আল্লাহ্‌ কসম কারীকে মানতে নিষেধ করেছেন, তাহলে আল্লাহ্‌ নিজেও তো অনেক কসম করেছেন !!!

কুরআন আল্লাহ্‌ নিজেই কসম করেছেন যেখানে তিনি নিজেই বেশি শপথকারীদের অনুরসন করতে নিষেধ করেছেন ?
লিখেছেনঃ মোঃ নিয়ামত আলী

নাস্তিকদের দাবীঃ
আল্লাহ্‌ কুরআনে বলেছেনঃ যে অধিক শপথ করে আপনি তার অনুগত্ত করবেন না । (সুরা কলাম অধ্যায় ৬৮, আয়াত ১০) ।
অথচ আল্লাহ্‌ নিজেই অনেক জাগাতে কসম করেছেন যেমনঃ এবারে আল্লাহর কসম/শপথের আয়াতসমূহ দেখুন। দেখুন তো কিসের কিসের শপথ করেছে এবং গুণে দেখুন তো কতবার!!! এর মানে কি প্রমান হয় না যে আল্লাহ্‌ নিজেই অনেকই শপথ করেন তাই আল্লাহ্‌র অনুগত্ত করা যাবে না ?
শপথ এর আয়াত সমূহঃ
* কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবেনা, যে পর্যন্ত না তারা তাদের বিবাদে তোমাকে বিচারক করে, তারপর তুমি যে বিচার কর তাতে তাদের মন সবরকম সংকীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। কোরআন ৪/৬৫
*তোমার জীবনের শপথ, তারা আপন নেশায় মত্ত ছিল কোরআন ১৫/৭২
* সুতরাং শপথ তোমার রবের। তাদের সবাইকে অবশ্যই আমি জিজ্ঞাসিত করব কোরআন ১৫/৯২
*তারা আমার দেয়া রিজিক থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে, যাদের কোনো খবরই তারা রাখেনা। আল্লাহর শপথ, তোমরা যে অপবাদ আরোপ করছ, সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে।কোরআন ১৬/৫৬
*শপথ আল্লাহর। আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ে রাসুল প্রেরণ করেছি। অতঃপর শয়তান তাদেরকে কর্ম সমূহ শোভনীয় করে দেখিয়েছে। আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।কোরআন ১৬/৬৩
* সুতরাং শপথ তোমার রবের। আমিতো তাদেরকে শয়তানদের সাথে একত্রে সমবেত করবই এবং পরে আমি তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করবই কোরআন ১৯/৬৮
এরকম অনেক আয়াত আছে ।

উত্তরঃ

আমি গুনে দেখেছি ৭৬ অথবা এর কম বেশি হবে শপথের আয়াত যেখানে আল্লাহ্‌ নিজেই অনেক শপথ করেছেন । মজার ব্যাপার কি জানেন আপনি যে আয়াতে চুরি করেছেন সেটা হল
আপনি প্রথমে যে আয়াত পেশ করলেন সেটা পুরা দেননি অর্ধেক দেখিয়েছেন কারন আপনি নিজেই জানেন যদি পুরা আয়াত দেন তাহলে আপনার প্রশ্নই আসে না ।
* সুরা কালাম, অধ্যায় ৬৮ , আয়াত ৮: অতএব আপনি মিথ্যাচারীদের অনুসরণ করবেন না ।
* সুরা কালাম, অধ্যায় ৬৮, আয়াত ৯: তারা চায় আপনি শিথিল হন , তবে তারাও শিথিল হবে ।
*সুরা কালাম, অধ্যায় ৬৮, আয়াত ১০: আর আপনি এমন বেক্তির অনুসরণ করবেন না , যে কথায় কথায় কসম করে, যে হীন প্রকৃতির ।
উপরের তিন টি আয়াত থেকে আমরা পাইঃ
১/ প্রথমে এমন মানুষের অনুসরণ করা যাবে না যে মিথ্যাবাদী ।
২/ মিত্থাবাদিরা শিথিল হতে চায় যদি নবী মুহাম্মদ (সা) শিথিল হয় !
৩/ নিচু প্রকৃতির এমন মানুষদের অনুসরণ করতে নিষেধ করেছেন যদিও বা সে বেশি বেশি কসম করে
খেয়াল করেন নাস্তিকরা কিভাবে মিথ্যাচার করেছে । “নিচু প্রকৃতির” লোকেরা অনেক সময় কসম এর অপব্যাবহার করে যেটার অনুরসন করতে নিষেধ করেছেন আল্লাহ্‌ তাঁর রাসুলকে । কিন্তু সত্যবাদীরা যদি কসম করে এটা মানতে আল্লাহ্‌ কিন্তু উপরের আয়াতে নিষেধ করেন নি ।
যারা মিথ্যাবাদী তাদের কসম মানা নিষেধ কিন্তু যারা সত্যবাদী তাদের কসম ১০০ বার মানা যাবে । কোন সমস্যা নাই । তাই আল্লাহ্‌ হলেন সত্যবাদী আর আল্লাহ্‌র কসম অবশ্যই অবশ্যই অবশ্যই মানা যাবে ।এতে কোন সন্দেহ নাই ।
সুতরাং বুঝতেই পারছেন পুরা আয়াত না দিয়ে কিভাবে চরামি করল নাস্তিক ধার্মিকরা ।
প্রশ্নঃ এই শব্দে একটি আয়াত দেখান পারলে কুরআন থেকে যে
"সত্যবাদীদের শপথ আপনি অনুসরণ করবেন না "
চেষ্টা করে দেখুন !!!


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.