বীর্য উৎপন্ন স্থান নিয়ে কি কোরআন ভুল বলছে???


জবাব ঃ  মোঃ আরিফুল ইসলাম


নাস্তিকরা বা  মুক্তমনারা দাবি করে এই আয়াত টি ভুল। কেননা বিজ্ঞানের মত বীর্য উৎপন্ন হয় আমাদের অন্ডকোষ থেকে।  আসলে কোনটা টিক তা আমরা জানব নিম্নের পয়েন্ট থেকে 

পয়েন্ট ঃ১     আমরা জানি  খাদ্যের উপাদান থেকে মুলত   বীর্য  উৎপন্ন হয়। তাই আমরা যদি খাদ্য না গ্রহন না করি তাহলে বীর্য  উৎপন্ন হবে না। তাহলে মূল ব্যাপার হল খাদ্য। অন্ডকোষ কোন  ব্যাপার না।   কারন খাদ্য গ্রহন না করলে অন্ডকোষ  দিয়ে কাজ হবে না।


 পয়েন্ট ঃ২  আমরা যখন খাদ্য খাই তখন তা আমাদের খাদ্যনালী দিয়ে যায়। তা কিন্তু আমাদের বুকের মাঝখান দিয়ে যায়।  এবং সেখানে আছে খাদ্যনালী । এবং সেখানে আমাদের খাদ্য গিয়ে অনেক প্রক্রিয়ায় যেখানে যে পুষ্টি  যাও্য়ার  কথা সেখানে তা   চলে  যায়। তাই বীর্য  টা নেমে যায় অন্ডকোষে।  


অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।    {৮৬ঃ ৫-৭}


এখানে লক্ষ্য করুন কোরআন বলছে  নির্গত হয়  মানে নেমে আসে। আর ঠিক ভাবে তা নেমে যায় অন্ডকোষে
 নাস্তিকরা বলছে এখানে নাকি   বলছে 
উৎপন্ন হয়। তাহলে বুঝুন কতটা অজ্ঞ তারা





No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.