাটা কি বর্বরতা নাহ ? একজনের হাত কেটে ফেলা কি বর্বরতা নয় ? তাদের জন্য আমার কিছু নসিহত সেটা হল যে , একটা মানুষ যখন অপর মানুষকে খুন করে তখন তার শিরচ্ছেদ করা কোন অপরাধ নয় । এই বিষয়টা আপনার পরিবার কে নিয়ে ভাবেন আপনার পরিবারের কাউকে যদিহত্যা
করা হয় তাহলে আপনিও হত্যাকারীর এরকমই শাস্তি চাবেন । আজ এই কঠোর আইনের কারণেই সৌদি আরবে এত কম ক্রাইম হচ্ছে আর আমেরিকায় তার তুলনায় বহু গুণ পরিমাণে বেশি হচ্ছে । তাহলে দশ জন এর মৃত্যু না ঘটিয়ে একজন কে কঠোরভাবে দমন করলে বাকি ৯ জনের প্রাণ বেঁচে যাবে ৯ টা পরিবার বেঁচে যাবে । যেখানে ভারতে তিন বছরে ২৪ হাজার নারী শুধু যৌতুকে মারা যাচ্ছে
বাকিগুলা বাদই দিলাম । সেখান সৌদি আরবে প্রতি ১০০,০০০ জনের মধ্যে ১.৫ হারে অপরাধী । তাই কোনটা ভাল আপনারা নিজেরাই বিবেচনা করুন । আর একটা চোর এর হাত কাটা হয় কেননা তার হাত কাটা হলে বাকি ১০ জনেও ভয় করবে চুরি করার আগে আর যার হাত কাটা হয়েছে সে তো পরে চুরি করার চিন্তাও করতে পারবেনা ।
তথ্যসুত্রঃ
* Wikipedia - Crime In Us
* Wikipedia - Crime In Saudi
* Wikipedia - Crime In Mayanmar
* Statista.com / Dowry Death
* Nationmaster.com / Saudi Crime
No comments
Note: Only a member of this blog may post a comment.